ETV Bharat / state

Murder : বাবাই খুন করেছে মাকে, অভিযোগ পাঁচ বছরের মেয়ের - Crime against Woman

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পানিতুনিয়া গ্রামে ৷ মৃতার নাম পূজা দাস ৷ পূজার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শ্বশুর উদয় দাসকে ৷ স্বামী সুরজ দাসকে এখনও গ্রেফতার করা যায়নি ৷

five year old girl claimed that her father murdered her mother
Murder : বাবাই খুন করেছে মাকে, অভিযোগ পাঁচ বছরের মেয়ের
author img

By

Published : Sep 24, 2021, 3:30 PM IST

দাঁতন, 24 সেপ্টেম্বর : রাতভর কেঁদেই চলেছে বছর পাঁচেকের এক শিশুকন্যা ৷ সারারাত ধরে একরত্তি ওই মেয়ের কান্নার কারণ খুঁজতে গিয়ে প্রতিবেশীরা দেখেন বাড়িতে পড়ে তার মায়ের মৃতদেহ ৷ কীভাবে হল এসব ? প্রতিবেশীদের দাবি, মমতা দাস নামে ছোট্ট ওই মেয়েটি জানিয়েছে, মাকে মেরে ফেলেছে তার বাবা ৷

আরও পড়ুন : Durga Puja : শোলা শিল্পে মন্দা, পুজোর মরশুমেও রোজগারে টান চন্দ্রকোণার মালাকারদের

বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবে ওইটুকু মেয়ের এমন দাবিতে হইচই পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পানিতুনিয়া গ্রামে ৷ খবর যায় পুলিশে ৷ খবর দেওয়া হয় মমতার মামার বাড়িতেও ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷

পুলিশ জানিয়েছে, মৃতার নাম পূজা দাস (30) ৷ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পূজাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ পূজার বাবা দাঁতন থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পূজার শ্বশুর উদয় দাসকে ৷

আরও পড়ুন : Accident : দোকানে ঢুকল ট্রলার, ভাঙল ঘর

তবে পূজার স্বামী সুরজ দাসকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ ঘটনার পর থেকেই তিনি পলাতক ৷ পুলিশ জানিয়েছে, সুরজের খোঁজে তল্লাশি চলছে ৷ কী কারণে খুন সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷

স্থানীয়দের দাবি, সুরজ ও পূজার মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত ৷ কিন্তু কী কারণে, তা নিয়ে কেউ কখনও মাথা ঘামাননি ৷ তবে সেই ঘটনা যে এমন মারাত্মক আকার নেবে ও প্রাণহানির ঘটনা ঘটবে, তা কেউ ঘুণাক্ষরেও টের পাননি ৷

আরও পড়ুন : Garbeta Death : ঠাকুমার শেষকৃত্য সেরে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু যুবকের

এদিকে পূজাকে হারিয়ে শোকস্তব্ধ তাঁর পরিবার ৷ তার মধ্যেও তাঁদের সামলাতে হচ্ছে মমতাকে ৷ সেও মাকে হারিয়ে একটানা কেঁদেই চলেছে ৷

দাঁতন, 24 সেপ্টেম্বর : রাতভর কেঁদেই চলেছে বছর পাঁচেকের এক শিশুকন্যা ৷ সারারাত ধরে একরত্তি ওই মেয়ের কান্নার কারণ খুঁজতে গিয়ে প্রতিবেশীরা দেখেন বাড়িতে পড়ে তার মায়ের মৃতদেহ ৷ কীভাবে হল এসব ? প্রতিবেশীদের দাবি, মমতা দাস নামে ছোট্ট ওই মেয়েটি জানিয়েছে, মাকে মেরে ফেলেছে তার বাবা ৷

আরও পড়ুন : Durga Puja : শোলা শিল্পে মন্দা, পুজোর মরশুমেও রোজগারে টান চন্দ্রকোণার মালাকারদের

বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবে ওইটুকু মেয়ের এমন দাবিতে হইচই পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পানিতুনিয়া গ্রামে ৷ খবর যায় পুলিশে ৷ খবর দেওয়া হয় মমতার মামার বাড়িতেও ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷

পুলিশ জানিয়েছে, মৃতার নাম পূজা দাস (30) ৷ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পূজাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ পূজার বাবা দাঁতন থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পূজার শ্বশুর উদয় দাসকে ৷

আরও পড়ুন : Accident : দোকানে ঢুকল ট্রলার, ভাঙল ঘর

তবে পূজার স্বামী সুরজ দাসকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ ঘটনার পর থেকেই তিনি পলাতক ৷ পুলিশ জানিয়েছে, সুরজের খোঁজে তল্লাশি চলছে ৷ কী কারণে খুন সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷

স্থানীয়দের দাবি, সুরজ ও পূজার মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত ৷ কিন্তু কী কারণে, তা নিয়ে কেউ কখনও মাথা ঘামাননি ৷ তবে সেই ঘটনা যে এমন মারাত্মক আকার নেবে ও প্রাণহানির ঘটনা ঘটবে, তা কেউ ঘুণাক্ষরেও টের পাননি ৷

আরও পড়ুন : Garbeta Death : ঠাকুমার শেষকৃত্য সেরে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু যুবকের

এদিকে পূজাকে হারিয়ে শোকস্তব্ধ তাঁর পরিবার ৷ তার মধ্যেও তাঁদের সামলাতে হচ্ছে মমতাকে ৷ সেও মাকে হারিয়ে একটানা কেঁদেই চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.