ETV Bharat / state

ভুয়ো খবর রুখতে কড়া ব্যবস্থা জেলা পুলিশের

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে বলেন, ‘‘বেশ কিছু মানুষ কোরোনা সম্পর্কে গুজব রটিয়ে বেড়াচ্ছে । এই অবস্থায় আমরা কড়া হাতে দমন করার জন্য আমাদের সমস্ত থানাকে নির্দেশ দিয়েছি । ইতিমধ্যে আমরা এই গুজব রটানোর প্রেক্ষিতে ন’টি অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছি ।’’

District police takes strict actions against fake news
ভুয়ো খবর রুখতে কড়া ব্যবস্থা জেলা পুলিশের
author img

By

Published : May 11, 2020, 5:42 PM IST

মেদিনীপুর, 11মে : কোরোনা আতঙ্ক দেশজুড়ে ৷ আর সেই আগুনে ঘি ঢালছে একাংশ নেটিজেন। বিশেষ করে ফেসবুক হোয়াটসঅ্যাপের মত সোশাল সাইটে বেশকিছু মানুষ কোরোনার আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে । আর সেই ঘটনায় নড়েচড়ে বসল মেদিনীপুর জেলা পুলিশ । শুরু হল দমন প্রক্রিয়া ।

কোরোনার প্রাদুর্ভাব যত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো খবরের রমরমা । এরকমই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলায় । মাঝে মাঝেই বিভিন্ন সোশাল সাইটে ছড়িয়ে দিচ্ছে কোরোনার আতঙ্ক । সোশাল সাইটে বেশ কয়েকদিন ধরেই দেখা যায় জেলার বহু জায়গায় শয়ে শয়ে কোরোনা রোগী ঘুরে বেড়াচ্ছে এবং তারা আরো মানুষকে সংক্রমিত করছে । অপর দিকে এক মহিলার অডিয়ো বার্তার মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রচার করে জেলার বহু জায়গায় কোরোনার সংক্রমিত হওয়ার খবর । এই ঘটনার পরই নড়েচড়ে বসল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । মূলত এই কোরোনা গুজব রোধ করার জন্য রাজ্য ও কেন্দ্র বদ্ধপরিকর । সেই প্রেক্ষিতে এবার সোশাল সাইটে পোস্ট করা ব্যক্তিদের খুঁজে বার করতে শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ইতিমধ্যেই এই ভুয়ো খবরের তদন্ত করতে গিয়ে মোট ন’টি কেস দায়ের করেছে এবং এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে আটজন সোশাল সাইট ইউজ়ার । প্রতিদিন ভুয়ো খবর দমন করার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ ।

আজ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন । তিনি বলেন, ‘‘আমরা ক্রমবর্ধমান দেখে যাচ্ছি বেশ কিছু মানুষ কোরোনা সম্পর্কে গুজব রটিয়ে বেড়াচ্ছে । যখন তখন যেখানে সেখানে বিভিন্ন রকম ভুলভাল এবং গুজবের খবর পোস্ট করে মানুষকে বিভ্রান্ত ও আতঙ্ক তৈরি করছে । এই অবস্থায় আমরা কড়া হাতে দমন করার জন্য আমাদের সমস্ত থানাকে নির্দেশ দিয়েছি । ইতিমধ্যে আমরা এই গুজব রটানোর প্রেক্ষিতে ন’টি অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছি । তাকে এই প্যানডেমিক সংক্রান্ত আইনে তার বিরুদ্ধে ধারা প্রয়োগ করে তদন্ত শুরু করেছি । তিনি সাংবাদিকদের বলেন, আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমস্ত জেলাবাসীকে জানাতে চাই কেউ কোনওভাবেই গুজব রটাবেন না । কোরোনার গুজব রটাতে গিয়ে যদি কেউ ধরা পড়েন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব ।

উল্লেখ্য সম্প্রতি একজন মহিলা অডিয়ো বার্তার মধ্য দিয়ে জেলাবাসীকে বিভ্রান্ত করেছিল । সেই অডিয়ো বার্তার মধ্য দিয়ে বলতে চেয়েছিল মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় কোরোনা আক্রান্ত রোগীরা মরে যাচ্ছে এবং লুকিয়ে রয়েছে যা পুলিশ প্রশাসন দেখছে না এবং দেখেও ব্যবস্থা নেয়নি । এই ঘটনায় তোলপাড় হয়েছিল শহরজুড়ে । সবাই আতঙ্কগ্রস্ত হয়েছিল । সেই ঘটনার প্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল জেলা পুলিশ ।

