ঘাটাল, 9 এপ্রিল: ঘাটালে বেঁচে থাকা শিশুর ডেথ সার্টিফিকেট ইস্যু করা এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনার তদন্তে তড়িঘড়ি কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর । হাসপাতাল সুপারের বক্তব্য, গাফিলতিতে শিশুর মৃত্যু ঘটলে বা ডেট সার্টিফিকেট ইস্যু হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।
ঘাটালে সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনায় এ বার তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর । তারা জানাল, কমিটি রিপোর্ট দেওয়ার পরেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । প্রসঙ্গত, গতকাল ঘাটালের এক দম্পতির সদ্যোজাত শিশু মারা গিয়েছে বলে দাবি করে ডেট সার্টিফিকেট দিয়ে দেয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল । এরপরই সেই শিশুকে কবর দিতে নিয়ে গেলে সবাই লক্ষ্য করেন যে, শিশুটি বেঁচে রয়েছে ।তার শ্বাস-প্রশ্বাস চলছে ৷
তড়িঘড়ি তাকে ফের ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হয় । তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ৷ একবার মৃত বলে ঘোষিত শিশুর ফের চিকিৎসা শুরু হয় । তবে তাকে আর বাঁচানো যায়নি ৷ আজ সকালে তার মৃত্যু হয় ৷
শিশুটির বাবা-মায়ের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে ৷ শিশুটিকে মৃত বলে ঘোষণা করে মাথায় মৃত ট্যাগ লাগিয়ে প্যাকিং করে তুলে দেওয়ার হয়েছিল পরিবারের হাতে ৷ সেই অবস্থায় বেশ কয়েকঘণ্টা থাকায় শিশুটির স্বাস্থ্যের আরও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার ৷ কেন শিশুটি বেঁচে থাকা অবস্থায় তাকে ডাক্তাররা ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছিলেন, সেই প্রশ্ন তোলেন তাঁরা ৷ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় মৃত শিশুর পরিবার ।
শিশুটির পরিবারের লোকেরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকলে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এসে পৌঁছন ঘাটাল মহকুমা প্রশাসনের আধিকারিক, পুলিশ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতারা । হাসপাতাল সুপারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় । এই বিষয়ে ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সুব্রত দে জানান, জেলা থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তারা আসবে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে । গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে ঘটনার তদন্তের আশ্বাস মেলায় শিশুর পরিবারের লোকজনের ক্ষোভ প্রশমিত হয় এবং হাসপাতাল চত্বরের পরিস্থিতি স্বাভাবিক হয় । ইতিমধ্যে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছেছেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ৷ তিনি কথা বলেন হাসপাতালের সুপার-সহ অন্যান্যদের সঙ্গে ।
আরও পড়ুন: ডেথ সার্টিফিকেট দিয়েছে সরকারি হাসপাতাল, সমাধি দেওয়ার আগেই নড়ে উঠল সদ্যোজাত