ETV Bharat / state

Dilip Ghosh: কলকাতার রাস্তা থেকে উপড়ে ফেলব গোলামির চিহ্ন, ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না; হুংকার দিলীপের

Dilip Ghosh on India vs Bharat: বিজেপি ক্ষমতায় এলে কলকাতার রাস্তা থেকে গোলামির চিহ্ন উপড়ে ফেলব ৷ ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না ৷ পশ্চিম মেদিনীপুরে এমনই হুংকার শোনা গেল দিলীপ ঘোষের কথায় ৷

Dilip on India vs Bharat
দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 2:39 PM IST

Updated : Sep 10, 2023, 4:03 PM IST

পশ্চিম মেদিনীপুরে হুংকার দিলীপ ঘোষের

খড়গপুর, 10 সেপ্টেম্বর: কলকাতার রাস্তায় এখনও কিছু ব্রিটিশদের মূর্তি রয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে সব উপড়ে ফেলবে ৷ রাস্তাঘাটে কোনও গোলামির চিহ্ন রাখা যাবে না ৷ দেশের নাম বদলে ইন্ডিয়া থেকে ভারত করা প্রসঙ্গে বলতে গিয়ে এমনই হুংকার দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, দেশকে যারা পরাধীন করে রেখেছিল, তাদের কোনও চিহ্ন দেশে থাকবে না ৷ আর তাই ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না ৷ ভারতে ভারত থাকবে ৷ আর যাঁদের তা পছন্দ হবে না, তাঁরা ভারতের বাইরে যাবেন ৷

রবিবার সকালে খড়গপুর শহরের ডিভিসি মার্কেটে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দেন সাংসদ দিলীপ ঘোষ । সেখানেই ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে দেশের নাম বদলের পক্ষে জোরালো সওয়াল করেন তিনি ৷ চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো বহু রাজ্য ও শহর ব্রিটিশদের দেওয়া নাম পরিবর্তন করেছে বলে দিলীপ বলেন, "এখানকার শাসক দলের বন্ধুরা জানেই না ভারত কী, ইন্ডিয়া কেন বলছে, এর পিছনে ইতিহাস কী রয়েছে ।"

এ দিন বামেদের একহাত নিয়ে দিলীপ বলেন, "সিপিএমের লোকেদের খুব কষ্ট, যাঁরা চিরদিন বিদেশের তাঁবেদারি করেছেন । চামচাগিরি করতে গিয়ে বলছেন চিন আমার বাপ । বিভিন্ন শহরের নাম পালটেছে বিদেশিরা বলতে পারত না বলে ৷ সব পালটে দেব আমরা । কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার । ইন্ডিয়া পালটে ভারত হবে । যার পছন্দ হবে না সে বাইরে যাবে ।"

কলকাতার রাস্তায় ব্রিটিশদের মূর্তির প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "কলকাতার বহু রাস্তাঘাটে ব্রিটিশদের বহু মূর্তি ছিল, কোথায় সব এখন । সেগুলি তুলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউজে রাখা হয়েছে। এখনও বেশ কয়েকটা রয়ে গিয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে সব উপড়ে ফেলব আমরা । মিউজিয়ামের রাখার জিনিস মিউজিয়ামে থাকবে, রাস্তাঘাটে থাকবে না । সকালে উঠে আমাদের ছেলেপুলেরা দেখবে বিদেশিদের মুখ, এ চলবে না ।"

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে মোদি 'ভারত' নেমপ্লেট ব্যবহার করায় ক্ষুব্ধ ‘ইন্ডিয়া’র নেতারা

এ দিন রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "রাজ্যপাল তাঁর যেটা দায়িত্ব সেটাই করছেন ৷ যারা ভয় পেয়ে যাচ্ছে, চুরি করছে তারা গালাগালি করছে ৷ তিনি সাংবিধানিক প্রধান ৷ সংবিধান মেনে চললেই হবে ৷"

পশ্চিম মেদিনীপুরে হুংকার দিলীপ ঘোষের

খড়গপুর, 10 সেপ্টেম্বর: কলকাতার রাস্তায় এখনও কিছু ব্রিটিশদের মূর্তি রয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে সব উপড়ে ফেলবে ৷ রাস্তাঘাটে কোনও গোলামির চিহ্ন রাখা যাবে না ৷ দেশের নাম বদলে ইন্ডিয়া থেকে ভারত করা প্রসঙ্গে বলতে গিয়ে এমনই হুংকার দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, দেশকে যারা পরাধীন করে রেখেছিল, তাদের কোনও চিহ্ন দেশে থাকবে না ৷ আর তাই ভারতে কোনও ইন্ডিয়া থাকবে না ৷ ভারতে ভারত থাকবে ৷ আর যাঁদের তা পছন্দ হবে না, তাঁরা ভারতের বাইরে যাবেন ৷

রবিবার সকালে খড়গপুর শহরের ডিভিসি মার্কেটে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দেন সাংসদ দিলীপ ঘোষ । সেখানেই ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে দেশের নাম বদলের পক্ষে জোরালো সওয়াল করেন তিনি ৷ চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো বহু রাজ্য ও শহর ব্রিটিশদের দেওয়া নাম পরিবর্তন করেছে বলে দিলীপ বলেন, "এখানকার শাসক দলের বন্ধুরা জানেই না ভারত কী, ইন্ডিয়া কেন বলছে, এর পিছনে ইতিহাস কী রয়েছে ।"

এ দিন বামেদের একহাত নিয়ে দিলীপ বলেন, "সিপিএমের লোকেদের খুব কষ্ট, যাঁরা চিরদিন বিদেশের তাঁবেদারি করেছেন । চামচাগিরি করতে গিয়ে বলছেন চিন আমার বাপ । বিভিন্ন শহরের নাম পালটেছে বিদেশিরা বলতে পারত না বলে ৷ সব পালটে দেব আমরা । কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার । ইন্ডিয়া পালটে ভারত হবে । যার পছন্দ হবে না সে বাইরে যাবে ।"

কলকাতার রাস্তায় ব্রিটিশদের মূর্তির প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "কলকাতার বহু রাস্তাঘাটে ব্রিটিশদের বহু মূর্তি ছিল, কোথায় সব এখন । সেগুলি তুলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউজে রাখা হয়েছে। এখনও বেশ কয়েকটা রয়ে গিয়েছে ৷ বিজেপি ক্ষমতায় এলে সব উপড়ে ফেলব আমরা । মিউজিয়ামের রাখার জিনিস মিউজিয়ামে থাকবে, রাস্তাঘাটে থাকবে না । সকালে উঠে আমাদের ছেলেপুলেরা দেখবে বিদেশিদের মুখ, এ চলবে না ।"

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে মোদি 'ভারত' নেমপ্লেট ব্যবহার করায় ক্ষুব্ধ ‘ইন্ডিয়া’র নেতারা

এ দিন রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "রাজ্যপাল তাঁর যেটা দায়িত্ব সেটাই করছেন ৷ যারা ভয় পেয়ে যাচ্ছে, চুরি করছে তারা গালাগালি করছে ৷ তিনি সাংবিধানিক প্রধান ৷ সংবিধান মেনে চললেই হবে ৷"

Last Updated : Sep 10, 2023, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.