খড়গপুর, 27 জুলাই : একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ টাকা ভরতে যাওয়ার সময় ভ্যান আটকে লুঠের চেষ্টা ৷ খড়গপুর শহরের ঘটনায় ব্যাঙ্কের দুই নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছেন ৷ যদিও, দুষ্কৃতীরা টাকার ভল্ট পর্যন্ত পৌঁছতে পারেনি ৷ জানা গিয়েছে, 4 দুষ্কৃতী বাইকে করে এসে টাকা লুঠের চেষ্টা করে ৷ তাদের বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় ৷ ঘটনায় খড়গপুর পুলিশ তদন্ত শুরু করেছে ৷ আহত দুই নিরাপত্তারক্ষীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ভর্তি করানো হয়েছে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, আজ খড়গপুর শহরের একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ টাকা ভরতে যাওয়ার সময় 4টি বাইক এসে টাকা ভরতি ভ্যানের পথ আটকায় ৷ চালক এবং নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বাইক থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুষ্কৃতীরা ভল্ট থেকে টাকা বের করে দিতে বলে ৷ সেই সময় নিরাপত্তারক্ষীরা বাধা দেন ৷ এর পরেই গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা ৷ সেই সময়ে ভ্যানের চালক দরজা লক করে দিলে, তাঁকে মারধরও করা হয় ৷ অভিযোগ তখনই দুই নিরাপত্তারক্ষীর সঙ্গে হাতাহাতি শুরু হয় দুষ্কৃতীদের ৷ সেই সময়ই তাঁদের লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালানো হয় ৷ গুলি লেগে দুই নিরাপত্তারক্ষী জখম হন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ আরেক নিরাপত্তারক্ষীর পায়ে দু’টি গুলি লেগেছে ৷
আরও পড়ুন : ক্যানিংয়ের জনবসতিপূর্ণ অঞ্চলে এটিএম ভেঙে টাকা লুঠ
জানা গিয়েছে, গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয়রা ভিড় করতে শুরু করলে, দুষ্কৃতীরা সেখান থেকে টাকা না নিয়েই পালিয়ে যায় ৷ তড়ঘড়ি জখম দুই নিরাপত্তারক্ষীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ভ্যানের সঙ্গে থাকা বাকি নিরাপত্তারক্ষী এবং চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে ৷ দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