ETV Bharat / state

Dilip Ghosh: শালবনীতে উলটো ছবি, মনোনয়ন পর্ব দেখতে যাওয়া দিলীপ ঘোষকে ওআরএস খাওয়ালেন তৃণমূলকর্মীরা - দিলীপ ঘোষকে চোর বলে স্লোগান

গতকাল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থেকে দিলীপ ঘোষকে চোর বলে স্লোগান দিতে শোনা গিয়েছিল ৷ আজ তাঁকেই ওআরএস আর জল দিলেন তৃণমূল কর্মীরা ৷

ETV Bharat
দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 13, 2023, 9:58 PM IST

তৃণমূলকর্মীদের থেকে ঠান্ডা জল এবং ওআরএস খেলেন দিলীপ

শালবনী, 13 জুন: মাত্র 24 ঘণ্টার ব্যবধান ৷ গতকাল যাদের থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কর্মীদের কাছ থেকে তাঁকে 'চোর চোর' স্লোগান শুনতে হয়েছিল । আজ তাঁকেই ওআরএস এবং ঠান্ডা জল খাওয়ালো তৃণমূল ৷ মঙ্গলবার তৃণমূলের কর্মীদেরই মানবিক মুখ দেখল বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ ৷ গরমে তাঁকে ওআরএস খেতে দিলেন শাসকদলের কর্মীরা । আর তা পেয়ে প্রথমে কিছুটা আবাক হলেও, তৃষ্ণা মেটাতে খেয়ে নেন ঠান্ডা জল আরও ওআরএস । পালটা সৌজন্যের বিনিময়ের জন্য জিজ্ঞাসা করলেন, শাসকদলের প্রার্থীরা মনোনয়ন জমা করেছেন কি না ৷

মনোনয়ন পর্ব ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে দেখতে মঙ্গলবার ভরদুপুরে শালবনী বিডিও অফিসে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । সবকিছু অবশ্য ঠিকঠাকই চলছিল । হঠাৎই আবাক করা ঘটনা ৷ তৃণমূলের হুমকি বা রাজনৈতিক উত্তেজনা নয় ৷ হঠাৎই দিলীপ ঘোষ দেখলেন, তাঁর জন্য ঠান্ডা জল এবং ওআরএস নিয়ে হাজির হয়েছেন শালবনীর তৃণমূল কর্মীরা । তাদের থেকেই ঠান্ডা পানীয় খেলেন দিলীপ ঘোষ ৷ আর শালবনীর ওই তৃণমূল কর্মীরা বললেন, "এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই আমাদের জঙ্গলমহলের সংস্কৃতি।"

এর আগে, এদিন নির্বিঘ্নে চলা শালবনীর মনোনয়ন পর্ব দেখে খুশি হন দিলীপ ঘোষ । খোঁজখবর নেন দলীয় কর্মীদের কাছ থেকে । তৃণমূল কর্মীদেরও জিজ্ঞেস করেন, তাঁরা আপনারা মনোনয়ন জমা করেছেন কি না ৷ শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ওই কর্মীরা মুচকি হেসে আশ্বস্ত করে বলেন, " হ্যাঁ, আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে । চিন্তা করবেন না।

আরও পড়ুন : দিলীপ ঘোষকে দেখেই তৃণমূলের ক্যাম্প থেকে চোর চোর স্লোগান !

এই ঘটনাক্রে এদিন দলীয়কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শালবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ । এই প্রসঙ্গেই তিনি বলেন, "মনোনয়ন পর্ব শুরু হতে না হতেই কখনও সিপিএম, কখনও আবার বিজেপির তরফে নানা অভিযোগ আনা হচ্ছিল । আগেই তা প্রমাণিত হয়ে গিয়েছে সব ভিত্তিহীন । আজ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ নিজের চোখে এসে দেখে গেলেন সবকিছু । আর আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরেছি । এই গরমে ঠান্ডা জল খাইয়েছি । ব্যস আর কিছু নয় ৷"

তৃণমূলকর্মীদের থেকে ঠান্ডা জল এবং ওআরএস খেলেন দিলীপ

শালবনী, 13 জুন: মাত্র 24 ঘণ্টার ব্যবধান ৷ গতকাল যাদের থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কর্মীদের কাছ থেকে তাঁকে 'চোর চোর' স্লোগান শুনতে হয়েছিল । আজ তাঁকেই ওআরএস এবং ঠান্ডা জল খাওয়ালো তৃণমূল ৷ মঙ্গলবার তৃণমূলের কর্মীদেরই মানবিক মুখ দেখল বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ ৷ গরমে তাঁকে ওআরএস খেতে দিলেন শাসকদলের কর্মীরা । আর তা পেয়ে প্রথমে কিছুটা আবাক হলেও, তৃষ্ণা মেটাতে খেয়ে নেন ঠান্ডা জল আরও ওআরএস । পালটা সৌজন্যের বিনিময়ের জন্য জিজ্ঞাসা করলেন, শাসকদলের প্রার্থীরা মনোনয়ন জমা করেছেন কি না ৷

মনোনয়ন পর্ব ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে দেখতে মঙ্গলবার ভরদুপুরে শালবনী বিডিও অফিসে হাজির হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । সবকিছু অবশ্য ঠিকঠাকই চলছিল । হঠাৎই আবাক করা ঘটনা ৷ তৃণমূলের হুমকি বা রাজনৈতিক উত্তেজনা নয় ৷ হঠাৎই দিলীপ ঘোষ দেখলেন, তাঁর জন্য ঠান্ডা জল এবং ওআরএস নিয়ে হাজির হয়েছেন শালবনীর তৃণমূল কর্মীরা । তাদের থেকেই ঠান্ডা পানীয় খেলেন দিলীপ ঘোষ ৷ আর শালবনীর ওই তৃণমূল কর্মীরা বললেন, "এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই আমাদের জঙ্গলমহলের সংস্কৃতি।"

এর আগে, এদিন নির্বিঘ্নে চলা শালবনীর মনোনয়ন পর্ব দেখে খুশি হন দিলীপ ঘোষ । খোঁজখবর নেন দলীয় কর্মীদের কাছ থেকে । তৃণমূল কর্মীদেরও জিজ্ঞেস করেন, তাঁরা আপনারা মনোনয়ন জমা করেছেন কি না ৷ শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের ওই কর্মীরা মুচকি হেসে আশ্বস্ত করে বলেন, " হ্যাঁ, আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে । চিন্তা করবেন না।

আরও পড়ুন : দিলীপ ঘোষকে দেখেই তৃণমূলের ক্যাম্প থেকে চোর চোর স্লোগান !

এই ঘটনাক্রে এদিন দলীয়কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শালবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ । এই প্রসঙ্গেই তিনি বলেন, "মনোনয়ন পর্ব শুরু হতে না হতেই কখনও সিপিএম, কখনও আবার বিজেপির তরফে নানা অভিযোগ আনা হচ্ছিল । আগেই তা প্রমাণিত হয়ে গিয়েছে সব ভিত্তিহীন । আজ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ নিজের চোখে এসে দেখে গেলেন সবকিছু । আর আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরেছি । এই গরমে ঠান্ডা জল খাইয়েছি । ব্যস আর কিছু নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.