মেদিনীপুর, 9 এপ্রিল : গড়বেতার আরাবাড়ি জঙ্গলে লাগল ভয়াবহ আগুন । ঘটনাস্থানে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । কী করে বা কারা এই আগুন লাগাল তা খতিয়ে দেখছে আরাবাড়ি রেঞ্জ । প্রাথমিকভাবে বনকর্তাদের অনুমান, শিকারিরা তাদের কার্য সাধনের জন্য এই আগুন লাগিয়েছে ।
গতকাল হঠাৎই আরবাড়ি জঙ্গলে আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে । বনের পশুপাখিরা লোকালয়ে আসতে শুরু করে । তখনই বিষয়টি নজরে আসে মানুষের । খবর দেওয়া হয় মেদিনীপুর বনবিভাগের আরাবাড়ি রেঞ্জে । দমকলেও খবর দেওয়া হয় । এই ঘটনায় জঙ্গলের প্রায় 1 হেক্টর জমি পুড়েছে বলে আরাবাড়ি রেঞ্জের তরফে জানানো হয়েছে ।
আরাবাড়ি জঙ্গলে শাল, শিমূলের গাছ রয়েছে । তাই জীবিকা নির্বাহের জন্য অনেকেই এই জঙ্গলের উপর নির্ভরশীল । তাছাড়া, এই সময় আদিবাসীদের শিকার উৎসব চলে । অভিযোগ, আদিবাসীরা উৎসব চলাকালীন দল বেঁধে জঙ্গলের পশুপাখি মেরে নিয়ে যায় । কিন্তু লকডাউন থাকায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ফলে বনকর্মীদের অনুমান, উৎসব বন্ধ থাকায় এইভাবে জঙ্গলে আগুন ধরিয়ে পশুপাখিদের শিকার করছে তারা ।