ETV Bharat / state

পরিষেবা,পানীয় জলের সমস্যা, খতিয়ে দেখতে কোভিড হাসপাতালে স্বাস্থ্য টিম

কোভিড হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা খতিয়ে দেখতে শালবনিতে রাজ্য স্বাস্থ্য দফতরের স্পেশাল টিম । পুরো এলাকা ঘুরে দেখেন এবং রোগী এবং তাঁদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন গোপালকৃষ্ণ ঢালি । আরও উন্নত পরিষেবা দেওয়ার আশ্বাস দেন তিনি ।

পরিষেবা,পানীয় জলের সমস্যাসহ একাধিক বিষয় খতিয়ে দেখতে কোভিড হাসপাতালে স্বাস্থ্য টিম
পরিষেবা,পানীয় জলের সমস্যাসহ একাধিক বিষয় খতিয়ে দেখতে কোভিড হাসপাতালে স্বাস্থ্য টিম
author img

By

Published : Jun 16, 2021, 11:36 AM IST

শালবনি, 16 জুন : পানীয় জল-সহ যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখতে শালবনি কোভিড হাসপাতালে স্বাস্থ্য দফতরের স্পেশাল টিম । এই টিমের নেতৃত্বে ছিলেন স্পেশাল অফিসার গোপালকৃষ্ণ ঢালি । মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ হাসপাতাল পরিদর্শনে আসেন তিনি । প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন । কথা বলেন হাসপাতালের সুপার, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং রোগীদের সঙ্গেও ।

পরিদর্শনের পর ঢালি বলেন, "পরিষেবা নিয়ে যে প্রশ্ন উঠেছে ঠিক তা নয়, মাত্র ২৯ জন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন । রোগীদের সঙ্গে কথা বলে দেখলাম তাঁরা পরিষেবা ও চিকিৎসার বিষয়ে সন্তুষ্ট । তবে আরও উন্নত পরিষেবা দেওয়ার বিষয়ে কথা হয়েছে । সিএমওএইচ এবং হাসপাতালের সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷" এদিন ঢালির সঙ্গে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক নিমাইচন্দ্র মণ্ডল, বিডিও প্রণব দাস, ব্লক স্বাস্থ্য আধিকারীক নবকুমার দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি প্রমুখ ।

পরিষেবা,পানীয় জলের সমস্যাসহ একাধিক বিষয় খতিয়ে দেখতে কোভিড হাসপাতালে স্বাস্থ্য টিম

উল্লেখ্য, পানীয় জল, বেড, অক্সিজেনের সমস্যা নিয়ে প্রায়ই অভিযোগ করে থাকেন স্থানীয় বাসিন্দারা । তাই তড়িঘড়ি রাজ্যের বিশেষ টিম এদিন আসেন শালবনি কোভিড হাসপাতালের পরিদর্শনে । হাসপাতাল ঘুরে দেখে সার্কিট হাউসে মিটিং সারেন জেলা প্রশাসনিক আধিকারিকের সঙ্গে ।

শালবনি, 16 জুন : পানীয় জল-সহ যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখতে শালবনি কোভিড হাসপাতালে স্বাস্থ্য দফতরের স্পেশাল টিম । এই টিমের নেতৃত্বে ছিলেন স্পেশাল অফিসার গোপালকৃষ্ণ ঢালি । মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ হাসপাতাল পরিদর্শনে আসেন তিনি । প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন । কথা বলেন হাসপাতালের সুপার, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং রোগীদের সঙ্গেও ।

পরিদর্শনের পর ঢালি বলেন, "পরিষেবা নিয়ে যে প্রশ্ন উঠেছে ঠিক তা নয়, মাত্র ২৯ জন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন । রোগীদের সঙ্গে কথা বলে দেখলাম তাঁরা পরিষেবা ও চিকিৎসার বিষয়ে সন্তুষ্ট । তবে আরও উন্নত পরিষেবা দেওয়ার বিষয়ে কথা হয়েছে । সিএমওএইচ এবং হাসপাতালের সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ৷" এদিন ঢালির সঙ্গে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক নিমাইচন্দ্র মণ্ডল, বিডিও প্রণব দাস, ব্লক স্বাস্থ্য আধিকারীক নবকুমার দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি প্রমুখ ।

পরিষেবা,পানীয় জলের সমস্যাসহ একাধিক বিষয় খতিয়ে দেখতে কোভিড হাসপাতালে স্বাস্থ্য টিম

উল্লেখ্য, পানীয় জল, বেড, অক্সিজেনের সমস্যা নিয়ে প্রায়ই অভিযোগ করে থাকেন স্থানীয় বাসিন্দারা । তাই তড়িঘড়ি রাজ্যের বিশেষ টিম এদিন আসেন শালবনি কোভিড হাসপাতালের পরিদর্শনে । হাসপাতাল ঘুরে দেখে সার্কিট হাউসে মিটিং সারেন জেলা প্রশাসনিক আধিকারিকের সঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.