ETV Bharat / state

শীতলকুচি কাণ্ডে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন মমতা, কটাক্ষ দিলীপের - মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী ফল ঘোষণার পর এই প্রথম মেদিনীপুরে এলেন মেদিনীপুরেরই সাংসদ দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি এলাকার দুঃস্থ গরিবদের মধ্যে মাস্ক বিলি করেন ৷ পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের হিংসার পরিবেশ ও শীতলকুচি কাণ্ডে অফিসারকে সাসপেন্ড করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন ৷

শীতলকুচি কাণ্ডে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন মমতা
শীতলকুচি কাণ্ডে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন মমতা
author img

By

Published : May 11, 2021, 2:51 PM IST

খড়গপুর , 11 মে : "শীতলকুচি কাণ্ডে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেসব পুলিশ অফিসার ভাল কাজ করেছেন তাঁদের ধমকানো হচ্ছে ৷ শাস্তি দেওয়া হচ্ছে ৷ এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি কখনও রাজ্যে চলতে পারে না ৷" খড়গপুরে এসে এদিন একথা বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

ফল প্রকাশের পর রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে ৷ এনিয়ে দিলীপবাবুর মন্তব্য,"শুধু বিজেপি কর্মীরা নন, আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষও । মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছে ৷ বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছ তাঁদের উপর ৷ এবিষয়ে মুখ্যমন্ত্রীর অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"

শীতলকুচি কাণ্ডে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন মমতা
সম্প্রতি শীতলকুচি কাণ্ডে কোচবিহারের পুলিশ সুপারকে প্রথমে কম্পালসারি ওয়েটিংয়ে , পরে সাসপেন্ড করা হয় ৷ এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "শীতলকুচি কাণ্ডে এবার প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। ভোটের সময় যেসব পুলিশ অফিসাররা স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করেছেন তাঁদের বদলি করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে সিআইডি তদন্তও শুরু হয়েছে ৷ এটার মধ্যে দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "

দিলীপ ঘোষকে গোটা রাজ্যজুড়ে হিংসার পরিবেশ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন," মমতা বন্দ্যোপাধ্যায় মুখে রাজ্যে শান্তি বজায় রাখার কথা বললেও কাজে কিছুই করছেন না। তিনি হিংসা বন্ধের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এনিয়ে বারবার তাঁর কাছে আবেদন জানিয়েছি। "

আরও পড়ুন : দেশে করোনার দৈনিক সংক্রমণ আরও কমে 3.29 লাখ, বাড়ল মৃত্যু


প্রসঙ্গত, নির্বাচনী ফল ঘোষণার পর এই প্রথম মেদিনীপুরে এলেন মেদিনীপুরেরই সাংসদ দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি এলাকার দুঃস্থ গরিবদের মধ্যে মাস্ক বিলি করেন ৷ ভোটে বিজেপির ভরাডুবি নিয়ে মুখ খোলেননি তিনি। এদিন খড়গপুরের পর মেদিনীপুরে আক্রান্ত কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করতে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

খড়গপুর , 11 মে : "শীতলকুচি কাণ্ডে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেসব পুলিশ অফিসার ভাল কাজ করেছেন তাঁদের ধমকানো হচ্ছে ৷ শাস্তি দেওয়া হচ্ছে ৷ এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি কখনও রাজ্যে চলতে পারে না ৷" খড়গপুরে এসে এদিন একথা বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

ফল প্রকাশের পর রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে ৷ এনিয়ে দিলীপবাবুর মন্তব্য,"শুধু বিজেপি কর্মীরা নন, আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষও । মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছে ৷ বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছ তাঁদের উপর ৷ এবিষয়ে মুখ্যমন্ত্রীর অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"

শীতলকুচি কাণ্ডে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন মমতা
সম্প্রতি শীতলকুচি কাণ্ডে কোচবিহারের পুলিশ সুপারকে প্রথমে কম্পালসারি ওয়েটিংয়ে , পরে সাসপেন্ড করা হয় ৷ এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "শীতলকুচি কাণ্ডে এবার প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। ভোটের সময় যেসব পুলিশ অফিসাররা স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করেছেন তাঁদের বদলি করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে সিআইডি তদন্তও শুরু হয়েছে ৷ এটার মধ্যে দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "

দিলীপ ঘোষকে গোটা রাজ্যজুড়ে হিংসার পরিবেশ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন," মমতা বন্দ্যোপাধ্যায় মুখে রাজ্যে শান্তি বজায় রাখার কথা বললেও কাজে কিছুই করছেন না। তিনি হিংসা বন্ধের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এনিয়ে বারবার তাঁর কাছে আবেদন জানিয়েছি। "

আরও পড়ুন : দেশে করোনার দৈনিক সংক্রমণ আরও কমে 3.29 লাখ, বাড়ল মৃত্যু


প্রসঙ্গত, নির্বাচনী ফল ঘোষণার পর এই প্রথম মেদিনীপুরে এলেন মেদিনীপুরেরই সাংসদ দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি এলাকার দুঃস্থ গরিবদের মধ্যে মাস্ক বিলি করেন ৷ ভোটে বিজেপির ভরাডুবি নিয়ে মুখ খোলেননি তিনি। এদিন খড়গপুরের পর মেদিনীপুরে আক্রান্ত কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করতে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.