ETV Bharat / state

Dilip Ghosh: শোভনদেবের মতো নেতারা এখন তৃণমূলে অপাংক্তেয়, কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh Slams TMC: একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে কখনও সমালোচনা, কখনও কটাক্ষ ছুঁড়ে দিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ বুধবার সকালে রেলশহর খড়গপুরে এক চা-চক্রে তিনি যোগ দেন ৷ সেখানেই তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি তৃণমূলের বিরুদ্ধে নানা মন্তব্য করেন ৷

Dilip Ghosh
Dilip Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 2:21 PM IST

Updated : Nov 1, 2023, 2:53 PM IST

শোভনদেবের মতো নেতারা এখন তৃণমূলে অপাংক্তেয়, কটাক্ষ দিলীপ ঘোষের

খড়গপুর, 1 নভেম্বর: শোভনদেব চট্টোপাধ্যায়ের কোনও গুরুত্ব নেই তৃণমূল কংগ্রেসে ৷ এমনটাই মনে করেন মেদিনীপুরের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ ৷ বুধবার সকালে রেল শহর খড়গপুরে এক চা চক্রে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি ৷

দিলীপ ঘোষের কথায়, ‘‘শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলের পুরনো রাজনীতিক, যাঁরা মূল্যবোধ নিয়ে রাজনীতি করেছেন, তাঁরা আজ তৃণমূলের কাছে অপাংক্তেয় এবং অপমানিত । তারা আছেন কি না খুঁজে পাওয়া যায় না ৷ তাঁদের দলে কোনও জায়গা নেই ।’’

তিনি আরও বলেন, ‘‘কংগ্রেসের এই বিশাল সংখ্যক নেতারা একসময় তৃণমূলে এসেছিলেন, তাঁরা এখন হতাশ ও শেষ জীবনটা কোনোক্রমে কাটিয়ে দিচ্ছেন এই তৃণমূল নামক দলে থেকে । তাঁরা দলে যাই বলুক, তাতে তৃণমূলের কিছু যায় আসে না ।’’

Dilip Ghosh
রেলশহর খড়গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ৷ বুধবার সকালে৷

শুধু শোভনদেব চট্টোপাধ্য়ায় নয়, তৃণমূল সংক্রান্ত আরও একাধিক বিষয়ে তিনি মন্তব্য করেছেন ৷ এর মধ্যে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি থেকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা-সহ নানা বিষয় নিয়েও নানা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: দলে ও ঘরে গুরুত্ব না পেয়ে একমাস বিশ্রামে মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রসঙ্গ: মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‘কোটি কোটি টাকা নিয়েছেন তিনি এবং যাঁদের কাছ থেকে নিয়েছেন, তাঁরাও মেনে নিয়েছে । বাকিটা বিচারব্যবস্থা দ্বারা প্রমাণিত হবে তিনি নিয়েছেন কী, নেননি ৷’’

Dilip Ghosh
রেলশহর খড়গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ৷ বুধবার সকালে৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে বক্তব্য: সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করা সংক্রান্ত যে অভিযোগ মহুয়া মৈত্রর বিরুদ্ধে উঠেছে, তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘শুধু কোনও একটা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করলে হয় না ৷ প্রয়োজন হলে ওরা আদালতে যেতে পারে । আদালত সবার জন্য খোলা । তবে এটাও ঠিক আগের সরকার এরকম বহু গোষ্ঠীকে বহু রকম সুবিধা দিয়েছে ।’’

আদানির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরোধীদের আক্রমণ নিয়ে তিনি বলেন, ‘‘মোদিজির গায়ে কেউ দাগ লাগাতে চাইলে, তা আমরা মেনে নেব না । ওঁর গায়ে সামান্য দাগও কেউ লাগাতে পারবে না ।’’

Dilip Ghosh
রেলশহর খড়গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ৷ বুধবার সকালে৷

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলার প্রসঙ্গ: দিলীপ ঘোষ বলেন, ‘‘কোর্ট সবার জন্য খোলা আছে । সবাই মামলা করতে পারে, বিচার চাইতে পারে । কিন্তু ওঁরা যতবারই অভিযোগ করেছেন, ততবারই থাপ্পড় খেয়েছেন । যাঁদের মান নেই, তাঁদের আবার মানহানির মামলা আসবে কোথা থেকে ।’’

