ETV Bharat / state

Blast in Narayanagarh: নারায়ণগড়ে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর জখম 2 - মেদিনীপুরের নারায়ণগড়ে বেআইনি বাজি কারখানা

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বাজি কারখানায় বিস্ফোরণে রাজনৈতিক রং ৷ বিজেপির তরফে অভিযোগ উঠেছে বেআইনি বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করা হচ্ছিল ৷ যদিও, তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছে ৷

Blast in Narayanagarh ETV BHARAT
Blast in Narayanagarh
author img

By

Published : Apr 8, 2023, 9:48 PM IST

নারায়ণগড়ে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 2 জন আহত

পশ্চিম মেদিনীপুর, 8 এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার ৷ এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার তিন নম্বর নারমা অঞ্চলের তুঁতরাঙ্গা গ্রামে ৷ ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি ৷ আহতদের নাম বলাই মান্না এবং বুদ্ধদেব মান্না ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

যদিও, এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করা হচ্ছিল ৷ আর সেখানে আহত দুই ব্যক্তি তৃণমূল কর্মী । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷ তাদের দাবি, এই ঘটনা কোনও বোমা বিস্ফোরণের নয় বরং আতশবাজি ফেটেছে ৷ তাও পুলিশ যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, সেই আবেদন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

জানা গিয়েছে, বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণের জেরে যে দু’জন আহত হয়েছেন তাঁদের শরীরের অনেকটাই আগুনে ঝলসে গিয়েছে ৷ কিন্তু, কীভাবে হল এই বিস্ফোরণ ? তার কারণ স্পষ্ট নয় এখনও ৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইদিন দুপুরে নাগাদ ওই গ্রামে বিকট একটি আওয়াজ শুনতে পান স্থানীয়রা ৷ তারপরই চিৎকার শুনে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ বিস্ফোরণের জায়গায় গিয়ে গ্রামবাসীরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় বলাই মান্না তাঁর বাড়ির সামনে পড়ে রয়েছেন ৷ আহত তাঁর ছেলে বুদ্ধদেব মান্নাও ৷

আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ এর আগেও ওই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার আধিকারিক এবং এসডিপিও-সহ পুলিশ বাহিনী ৷ পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে এবং নমুনা সংগ্রহ করেছে ৷ পাশাপাশি, কীভাবে এই বিস্ফোরণ হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: বাসন্তী বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধৃতদের

যদিও এই ঘটনায় বিজেপির বক্তব্য, তৃণমূল কর্মী এবং সমর্থক এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৷ সরাসরি না হলেও, বিজেপি নেতা অরূপ দাস ঘুরিয়ে অভিযোগ করেছেন, বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হচ্ছিল ৷ তিনি বলেন, ‘‘এরা দিনের পর দিন বাজি কারখানা তৈরি করেই বারুদের স্তুপ তৈরি করেছে পশ্চিমবঙ্গকে ৷ শুধু নারায়ণগড় নয় ৷ পিংলা ও দাঁতনের বহু জায়গায় বারুদের স্তুপ রয়েছে ৷ আর এই ঘটনায় প্রত্যক্ষ মদত দিচ্ছে তৃণমূল ৷’’

এই বিস্ফোরণ নিয়ে তৃণমূলের তরফে পালটা জবাব দেওয়া হয়েছে ৷ তৃণমূল জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির দাবি,‘‘বোমা বিস্ফোরণ বা বাজি বিস্ফোরণ কিছুই ঘটেনি ৷ মূলত বিয়ে বাড়ির জন্য রাখা আতশবাজি থেকে এই বিস্ফোরণ ঘটেছে ৷ তবে, পুলিশকে বলেছি এর সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিতে ৷’’

নারায়ণগড়ে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 2 জন আহত

পশ্চিম মেদিনীপুর, 8 এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার ৷ এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার তিন নম্বর নারমা অঞ্চলের তুঁতরাঙ্গা গ্রামে ৷ ঘটনায় আহত হয়েছেন দুই ব্যক্তি ৷ আহতদের নাম বলাই মান্না এবং বুদ্ধদেব মান্না ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

যদিও, এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করা হচ্ছিল ৷ আর সেখানে আহত দুই ব্যক্তি তৃণমূল কর্মী । যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷ তাদের দাবি, এই ঘটনা কোনও বোমা বিস্ফোরণের নয় বরং আতশবাজি ফেটেছে ৷ তাও পুলিশ যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, সেই আবেদন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

জানা গিয়েছে, বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণের জেরে যে দু’জন আহত হয়েছেন তাঁদের শরীরের অনেকটাই আগুনে ঝলসে গিয়েছে ৷ কিন্তু, কীভাবে হল এই বিস্ফোরণ ? তার কারণ স্পষ্ট নয় এখনও ৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইদিন দুপুরে নাগাদ ওই গ্রামে বিকট একটি আওয়াজ শুনতে পান স্থানীয়রা ৷ তারপরই চিৎকার শুনে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ বিস্ফোরণের জায়গায় গিয়ে গ্রামবাসীরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় বলাই মান্না তাঁর বাড়ির সামনে পড়ে রয়েছেন ৷ আহত তাঁর ছেলে বুদ্ধদেব মান্নাও ৷

আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ এর আগেও ওই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার আধিকারিক এবং এসডিপিও-সহ পুলিশ বাহিনী ৷ পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে এবং নমুনা সংগ্রহ করেছে ৷ পাশাপাশি, কীভাবে এই বিস্ফোরণ হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: বাসন্তী বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধৃতদের

যদিও এই ঘটনায় বিজেপির বক্তব্য, তৃণমূল কর্মী এবং সমর্থক এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৷ সরাসরি না হলেও, বিজেপি নেতা অরূপ দাস ঘুরিয়ে অভিযোগ করেছেন, বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হচ্ছিল ৷ তিনি বলেন, ‘‘এরা দিনের পর দিন বাজি কারখানা তৈরি করেই বারুদের স্তুপ তৈরি করেছে পশ্চিমবঙ্গকে ৷ শুধু নারায়ণগড় নয় ৷ পিংলা ও দাঁতনের বহু জায়গায় বারুদের স্তুপ রয়েছে ৷ আর এই ঘটনায় প্রত্যক্ষ মদত দিচ্ছে তৃণমূল ৷’’

এই বিস্ফোরণ নিয়ে তৃণমূলের তরফে পালটা জবাব দেওয়া হয়েছে ৷ তৃণমূল জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির দাবি,‘‘বোমা বিস্ফোরণ বা বাজি বিস্ফোরণ কিছুই ঘটেনি ৷ মূলত বিয়ে বাড়ির জন্য রাখা আতশবাজি থেকে এই বিস্ফোরণ ঘটেছে ৷ তবে, পুলিশকে বলেছি এর সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিতে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.