কেশিয়াড়ি, 11 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার দিন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ৷ আর তা নিয়ে উত্তাল হয়ে উঠল কেশিয়াড়ি । তবে এবারের শুধু শাসকদল তৃণমূল নয়, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাল সিপিএমও। তাঁর গাড়ি ঘিরে ধরল উত্তপ্ত জনতা ৷ তাদের তরফে উঠল 'চোর চোর' স্লোগান। কেশিয়াড়িতে দিলীপের আসা নিয়ে উত্তেজনা ছড়ালেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
প্রসঙ্গত, মঙ্গলবার কেশিয়াড়ি সরকারি মহাবিদ্যালয়ে ভোটগণনা চলছে ৷ তখন গণনাকেন্দ্র থেকে 100 মিটার দূরে বিজেপির ক্যাম্পে হঠাৎ এসে পৌঁছন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর দিলীপকে দেখে উত্তেজিত হয়ে ওঠে তৃণমূল। তাঁর গাড়ির সামনে চলে আসে শাসকদলের কর্মীরা । তারা 'চোর চোর' স্লোগানও দেন দিলীপ ঘোষকে ঘিরে । যদিও এ দিন তৃণমূলের সঙ্গে স্লোগান দিতে দেখা যায় সিপিএমের কর্মী সমর্থকদের। এরপর স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিজেপির তরফ থেকে করা অস্থায়ী ক্যাম্পে কর্মী ও কেশিয়াড়ির বিজেপির নেতৃত্বদের নিয়ে বৈঠক সারেন দিলীপ ঘোষ ।
আরও পড়ুন: গণনাকেন্দ্রে ঢুকে কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ, কেশপুরে নজিরবিহীন ঘটনা
উল্লেখ্য, গত 2018 সালে এই কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতি জয়লাভ করে বিজেপি ৷ তবে জেতার পরও বোর্ড গঠন করতে পারেনি গেরুয়া শিবির । তারপর থেকে বহুবার চেষ্টা করেছে ৷ কিন্তু তারা তাও বোর্ড গঠন করতে পারেনি । বিজেপির অভিযোগ ছিল, শাসকদল থেকেই তাদের এই পঞ্চায়েত সমিতি গঠন করতে দেওয়া হয়নি । ফলে বোর্ড গঠন না-হওয়ায় কাজকর্মে ব্যাঘাত ঘটে। তবে এবারও পঞ্চায়েত সমিতির ফলাফল বেরনোর আগেই সেখানে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উপস্থিত হন দিলীপ ঘোষ। আর এই দিন দিলীপ ঘোষকে দেখেই স্লোগান দেয় তৃণমূল ও সিপিএম। যদিও আজ দিলীপকে ঘিরে বিক্ষোভ দেখাতে এসেছিল তৃণমূল ৷ তবে এদিন তাদের সঙ্গে যোগ দিল বামেরাও । যদিও এই নিয়ে দিলীপ ঘোষ কোনও মন্তব্য করতে রাজি হননি ।