আরও পড়ুন: সংসদের গরিমা নষ্ট করেছেন মহুয়া, অভিযোগ দিলীপের

শোভনদেবের মতো নেতারা এখন তৃণমূলে অপাংক্তেয়, কটাক্ষ দিলীপ ঘোষের

খড়গপুর, 1 নভেম্বর: শোভনদেব চট্টোপাধ্যায়ের কোনও গুরুত্ব নেই তৃণমূল কংগ্রেসে ৷ এমনটাই মনে করেন মেদিনীপুরের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ ৷ বুধবার সকালে রেল শহর খড়গপুরে এক চা চক্রে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি ৷

দিলীপ ঘোষের কথায়, ‘‘শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলের পুরনো রাজনীতিক, যাঁরা মূল্যবোধ নিয়ে রাজনীতি করেছেন, তাঁরা আজ তৃণমূলের কাছে অপাংক্তেয় এবং অপমানিত । তারা আছেন কি না খুঁজে পাওয়া যায় না ৷ তাঁদের দলে কোনও জায়গা নেই ।’’

তিনি আরও বলেন, ‘‘কংগ্রেসের এই বিশাল সংখ্যক নেতারা একসময় তৃণমূলে এসেছিলেন, তাঁরা এখন হতাশ ও শেষ জীবনটা কোনোক্রমে কাটিয়ে দিচ্ছেন এই তৃণমূল নামক দলে থেকে । তাঁরা দলে যাই বলুক, তাতে তৃণমূলের কিছু যায় আসে না ।’’

Dilip Ghosh
রেলশহর খড়গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ৷ বুধবার সকালে৷

শুধু শোভনদেব চট্টোপাধ্য়ায় নয়, তৃণমূল সংক্রান্ত আরও একাধিক বিষয়ে তিনি মন্তব্য করেছেন ৷ এর মধ্যে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি থেকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা-সহ নানা বিষয় নিয়েও নানা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: দলে ও ঘরে গুরুত্ব না পেয়ে একমাস বিশ্রামে মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির প্রসঙ্গ: মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‘কোটি কোটি টাকা নিয়েছেন তিনি এবং যাঁদের কাছ থেকে নিয়েছেন, তাঁরাও মেনে নিয়েছে । বাকিটা বিচারব্যবস্থা দ্বারা প্রমাণিত হবে তিনি নিয়েছেন কী, নেননি ৷’’

Dilip Ghosh
রেলশহর খড়গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ৷ বুধবার সকালে৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে বক্তব্য: সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করা সংক্রান্ত যে অভিযোগ মহুয়া মৈত্রর বিরুদ্ধে উঠেছে, তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘শুধু কোনও একটা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করলে হয় না ৷ প্রয়োজন হলে ওরা আদালতে যেতে পারে । আদালত সবার জন্য খোলা । তবে এটাও ঠিক আগের সরকার এরকম বহু গোষ্ঠীকে বহু রকম সুবিধা দিয়েছে ।’’

আদানির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরোধীদের আক্রমণ নিয়ে তিনি বলেন, ‘‘মোদিজির গায়ে কেউ দাগ লাগাতে চাইলে, তা আমরা মেনে নেব না । ওঁর গায়ে সামান্য দাগও কেউ লাগাতে পারবে না ।’’

Dilip Ghosh
রেলশহর খড়গপুরে চা-চক্রে দিলীপ ঘোষ৷ বুধবার সকালে৷

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলার প্রসঙ্গ: দিলীপ ঘোষ বলেন, ‘‘কোর্ট সবার জন্য খোলা আছে । সবাই মামলা করতে পারে, বিচার চাইতে পারে । কিন্তু ওঁরা যতবারই অভিযোগ করেছেন, ততবারই থাপ্পড় খেয়েছেন । যাঁদের মান নেই, তাঁদের আবার মানহানির মামলা আসবে কোথা থেকে ।’’

আরও পড়ুন: সংসদের গরিমা নষ্ট করেছেন মহুয়া, অভিযোগ দিলীপের

Last Updated : Nov 1, 2023, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.