ঘাটাল, 24 নভেম্বর: ফেক অ্যাকউন্ট নিয়ে নাজেহাল মহকুমাশাসক। সাইবার প্রতারণার নতুন কৌশল । এবার খোদ ঘাটালের মহকুমাশাসকের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক-হোয়াটসঅ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে প্রতারকদের বিরুদ্ধে ৷ ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ ৷ এই ঘটনায় ক্ষুব্ধ ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ৷ সম্প্রতি তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷
ফেসবুক, টুইটার-সহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সাধারণ মানুষের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে প্রতারণার ঘটনা নতুন কিছু নয় ৷ এই ধরণের প্রতারণার ঘটনা হামেশাই ঘটে চলছে, এই নিয়ে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগে একাধিক অভিযোগও জমা হচ্ছে ৷ কিন্তু এবার খোদ মহকুমাশাসকের মতো, প্রশাসনের এক কর্তা এই অভিযোগ তুলে পুলিশে অভিযোগ জানালেন ৷
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের অভিযোগ তাঁর নামে প্রায় 12টির মতো ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে প্রতারকরা । এমনকি ভুল মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ খুলে তাঁর ছবি দিয়ে ট্রু-কলারে নাম সেভ করেও, বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে সাধারণ মানুষকে। যেমন খুশি তাঁর নাম করে মেসেজ করা হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে । এই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি, সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে সোশাল মিডিয়া মারফৎ জন সাধারণকে বার্তা দিয়েছেন ঘাটালের মহকুমাশাসক ৷
এই নিয়ে সুমন বিশ্বাস বলেন,"শুধুমাত্র একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট নয়, এরকম প্রায় বারোটি মতো ফেক অ্যাকাউন্ট রয়েছে । সেই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকরা বিভিন্ন মানুষকে প্রতারণা করছেন ৷ কখনও বলছেন বিভিন্ন জায়গায় বদলির ব্যবস্থা করে দেব, কখনও বলছে টাকা দেওয়ার জন্য ।পুলিশে অভিযোগ করেছি এবং একএক করে অনেকগুলি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি ৷ কিন্তু তারপরও এখনও ফেক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে। তাই পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে বলব, এরকম ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও বহু আধিকারিকের নামে এরকম ঘটনা ঘটেছে । বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকুন ৷" মুখোমুখি কথা না বলে কাউকে বিশ্বাস না করতে ও কোনও অনৈতিক কাজের জন্য টাকা না দিতেও অনুরোধ করেছেন তিনি ৷
আরও পড়ুন: