ETV Bharat / state

উপনির্বাচনে খড়্গপুরে দিলীপ ঘোষ, বহিরাগত বলে কটাক্ষ তৃণমূল প্রার্থীর - Dilip Ghosh in Kharagpur by-election

খড়্গপুরে উপনির্বাচনের পরিস্থিতি দেখতে হাজির সাংসদ তথা BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আচমকা BJP-র রাজ্য সভাপতির খড়্গপুরে হাজির থাকাতে বিতর্কের সৃষ্টি হয়েছে । তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের অভিযোগ, "একজন MP উপনির্বাচনে হাজির থেকে এলাকার মানুষকে প্রভাবিত করছে, যিনি এখানকার লোক নয়, বহিরাগত ।"

দিলীপ ঘোষ
author img

By

Published : Nov 25, 2019, 3:41 PM IST

খড়্গপুর, 25 নভেম্বর : খড়্গপুরে উপনির্বাচনের পরিস্থিতি দেখতে হাজির সাংসদ তথা BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আচমকা BJP-র রাজ্য সভাপতির খড়্গপুরে হাজির থাকাতে বিতর্কের সৃষ্টি হয়েছে । তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের অভিযোগ, "একজন MP উপনির্বাচনে হাজির থেকে এলাকার মানুষকে প্রভাবিত করছে, যিনি এখানকার লোক নয়, বহিরাগত ।"

তৃণমূল প্রার্থীর অভিযোগের পালটা BJP-র রাজ্য সভাপতির বক্তব্য, "আমি একজন MP। এখানে বহু মানুষ রয়েছে যারা এখানকার বাসিন্দা নয় ৷ ভোটের জন্য বিভিন্ন পুলিশ ও সরকারি কর্মচারী রয়েছেন । তারাও এখানকার বাসিন্দা নয় । তাহলে তাঁদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, আমি সাংসদ হিসেবে নিজের ভবনে থাকলে অসুবিধা কোথায় ?"

খড়্গপুরে দিলীপ ঘোষ , দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, " আমি এখানে আমার ভবনে থাকার জন্য সমস্ত কাগজপত্র জমা দিয়েছি সদর মহকুমা শাসককে কাছে । আমার বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনীতি করছে তৃণমূল ।" ভোটকেন্দ্রে যাচ্ছেন না জানিয়ে দিলীপ বলেন, "আমার কোনও বুথে যাওয়ার প্রশ্ন নেই ৷ প্রার্থী বুথে বুথে ঘুরছেন ৷ আমাদের কর্মীরা আছেন, আমি তাঁদের সঙ্গে আছি । আজ যতক্ষণ ভোট চলবে আমি খড়্গপুরে আছি "

খড়্গপুর, 25 নভেম্বর : খড়্গপুরে উপনির্বাচনের পরিস্থিতি দেখতে হাজির সাংসদ তথা BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আচমকা BJP-র রাজ্য সভাপতির খড়্গপুরে হাজির থাকাতে বিতর্কের সৃষ্টি হয়েছে । তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের অভিযোগ, "একজন MP উপনির্বাচনে হাজির থেকে এলাকার মানুষকে প্রভাবিত করছে, যিনি এখানকার লোক নয়, বহিরাগত ।"

তৃণমূল প্রার্থীর অভিযোগের পালটা BJP-র রাজ্য সভাপতির বক্তব্য, "আমি একজন MP। এখানে বহু মানুষ রয়েছে যারা এখানকার বাসিন্দা নয় ৷ ভোটের জন্য বিভিন্ন পুলিশ ও সরকারি কর্মচারী রয়েছেন । তারাও এখানকার বাসিন্দা নয় । তাহলে তাঁদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, আমি সাংসদ হিসেবে নিজের ভবনে থাকলে অসুবিধা কোথায় ?"

খড়্গপুরে দিলীপ ঘোষ , দেখুন ভিডিয়ো...

তিনি আরও বলেন, " আমি এখানে আমার ভবনে থাকার জন্য সমস্ত কাগজপত্র জমা দিয়েছি সদর মহকুমা শাসককে কাছে । আমার বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনীতি করছে তৃণমূল ।" ভোটকেন্দ্রে যাচ্ছেন না জানিয়ে দিলীপ বলেন, "আমার কোনও বুথে যাওয়ার প্রশ্ন নেই ৷ প্রার্থী বুথে বুথে ঘুরছেন ৷ আমাদের কর্মীরা আছেন, আমি তাঁদের সঙ্গে আছি । আজ যতক্ষণ ভোট চলবে আমি খড়্গপুরে আছি "

Intro:বহিরাগত দিলীপ ঘোষ, এই অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ জানালেন এখানে বহু সাধারণ মানুষ আছে যারা এখানকার ভোটার নয় ,আছে পুলিশ এবং সরকারি কর্মচারী ,আমি তো এমপি আমি থাকার অসুবিধা কি আছে ? আমি এর জন্য সমস্ত কাগজ জমা দিয়েছি সদর মহকুমা শাসক কে l Body:বহিরাগত দিলীপ ঘোষ, এই অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ জানালেন এখানে বহু সাধারণ মানুষ আছে যারা এখানকার ভোটার নয় ,আছে পুলিশ এবং সরকারি কর্মচারী ,আমি তো এমপি আমি থাকার অসুবিধা কি আছে ? আমি এর জন্য সমস্ত কাগজ জমা দিয়েছি সদর মহকুমা শাসক কে l

খড়গপুর উপনির্বাচনে দেখতে হাজির হয়েছেন বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ l আর এই দিলীপ ঘোষের হাজির থাকাতে বিতর্ক দেখা দিয়েছে খড়গপুরে l তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার এর অভিযোগ একজন এমপি ভোটে থেকে এলাকার মানুষকে প্রভাবিত করছে ,যে এখানকার লোক নয় ,বহিরাগত l এই অভিযোগের প্রেক্ষিতে রাজনীতি সরগরম l যদিও এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য আমি একজন এমপি, এখানে বহু মানুষ রয়েছে যারা এখানকার বাসিন্দা নয় ,রয়েছে ভোটের জন্য বিভিন্ন পুলিশ ও সরকারি কর্মচারী তারাও এখানকার নয় ,তার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না ,তো আমি সাংসদ হিসেবে নিজের ভবনে থাকলে অসুবিধা কোথায় l আমি এখানে আমার ভবনে থাকার জন্য যা যা কাগজপত্র লাগে সমস্ত কাগজপত্র জমা দিয়েছি সদর মহকুমা শাসক কে l এরপরও আমার বিরুদ্ধে অভিযোগ তোলা মনে হয় রাজনীতি করছে তৃণমূল l যদিও এদিন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ নিজের ভবন থেকে কোন বুথে না যাবার কথাই বললেন এবং সারাদিন ভবনে ছিলেন ,ঘন্টায় ঘন্টায় খোঁজখবর নিলেন ভোটের l Conclusion:বহিরাগত দিলীপ ঘোষ, এই অভিযোগের প্রেক্ষিতে দিলীপ ঘোষ জানালেন এখানে বহু সাধারণ মানুষ আছে যারা এখানকার ভোটার নয় ,আছে পুলিশ এবং সরকারি কর্মচারী ,আমি তো এমপি আমি থাকার অসুবিধা কি আছে ? আমি এর জন্য সমস্ত কাগজ জমা দিয়েছি সদর মহকুমা শাসক কে l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.