ETV Bharat / state

Child beaten Video : চোর সন্দেহে চার নাবালককে বেঁধে নির্মম প্রহার ! গ্রেফতার অভিযুক্ত - four children beaten up at garhbeta

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় চুরির অভিযোগে চারজন নাবালককে দড়ি দিয়ে বেঁধে নির্মম প্রহার ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

Child beaten Video
Child beaten Video
author img

By

Published : Jan 28, 2022, 6:33 PM IST

গড়বেতা, 28 জানুয়ারি : বয়স আট থেকে বড়জোর দশ বছর ৷ দড়ি দিয়ে হাত এবং পা একসঙ্গে বাঁধা ৷ পায়ের মাঝে লাঠি ঢোকানো ৷ এভাবে চার নাবালককে মাটির উপর ফেলে চলছে বেদম প্রহার ৷ মারের চোটে নেতিয়ে পড়েছে বাচ্চাগুলো ৷ শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এমনই বর্বরতার ছবি উঠে এল ৷

ঘটনাটি গড়বেতা 1 নম্বর ব্লকের জবা এলাকার । আজ বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটে । রবিয়াল খান নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি দাবি করে, চারজন বাচ্চা মিলে তার গাড়ির যন্ত্রাংশ চুরি করেছে ৷ এরপর চারজনকে 'সবক শেখাতে' হাতে-পায়ে দড়ি বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করে ওই ব্যক্তি ৷ এমন ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাচ্চাদের অভিভাবকরা ৷ এরপর অভিযুক্ত ব্যক্তি রবিয়াল খানের বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ করেন তাঁরা ৷ চারজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

থানায় এসে শুকুর আলি খান নামে এক বাচ্চার বাবা বলেন, "হঠাৎ লোকমুখে শুনি আমার ছেলেকে বেঁধে মারধর করেছে ৷ চুরি করলে থানায় অভিযোগ করা যেত ৷ কিন্তু রবিয়াল খান নামে ওই ব্যক্তি ছেলেগুলোকে রাস্তায় ফেলে দড়ি দিয়ে বেঁধে বেদম প্রহার করে । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ৷"

চোর সন্দেহে চার শিশুকে বেঁধে নির্মম মারধর

আরও পড়ুন : Newtown Unnatural Death : রাজারহাটে এক ধর্মীয় প্রতিষ্ঠানে রাঁধুনির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রবিয়াল খান নামে ওই ব্যবসায়ীকে ৷ এই বিষয়ে গড়বেতা 1 নম্বর ব্লকের বিডিও ওয়াসিম রেজা বলেন, "অত্যন্ত নিন্দনীয় ঘটনা । পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে । বাচ্চাগুলির গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে ।"

গড়বেতা, 28 জানুয়ারি : বয়স আট থেকে বড়জোর দশ বছর ৷ দড়ি দিয়ে হাত এবং পা একসঙ্গে বাঁধা ৷ পায়ের মাঝে লাঠি ঢোকানো ৷ এভাবে চার নাবালককে মাটির উপর ফেলে চলছে বেদম প্রহার ৷ মারের চোটে নেতিয়ে পড়েছে বাচ্চাগুলো ৷ শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এমনই বর্বরতার ছবি উঠে এল ৷

ঘটনাটি গড়বেতা 1 নম্বর ব্লকের জবা এলাকার । আজ বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটে । রবিয়াল খান নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি দাবি করে, চারজন বাচ্চা মিলে তার গাড়ির যন্ত্রাংশ চুরি করেছে ৷ এরপর চারজনকে 'সবক শেখাতে' হাতে-পায়ে দড়ি বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করে ওই ব্যক্তি ৷ এমন ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাচ্চাদের অভিভাবকরা ৷ এরপর অভিযুক্ত ব্যক্তি রবিয়াল খানের বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ করেন তাঁরা ৷ চারজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

থানায় এসে শুকুর আলি খান নামে এক বাচ্চার বাবা বলেন, "হঠাৎ লোকমুখে শুনি আমার ছেলেকে বেঁধে মারধর করেছে ৷ চুরি করলে থানায় অভিযোগ করা যেত ৷ কিন্তু রবিয়াল খান নামে ওই ব্যক্তি ছেলেগুলোকে রাস্তায় ফেলে দড়ি দিয়ে বেঁধে বেদম প্রহার করে । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি ৷"

চোর সন্দেহে চার শিশুকে বেঁধে নির্মম মারধর

আরও পড়ুন : Newtown Unnatural Death : রাজারহাটে এক ধর্মীয় প্রতিষ্ঠানে রাঁধুনির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রবিয়াল খান নামে ওই ব্যবসায়ীকে ৷ এই বিষয়ে গড়বেতা 1 নম্বর ব্লকের বিডিও ওয়াসিম রেজা বলেন, "অত্যন্ত নিন্দনীয় ঘটনা । পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে । বাচ্চাগুলির গড়বেতা হাসপাতালে চিকিৎসা চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.