ETV Bharat / state

Dilip Ghosh Criticises TMC : সাংসদ কোটার টাকা আটকে সুদ খাচ্ছে সরকার, টুইটারে সরব দিলীপ - mkda news

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticises TMC) ৷ টুইট করে তাঁর সাংসদ কোটার টাকা আটকে রাখার জন্য তৃণমূল সরকারের উপর তোপ দাগেন তিনি ৷

dilip ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 9, 2022, 5:06 PM IST

মেদিনীপুর, 9 জানুয়ারি : প্রায় সময়ই মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছে তিনি এলাকার উন্নয়নের চেষ্টা করলেও তাতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার । এবার তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তাঁর অভিযোগ, সাংসদ তহবিল থেকে দেওয়া প্রায় 70 লাখ টাকা আটকে রেখেছে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ (midnapore kharagpur development authority) । সেই টাকাটা আটকে রেখে তার সুদটা খাচ্ছে বর্তমান রাজ্য সরকার ।

দেশের সাংসদরা বছরে এলাকা উন্নয়ন তহবিলে বা এমপি ল্যাডে (MP Lad) প্রায় 5 কোটি টাকা করে পান । সেই টাকা নিজেদের এলাকায় প্রকল্পের সুপারিশ করেন সাংসদরা । যদিও তা রূপায়ণের দায়িত্ব থাকে জেলা প্রশাসনের হাতে । সেই মতোই মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থ প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে জেলার মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ (medinipur news) ৷

আরও পড়ুন : Dilip Ghosh comments on Hiran Chatterjee : হিরণের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ত্যাগে দলের গাইডলাইন মানার বার্তা দিলীপের

টুইটার হ্যান্ডেলে শনিবার দিলীপবাবু লেখেন, "মেদিনীপুর-খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে সাংসদ তহবিল থেকে দেওয়া প্রায় 70 লক্ষ টাকা আটকে রাখা হয়েছে । যেই টাকা সাধারণ মানুষের সেবার জন্য ব্যয় করা উচিত, সেটা রাজনৈতিক স্বার্থে আটকে রাখার কারণ কি ? একদিকে সরকার বলে টাকা নেই ৷ তাহলে এই বরাদ্দগুলো কার নির্দেশে আটকে রাখা হচ্ছে ? নাকি টাকাটা আটকে রেখে সুদটা খাচ্ছে রাজ্য সরকার ।"

যদিও দিলীপবাবুর এই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ । বাইরে থাকার জন্য পর্ষদের চেয়ারম্যান দীনেন রায় জানান, তিনি ফিরে গিয়ে এসব বক্তব্য দেবেন । বিষয়টিকে তেমনভাবে পাত্তা না দিয়ে তিনি জানান, খুব সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে বসেছেন ৷ তাই পুরো বিষয়টি তিনি জানেন না । তবে সব কিছু দেখার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র তৈরি করতে বলা হয়েছে বলে দাবি করেন দীনেনবাবু ৷ খুব শীঘ্রই আটকে থাকা সমস্ত কাজ ছেড়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : Dilip Criticises TMC : রাজ্যসভার লোভ দেখিয়ে দল চালানো যায় না, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

মেদিনীপুর, 9 জানুয়ারি : প্রায় সময়ই মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছে তিনি এলাকার উন্নয়নের চেষ্টা করলেও তাতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার । এবার তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । তাঁর অভিযোগ, সাংসদ তহবিল থেকে দেওয়া প্রায় 70 লাখ টাকা আটকে রেখেছে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ (midnapore kharagpur development authority) । সেই টাকাটা আটকে রেখে তার সুদটা খাচ্ছে বর্তমান রাজ্য সরকার ।

দেশের সাংসদরা বছরে এলাকা উন্নয়ন তহবিলে বা এমপি ল্যাডে (MP Lad) প্রায় 5 কোটি টাকা করে পান । সেই টাকা নিজেদের এলাকায় প্রকল্পের সুপারিশ করেন সাংসদরা । যদিও তা রূপায়ণের দায়িত্ব থাকে জেলা প্রশাসনের হাতে । সেই মতোই মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থ প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে জেলার মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ (medinipur news) ৷

আরও পড়ুন : Dilip Ghosh comments on Hiran Chatterjee : হিরণের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ত্যাগে দলের গাইডলাইন মানার বার্তা দিলীপের

টুইটার হ্যান্ডেলে শনিবার দিলীপবাবু লেখেন, "মেদিনীপুর-খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে সাংসদ তহবিল থেকে দেওয়া প্রায় 70 লক্ষ টাকা আটকে রাখা হয়েছে । যেই টাকা সাধারণ মানুষের সেবার জন্য ব্যয় করা উচিত, সেটা রাজনৈতিক স্বার্থে আটকে রাখার কারণ কি ? একদিকে সরকার বলে টাকা নেই ৷ তাহলে এই বরাদ্দগুলো কার নির্দেশে আটকে রাখা হচ্ছে ? নাকি টাকাটা আটকে রেখে সুদটা খাচ্ছে রাজ্য সরকার ।"

যদিও দিলীপবাবুর এই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ । বাইরে থাকার জন্য পর্ষদের চেয়ারম্যান দীনেন রায় জানান, তিনি ফিরে গিয়ে এসব বক্তব্য দেবেন । বিষয়টিকে তেমনভাবে পাত্তা না দিয়ে তিনি জানান, খুব সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে বসেছেন ৷ তাই পুরো বিষয়টি তিনি জানেন না । তবে সব কিছু দেখার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র তৈরি করতে বলা হয়েছে বলে দাবি করেন দীনেনবাবু ৷ খুব শীঘ্রই আটকে থাকা সমস্ত কাজ ছেড়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : Dilip Criticises TMC : রাজ্যসভার লোভ দেখিয়ে দল চালানো যায় না, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.