মেদিনীপুর, 21 জানুয়ারি : হাতে আর মাত্র দু'সপ্তাহ ৷ তারপরেই বসন্ত পঞ্চমী ৷ রাজ্যজুড়ে বাণী বন্দনায় মাতবে বাঙালি ৷ কিন্তু এই মুহূর্তে ফের সংক্রমণের বাড়বৃদ্ধিতে কড়া বিধিনিষেধ শুরু হওয়ায় মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের সরস্বতী মন্দিরের মৃৎশিল্পীদের (Paschim Medinipur News) ৷
অন্যান্যবার এই মরশুমে নাওয়া-খাওয়ার সময় থাকে না সরস্বতী মন্দিরের মৃৎশিল্পীদের (Saraswati Puja in Covid Situation ৷ জেলার বড় বাজেটের পুজোর অর্ডার আসত ৷ বেশ ভালই রোজগার হত ৷ কিন্তু করোনা আবহে সেসব দিন যেন কোথায় হারিয়ে গিয়েছে ৷ 120টার বদলে দেবীমূর্তির অর্ডার কমে ঠেকেছে মাত্র 30টায় ৷ তাও আবার সবই প্রায় কম বাজেটের পুজোর অর্ডার ৷ তাই কীভাবে সংসার চলবে তাই নিয়ে চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা ৷
সরস্বতী পুজোয় মূলত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ৷ সেখান থেকেই ভাল বরাত আসত ৷ কিন্তু সংক্রমণের জেরে ফের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন সরস্বতী মন্দিরের মৃৎশিল্পীরা ৷
যদিও স্কুলের পুজোর বিষয়ে আশ্বাসের সুর শুনিয়েছেন মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "এখনও তো একটু সময় আছে ৷ তাই আশা করছি ততদিনে স্কুল খুলে যাবে ৷ পুজোটা তো একটা নিয়মের মধ্যে পড়ে, ওটা তো বন্ধ করা যাবে না ৷ এটা একটা স্কুলের ঐতিহ্য ৷ সেইভাবে আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ হয়ত হবে না ৷ তবে করোনাবিধি মেনে পুজো হবে স্কুলে ৷"
আরও পড়ুন : Covid Effects on Saraswati Puja : বাগদেবীর আরাধনায় করোনার ছায়া, বরাতহীন মৃৎশিল্পীরা