ডেবরা, 3 সেপ্টেম্বর : রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীরের বিরুদ্ধে এবার অনশনে ডেবরার টোল প্লাজার কর্মীরা। এদিন তাঁরা তৃণমূলের পতাকা নিয়ে অনশনে বসেন। দাবি না মিটলে অনশন চালিয়ে যাওয়ার হুমকি দেন কর্মীরা। অপরদিকে মন্ত্রীর দাবি, অভিযোগ সত্য নয় ৷ বিজেপির উস্কানির জন্য এই ঘটনা ঘটছে।
এদিন অনশনে বসলেন ডেবরা টোল প্লাজার কর্মীরা। তৃণমূলের পতাকা হাতে শাসকদলের মন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ তুলে আন্দোলনে শামিল হয়েছেন তাঁরা। সময়মতো বেতন দেওয়া, পিএফ গ্র্যাচুইটি চালু করা সহ আরও অন্যান্য দাবিকে সামনে রেখে এই আন্দোলনে নেমেছেন ডেবরার টোল প্লাজার কর্মীরা। পাশাপাশি মন্ত্রীর বিরুদ্ধে চমকানি হুমকি দেওয়ার অভিযোগও আনেন তাঁরা ৷
প্রসঙ্গত, ডেবরা টোল কর্মীদের কয়েকদিন ধরে বেতন বন্ধ ছিল। এরপর বেতন বন্ধ সম্পর্কিত বিষয় নিয়ে ডেবরার বিধায়ক তথা কারিগরি শিক্ষা প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অরিন্দমবাবু দেখা করতে আসেন। সেই সময় টোলপ্লাজার কর্মীরা তাঁকে ঘিরে ধরে বেতন নিয়ে প্রশ্ন করলে তিনি রেগে যান এবং ধমকান বলে অভিযোগ।
এরপরই টোলপ্লাজার কর্মীরা এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে জানাতে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ গতকাল রাস্তায় ধুলাগড়ের কাছে তাঁদের পুলিশ দেয়৷ এরপরই তাঁরা ফিরে আসেন এবং অনশনে বসেন।
বুবু সামন্ত, শুভেন্দু পড়িয়া নামে টোল কর্মীরা বলেন, "এই টোলে অনৈতিকভাবে দুষ্কৃতীরা গন্ডগোল করেছিল ৷ সেটা জানিয়ে আমরা বিচার চাইতে গিয়েছিলাম ডেবরার মন্ত্রীর কাছে। সেই সময় মন্ত্রী আমাদের কথা তো শোনেননি উল্টে ধমকা এবং হুমকি দেন ৷ আমাদের নামে থানায় অভিযোগেরও হুমকি দেন।"
আরও পড়ুন : Extramarital affair : পরকীয়ার অভিযোগে দেওর ও বৌদিকে খুটিতে বেঁধে মারধর
তারা আরও বলেন, "আমরা আমাদের দাবি দাওয়া ও এই ধরনের হুমকির প্রতিবাদে এই অনশনে বসেছি । যতক্ষণ না আমাদের সমস্যা সমাধান হবে ততক্ষণ আমাদের অনশন চলবে।"
এদিন মন্ত্রী হুমায়ুন কবীরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "পুরোটাই বিজেপির উস্কানির জন্যই ঘটছে। যার মধ্যে কিছু লোক আমাদেরও রয়েছে। তবে তাঁরা ভুল বুঝেছে। আসলে এইসব কর্মীদের মাইনে 12-14 তারিখে দেওয়া হয় প্রতিমাসে ৷ এবারও তাই হবে ৷ কিন্তু মাঝখানে কোম্পানি পরিবর্তনের জন্য সমস্যাটা হয়েছে। তবে আশা করব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’’