ETV Bharat / state

খড়গপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানসহ কোরোনায় আক্রান্ত 3 - unlock one

কোরোনায় আক্রান্ত খড়গপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানসহ তিন । জরুরি ব্যবস্থা নিতে শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন ।

Former vice chairman of Kharagpur municipality affected by corona
কোরোনায় আক্রান্ত খড়গপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান
author img

By

Published : Jun 24, 2020, 4:14 PM IST

খড়গপুর, 24 জুন : ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের কোরোনায় মৃত্যুর মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে দুশ্চিন্তা বাড়িয়ে কোরোনার থাবা পড়েছে খড়গপুর পৌরসভায় । এবার কোরোনায় আক্রান্ত খোদ প্রাক্তন ভাইস চেয়ারম্যান । পঞ্চাশোর্ধ শেখ হানিফের জন্য জরুরি ব্যবস্থা নিচ্ছে জেলা স্বাস্থ্যবিভাগ ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, তিনি কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন । তারপর তিনি রক্ত পরীক্ষা করান । সেই রিপোর্টে পজ়িটিভ আসে । গতকাল রাতে রিপোর্ট মেলে । তাঁকে আপাতত পূর্ব মেদিনীপুরের মেছো গ্রামের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

প্রাক্তন ভাইস চেয়ারম্যানের সঙ্গে আরও 2 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । সকলেই খড়গপুরের পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা । এখনও পর্যন্ত খড়গপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা 22 । এর মধ্যে 6 জন পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা । কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন ।

জানা গেছে, রবিবার পাঁচবেড়িয়ায় 4 ও 5 নম্বর ওয়ার্ডের 55 জন বাসিন্দার লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল । তাতে 3 জনের কোরোনা ভাইরাসের হদিস মেলে । ভাইস চেয়ারম্যানের এই কোরোনা আক্রান্ত হওয়ার খবরে গোটা পৌরসভায় চাঞ্চল্য শুরু হয়েছে ৷ জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত 344 জন কোরোনায় আক্রান্ত । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 316 জন । কোরোনায় মৃত্যু হয়েছে 3 জনের ।

উল্লেখ্য, মেদিনীপুর জেলার যে সাতটি পৌরসভা রয়েছে তার মধ্যে অন্যতম পৌরসভা তথা রেল শহর খড়গপুর । এই পৌরসভার 35 টি সিটের মধ্যে বেশিরভাগই তৃণমূলের দখলে । গত 2013 সালে শেষ পৌরসভা ভোট হয়েছিল । এই পৌরসভায় ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন শেখ হানিফ । তবে দীর্ঘদিন ভোট না হওয়ায় পৌরসভা নির্বাচিত প্রতিনিধি এখনও হয়নি, তাই এখন এর দায়িত্ব সামলাচ্ছেন খড়গপুর সদর মহকুমাশাসক । এই অবস্থায় শেখ হানিফ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যোগ দিয়েছেন । এই প্রাক্তন ভাইস চেয়ারম্যান সদ্য একটি রক্তদান শিবিরে চেয়ারম্যান প্রদীপ সরকারের সঙ্গে অংশ নিয়েছিলেন ।

খড়গপুর, 24 জুন : ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের কোরোনায় মৃত্যুর মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে দুশ্চিন্তা বাড়িয়ে কোরোনার থাবা পড়েছে খড়গপুর পৌরসভায় । এবার কোরোনায় আক্রান্ত খোদ প্রাক্তন ভাইস চেয়ারম্যান । পঞ্চাশোর্ধ শেখ হানিফের জন্য জরুরি ব্যবস্থা নিচ্ছে জেলা স্বাস্থ্যবিভাগ ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, তিনি কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন । তারপর তিনি রক্ত পরীক্ষা করান । সেই রিপোর্টে পজ়িটিভ আসে । গতকাল রাতে রিপোর্ট মেলে । তাঁকে আপাতত পূর্ব মেদিনীপুরের মেছো গ্রামের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

প্রাক্তন ভাইস চেয়ারম্যানের সঙ্গে আরও 2 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । সকলেই খড়গপুরের পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা । এখনও পর্যন্ত খড়গপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা 22 । এর মধ্যে 6 জন পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা । কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন ।

জানা গেছে, রবিবার পাঁচবেড়িয়ায় 4 ও 5 নম্বর ওয়ার্ডের 55 জন বাসিন্দার লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল । তাতে 3 জনের কোরোনা ভাইরাসের হদিস মেলে । ভাইস চেয়ারম্যানের এই কোরোনা আক্রান্ত হওয়ার খবরে গোটা পৌরসভায় চাঞ্চল্য শুরু হয়েছে ৷ জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত 344 জন কোরোনায় আক্রান্ত । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 316 জন । কোরোনায় মৃত্যু হয়েছে 3 জনের ।

উল্লেখ্য, মেদিনীপুর জেলার যে সাতটি পৌরসভা রয়েছে তার মধ্যে অন্যতম পৌরসভা তথা রেল শহর খড়গপুর । এই পৌরসভার 35 টি সিটের মধ্যে বেশিরভাগই তৃণমূলের দখলে । গত 2013 সালে শেষ পৌরসভা ভোট হয়েছিল । এই পৌরসভায় ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন শেখ হানিফ । তবে দীর্ঘদিন ভোট না হওয়ায় পৌরসভা নির্বাচিত প্রতিনিধি এখনও হয়নি, তাই এখন এর দায়িত্ব সামলাচ্ছেন খড়গপুর সদর মহকুমাশাসক । এই অবস্থায় শেখ হানিফ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যোগ দিয়েছেন । এই প্রাক্তন ভাইস চেয়ারম্যান সদ্য একটি রক্তদান শিবিরে চেয়ারম্যান প্রদীপ সরকারের সঙ্গে অংশ নিয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.