মেদিনীপুর, 26 সেপ্টেম্বর: প্রতি বছরের নতুন নতুন থিম নিয়ে আসে মেদিনীপুরের কর্মচারী ভবনের সংযুক্তপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি । গতবারেও কোভিডের সময় থিমে চমক এনে নজর কেড়েছিল এই পুজো । শিশুদের স্কুল বন্ধ হওয়ার ফলে যে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল তারা, তা ফুটিয়ে তুলেছিল এই মণ্ডপ ।
এই পুজো কমিটির এবারের থিম 'আমরা স্বাধীন' । 71 বছরে পদার্পণ করল এই পুজো ৷ প্রায় 15 লক্ষ টাকা বাজেটের এই পুজো এবছর স্বাধীনতা সংগ্রামীদের উপর থিম উপহার দিতে চলেছে জঙ্গলমহলবাসীকে (Durga Puja 2022) ।
মূলত মেদিনীপুর শহর বিপ্লবীদের পীঠস্থান । যেখান থেকে ভগৎ সিং, প্রফুল্লচন্দ্র, বিমল দাশগুপ্ত, মৃগেন দত্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যুৎ ঘোষ-সহ একাধিক বিপ্লবী স্বাধীনতার সংগ্রামে তাঁদের জীবন দিয়েছেন । অত্যাচারী ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য যেমন তাঁরা জেল খেটেছেন, তেমনই তাঁদের নিজের জীবন দিতেও পিছপা হননি । আবার ইংরেজ জেলাশাসক বার্জ, ডগলাসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ নিয়ে গুলি করে হত্যা করেছেন এই মেদিনীপুরেরই বিপ্লবী অনাথ বন্ধু পাঁজারা । তাঁরা তিন বছরে তিনজন জেলাশাসককে হত্যা করেছেন প্রকাশ্যে ।
এবার এই বিপ্লবীদের স্মরণ করতে চলেছে সংযুক্তপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি (Sanjukta Pally to remember freedom fighters) । তাই এবছর স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান হিসেবেই এই পুজোর থিম । এখানে দেবী দুর্গাকে যেমন বিপ্লবী হিসেবে দেখানো হয়েছে, তেমনই ইংরেজদেরকে মহিষাসুর হিসেবে তুলে ধরা হয়েছে ৷ এরই পাশাপাশি এই মণ্ডপে থাকছে বিভিন্ন বিপ্লবীদের স্মরণে তাদের দেশের প্রতি আত্মত্যাগের কাহিনী ।
এছাড়াও সংযুক্তপল্লি পুজোর দিনগুলিতে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের বাচ্চা-বয়স্কদের একদিন ঘোরা ও খাওয়ার ব্যবস্থা করেছে ৷ তেমনই দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে তারা সচেতনতার বার্তা দিতে চাইছেন । আর কটা দিন এরপরই মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শকের জন্য । এই পুজো উদ্বোধন করবেন এক কার্গিল যোদ্ধা ।
আরও পড়ুন: রামমোহন-বিদ্যাসাগর-উত্তম কুমারের স্মৃতি নিয়ে 223 বছরে রায় জমিদারবাড়ির পুজো
পুজো উদ্যোক্তা তাপস সিনহা বলেন, "সংযুক্তপল্লি সমাজ সচেতনতা এবং সমাজকে বার্তা দেওয়ার জন্য প্রতিবছরই নতুন নতুন থিমের উপহার দেয় । যেহেতু বিপ্লবী শহর মেদিনীপুর এবং তাই বিপ্লবীদের স্মরণে স্বাধীনতার 71 বছরের থিম উপহার দিতে চলেছে এবার জঙ্গলমহলবাসীকে । যেখানে মণ্ডপ উদ্বোধন করবেন এক কার্গিল যোদ্ধা ৷ পাশাপাশি মণ্ডপের ভিতরে থাকবে দেশের স্বাধীনতার জন্য এবং ইংরেজদের বুকে ভয় ধরানো বিপ্লবীদের জীবন উৎসর্গের কাহিনী। আমরা আশা করছি এই মণ্ডপ নজর কাড়বে মেদিনীপুর-সহ রাজ্যবাসীর ।"