মেদিনীপুর, 11মে : কোরোনা আতঙ্ক দেশজুড়ে ৷ আর সেই আগুনে ঘি ঢালছে একাংশ নেটিজেন। বিশেষ করে ফেসবুক হোয়াটসঅ্যাপের মত সোশাল সাইটে বেশকিছু মানুষ কোরোনার আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে । আর সেই ঘটনায় নড়েচড়ে বসল মেদিনীপুর জেলা পুলিশ । শুরু হল দমন প্রক্রিয়া ।

কোরোনার প্রাদুর্ভাব যত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভুয়ো খবরের রমরমা । এরকমই অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলায় । মাঝে মাঝেই বিভিন্ন সোশাল সাইটে ছড়িয়ে দিচ্ছে কোরোনার আতঙ্ক । সোশাল সাইটে বেশ কয়েকদিন ধরেই দেখা যায় জেলার বহু জায়গায় শয়ে শয়ে কোরোনা রোগী ঘুরে বেড়াচ্ছে এবং তারা আরো মানুষকে সংক্রমিত করছে । অপর দিকে এক মহিলার অডিয়ো বার্তার মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রচার করে জেলার বহু জায়গায় কোরোনার সংক্রমিত হওয়ার খবর । এই ঘটনার পরই নড়েচড়ে বসল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । মূলত এই কোরোনা গুজব রোধ করার জন্য রাজ্য ও কেন্দ্র বদ্ধপরিকর । সেই প্রেক্ষিতে এবার সোশাল সাইটে পোস্ট করা ব্যক্তিদের খুঁজে বার করতে শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ইতিমধ্যেই এই ভুয়ো খবরের তদন্ত করতে গিয়ে মোট ন’টি কেস দায়ের করেছে এবং এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে আটজন সোশাল সাইট ইউজ়ার । প্রতিদিন ভুয়ো খবর দমন করার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ ।

আজ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন । তিনি বলেন, ‘‘আমরা ক্রমবর্ধমান দেখে যাচ্ছি বেশ কিছু মানুষ কোরোনা সম্পর্কে গুজব রটিয়ে বেড়াচ্ছে । যখন তখন যেখানে সেখানে বিভিন্ন রকম ভুলভাল এবং গুজবের খবর পোস্ট করে মানুষকে বিভ্রান্ত ও আতঙ্ক তৈরি করছে । এই অবস্থায় আমরা কড়া হাতে দমন করার জন্য আমাদের সমস্ত থানাকে নির্দেশ দিয়েছি । ইতিমধ্যে আমরা এই গুজব রটানোর প্রেক্ষিতে ন’টি অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছি । তাকে এই প্যানডেমিক সংক্রান্ত আইনে তার বিরুদ্ধে ধারা প্রয়োগ করে তদন্ত শুরু করেছি । তিনি সাংবাদিকদের বলেন, আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমস্ত জেলাবাসীকে জানাতে চাই কেউ কোনওভাবেই গুজব রটাবেন না । কোরোনার গুজব রটাতে গিয়ে যদি কেউ ধরা পড়েন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব ।

উল্লেখ্য সম্প্রতি একজন মহিলা অডিয়ো বার্তার মধ্য দিয়ে জেলাবাসীকে বিভ্রান্ত করেছিল । সেই অডিয়ো বার্তার মধ্য দিয়ে বলতে চেয়েছিল মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় কোরোনা আক্রান্ত রোগীরা মরে যাচ্ছে এবং লুকিয়ে রয়েছে যা পুলিশ প্রশাসন দেখছে না এবং দেখেও ব্যবস্থা নেয়নি । এই ঘটনায় তোলপাড় হয়েছিল শহরজুড়ে । সবাই আতঙ্কগ্রস্ত হয়েছিল । সেই ঘটনার প্রেক্ষিতে এবার নড়েচড়ে বসল জেলা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.