ETV Bharat / state

মুখ্যমন্ত্রী যা করছেন তাতে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে : দিলীপ - article 365

"মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসফল মুখ্যমন্ত্রী, যাকে দিয়ে এই রাজ্য চালানো আর সম্ভব না । উনি যেরকম প্রশাসন চালাচ্ছেন তাতে 356 ধারা লাগতে পারে । তাই ভয়ে চিৎকার শুরু করেছেন ": দিলীপ

দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 12, 2019, 3:25 PM IST

ডেবরা, 12 জুন : প্রতিদিন রাজনৈতিক হিংসায় রক্তাক্ত হচ্ছে বাংলার মাটি । একে অপরের দিকে প্রতিদিনই তোপ দেগে চলেছে রাজ্যের দুই যুযুধান পক্ষ TMC ও BJP । এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ। ডেবরায় দলীয় সভা শেষে তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসফল মুখ্যমন্ত্রী, যাকে দিয়ে এই রাজ্য চালানো আর সম্ভব না । উনি যেরকম প্রশাসন চালাচ্ছেন তাতে 356 ধারা লাগতে পারে । তাই ভয়ে চিৎকার শুরু করেছেন ।"

NRS হাসপাতালের চিকিৎসক নিগ্রহ নিয়ে দিলীপবাবু বলেন , "ডাক্তারদের সুরক্ষা নেই । রোগীর জীবনের সুরক্ষা নেই । পুরো প্রশাসন ব্যর্থ । মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে অসফল মুখ্যমন্ত্রী তা প্রমাণিত হয়ে গেছে । পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মানুষকে আটকে রাখছেন । যদি এরকম হয় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে ।"

রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে বেশ কয়েকদিন ধরেই তরজা চলছে। মুখ্যমন্ত্রী তোপ দেগেছেন রাজ্য সরকার ভাঙার চক্রান্ত করছে BJP । সেই অভিযোগ উড়িয়ে দিলীপবাবুর বক্তব্য, "যদিও আমরা কেউ 356-র কথা বলিনি, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, উনি যেরকম প্রশাসন চালাচ্ছেন তাতে 356 জারি হতে পারে । তার ভয়ে চিৎকার শুরু করেছেন ।"

এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করার পক্ষে সওয়াল করেন দিলীপবাবু । তাঁর বক্তব্য, " মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করা উচিত। কারণ যে দুষ্কৃতীরা আমাদেল লোককে খুন করেছে তারা জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষদের সঙ্গে বাইক নিয়ে ঘুরছে । বাইক মিছিল করছে । পুলিশ-গুন্ডা আর মন্ত্রী এক সঙ্গে ঘুরছে । সরকার চলছে না কি এটা ? "

মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর গতকাল প্রথম ডেবরা যান দিলীপ ঘোষ । তাঁকে সংবর্ধনা জানান স্থানীয় BJP নেতৃত্ব । তাঁর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল ও CPI(M) থেকে প্রায় 500 কর্মী BJP-তে যোগদান করেন ।

ডেবরা, 12 জুন : প্রতিদিন রাজনৈতিক হিংসায় রক্তাক্ত হচ্ছে বাংলার মাটি । একে অপরের দিকে প্রতিদিনই তোপ দেগে চলেছে রাজ্যের দুই যুযুধান পক্ষ TMC ও BJP । এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ। ডেবরায় দলীয় সভা শেষে তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসফল মুখ্যমন্ত্রী, যাকে দিয়ে এই রাজ্য চালানো আর সম্ভব না । উনি যেরকম প্রশাসন চালাচ্ছেন তাতে 356 ধারা লাগতে পারে । তাই ভয়ে চিৎকার শুরু করেছেন ।"

NRS হাসপাতালের চিকিৎসক নিগ্রহ নিয়ে দিলীপবাবু বলেন , "ডাক্তারদের সুরক্ষা নেই । রোগীর জীবনের সুরক্ষা নেই । পুরো প্রশাসন ব্যর্থ । মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে অসফল মুখ্যমন্ত্রী তা প্রমাণিত হয়ে গেছে । পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মানুষকে আটকে রাখছেন । যদি এরকম হয় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে ।"

রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে বেশ কয়েকদিন ধরেই তরজা চলছে। মুখ্যমন্ত্রী তোপ দেগেছেন রাজ্য সরকার ভাঙার চক্রান্ত করছে BJP । সেই অভিযোগ উড়িয়ে দিলীপবাবুর বক্তব্য, "যদিও আমরা কেউ 356-র কথা বলিনি, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, উনি যেরকম প্রশাসন চালাচ্ছেন তাতে 356 জারি হতে পারে । তার ভয়ে চিৎকার শুরু করেছেন ।"

এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করার পক্ষে সওয়াল করেন দিলীপবাবু । তাঁর বক্তব্য, " মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করা উচিত। কারণ যে দুষ্কৃতীরা আমাদেল লোককে খুন করেছে তারা জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষদের সঙ্গে বাইক নিয়ে ঘুরছে । বাইক মিছিল করছে । পুলিশ-গুন্ডা আর মন্ত্রী এক সঙ্গে ঘুরছে । সরকার চলছে না কি এটা ? "

মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর গতকাল প্রথম ডেবরা যান দিলীপ ঘোষ । তাঁকে সংবর্ধনা জানান স্থানীয় BJP নেতৃত্ব । তাঁর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল ও CPI(M) থেকে প্রায় 500 কর্মী BJP-তে যোগদান করেন ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.