ঘাটাল, ২৭ জুন : বিবাহিত হওয়া সত্বেও প্রণয়ঘটিত সম্পর্কের জেরে দু‘বছর আগে শ্বশুরবাড়ির পাড়ারই এক যুবকের সঙ্গে চলে গিয়েছিলেন এক গৃহবধূ । দু‘বছর পর বাড়ি ফিরে এসে ওই যুবকের সঙ্গেই স্বামী-স্ত্রী হিসাবে থাকতে শুরু করেন ওই বধূ ৷ এই ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা শাস্তিস্বরূপ জুতোর মালা পরিয়ে গ্রামের রাস্তায় ঘোরালেন ওই গৃহবধূকে । পরকীয়ার অভিযোগ তুলে রবিবার এমনই বর্বর সামাজিক নিদানের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার প্রতাপপুরে । ঘটনার খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ । ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।
প্রতাপপুরে ১১ বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয় এবং তাঁদের দুটি সন্তানও রয়েছে । শ্বশুরবাড়ির পাড়াতেই এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে দু‘বছর আগে স্বামীর সংসার ছেড়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান গৃহবধূ ।
গত ২৫ শে জুন ফিরে এসে ওই যুবকের সঙ্গে তাঁর বাড়িতেই দু‘জন স্বামী-স্ত্রী হিসাবে থাকতে শুরু করেন । রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা ।
আরও পড়ুন...মাকে মারধর করে বিষ খাওয়ায় বাবা, গৃহবধূর মৃত্যুতে অভিযোগ মেয়ের
শাস্তি হিসাবে মধ্যবয়স্কা ওই মহিলাকে রাস্তায় ঘোরানো হয় । এই ঘটনায় কারওর প্রতিক্রিয়া মেলেনি । এই ঘটনায় অবশ্য এখনও কেউ কোনও অভিযোগ দায়ের করেনি থানায় ।
ঘাটাল থানার পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে ৷ একজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । পুলিশের তরফে ঘটনার কড়া নিন্দা করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে, পরকীয়ায় কেউ অভিযুক্ত হলে তাঁকে শাস্তি দেওয়া চলবে না । এদিনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ঘাটালজুড়ে ।