খড়গপুর , 11 মে : "শীতলকুচি কাণ্ডে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেসব পুলিশ অফিসার ভাল কাজ করেছেন তাঁদের ধমকানো হচ্ছে ৷ শাস্তি দেওয়া হচ্ছে ৷ এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি কখনও রাজ্যে চলতে পারে না ৷" খড়গপুরে এসে এদিন একথা বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
ফল প্রকাশের পর রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে ৷ এনিয়ে দিলীপবাবুর মন্তব্য,"শুধু বিজেপি কর্মীরা নন, আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষও । মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছে ৷ বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছ তাঁদের উপর ৷ এবিষয়ে মুখ্যমন্ত্রীর অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"
দিলীপ ঘোষকে গোটা রাজ্যজুড়ে হিংসার পরিবেশ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন," মমতা বন্দ্যোপাধ্যায় মুখে রাজ্যে শান্তি বজায় রাখার কথা বললেও কাজে কিছুই করছেন না। তিনি হিংসা বন্ধের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এনিয়ে বারবার তাঁর কাছে আবেদন জানিয়েছি। "
আরও পড়ুন : দেশে করোনার দৈনিক সংক্রমণ আরও কমে 3.29 লাখ, বাড়ল মৃত্যু
প্রসঙ্গত, নির্বাচনী ফল ঘোষণার পর এই প্রথম মেদিনীপুরে এলেন মেদিনীপুরেরই সাংসদ দিলীপ ঘোষ। এদিন সকালে তিনি এলাকার দুঃস্থ গরিবদের মধ্যে মাস্ক বিলি করেন ৷ ভোটে বিজেপির ভরাডুবি নিয়ে মুখ খোলেননি তিনি। এদিন খড়গপুরের পর মেদিনীপুরে আক্রান্ত কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করতে রওনা দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।