ETV Bharat / state

Dev keeps his Promise কথা রাখলেন দেব, নতুন বাড়ি পেয়ে খুশি দাসপুরের পান্তি পিসি

author img

By

Published : Aug 29, 2022, 10:36 PM IST

অবশেষে কথা রাখলেন দেব (Dev keeps his Promise) ৷ প্রতিশ্রুতিমতো জরাজীর্ণ ভাঙা বাড়ি থেকে নতুন বাড়ি গড়ে দেওয়া হল পান্তি পিসিকে। আর সেই বাড়ি হাতে পেয়ে খুশি দাসপুরের পান্তি পিসি (Daspur Woman)। দেবকে জানালেন অসংখ্য ধন্যবাদ ( She Gives Many Thanks to Dev)।

ETV Bharat
ভেঙে যাওয়া বাড়ি হল নতুন, মুখে হাসি পান্তি পিসির

দাসপুর, 29 অগস্ট: চোখে মুখে আনন্দের হাসি দাসপুরের পরিচিত পান্তি পিসি (Daspur Woman)। গতবছর আমফান ঝড়ের আগে দাসপুর গ্রামের শিখা চক্রবর্তী যাকে গ্রামের সবাই চেনেন পান্তি পিসি নামেই ৷ সেই পান্তি পিসির ত্রিপল দিয়ে ঢেকে রাখা মাটির বাড়ি খুবই নড়বড়ে ছিল। এমনই অবস্থা ছিল যে ভয়ে সেই ঘরে তিনি থাকতে না পেরে বাইরে আশ্রয় নিয়েছিলেন। এই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোলে তা নজরে পড়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারীর তথা দেব (TMC MP Dev)। এরপরই দেব জানান পান্তি পিসির বাড়ি তৈরি হবে ৷ আর সোমবার হল পান্তি পিসির বাড়ির স্বপ্নপূরণ ৷

দেব তাঁর প্রতিনিধি রামপদ মান্নাকে হস্তক্ষেপ করতে বলেন এবং পান্তি পিসির বাড়ি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন। তারপরেই সেই পুরানো জীর্ণ মাটির বাড়ি ভেঙে অভিনেতা দেব তাঁর ব্যক্তিগত অর্থে এই বাড়িটি তৈরি করে দেন ৷ দেবের অনুরোধে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও (Paschim Medinipur District Administration) আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাড়ে 5 লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মিত হয়। যার মধ্যে জেলা প্রশাসন থেকে 1 লক্ষ 30 হাজার টাকা সাহায্য করা হয়।

আর সেই বাড়ি হাতে পেয়ে খুশি দাসপুরের পান্তি পিসি, দেবকে জানালেন অসংখ্য ধন্যবাদ

বাকি টাকা অর্থাৎ 4 লক্ষ 20 হাজার টাকা দেব তাঁর নিজের থেকে খরচ করেন (Daspur Woman Got New House)। বাড়ির মধ্যে দু'কামরা ঘর, বাথরুম, রান্নাঘর সবেরই ব্যবস্থা করা হয়েছে। এইদিন পান্তি পিসির ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়। উদ্বোধন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন সাংসদের প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাজি।

আরও পড়ুন: দেবের প্রতিশ্রুতিই সার, বাড়ি তৈরি না-হওয়ায় ঠান্ডায় ভুগছেন পান্তি পিসি

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, "সাংসদের উদ্যোগে পান্তি পিসির বাড়ি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচি খুবই ভালো লেগেছে।" সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, "শেষপর্যন্ত বাড়ি সম্পন্ন করা গিয়েছে। খুবই ভালো লাগছে। মিলেছে আশ্রয়স্থান, মুখে একঝলক হাসি, নতুন বাড়ি পেয়ে দেবকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানালেন পান্তি পিসি।

দাসপুর, 29 অগস্ট: চোখে মুখে আনন্দের হাসি দাসপুরের পরিচিত পান্তি পিসি (Daspur Woman)। গতবছর আমফান ঝড়ের আগে দাসপুর গ্রামের শিখা চক্রবর্তী যাকে গ্রামের সবাই চেনেন পান্তি পিসি নামেই ৷ সেই পান্তি পিসির ত্রিপল দিয়ে ঢেকে রাখা মাটির বাড়ি খুবই নড়বড়ে ছিল। এমনই অবস্থা ছিল যে ভয়ে সেই ঘরে তিনি থাকতে না পেরে বাইরে আশ্রয় নিয়েছিলেন। এই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোলে তা নজরে পড়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারীর তথা দেব (TMC MP Dev)। এরপরই দেব জানান পান্তি পিসির বাড়ি তৈরি হবে ৷ আর সোমবার হল পান্তি পিসির বাড়ির স্বপ্নপূরণ ৷

দেব তাঁর প্রতিনিধি রামপদ মান্নাকে হস্তক্ষেপ করতে বলেন এবং পান্তি পিসির বাড়ি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন। তারপরেই সেই পুরানো জীর্ণ মাটির বাড়ি ভেঙে অভিনেতা দেব তাঁর ব্যক্তিগত অর্থে এই বাড়িটি তৈরি করে দেন ৷ দেবের অনুরোধে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও (Paschim Medinipur District Administration) আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাড়ে 5 লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মিত হয়। যার মধ্যে জেলা প্রশাসন থেকে 1 লক্ষ 30 হাজার টাকা সাহায্য করা হয়।

আর সেই বাড়ি হাতে পেয়ে খুশি দাসপুরের পান্তি পিসি, দেবকে জানালেন অসংখ্য ধন্যবাদ

বাকি টাকা অর্থাৎ 4 লক্ষ 20 হাজার টাকা দেব তাঁর নিজের থেকে খরচ করেন (Daspur Woman Got New House)। বাড়ির মধ্যে দু'কামরা ঘর, বাথরুম, রান্নাঘর সবেরই ব্যবস্থা করা হয়েছে। এইদিন পান্তি পিসির ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়। উদ্বোধন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন সাংসদের প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাজি।

আরও পড়ুন: দেবের প্রতিশ্রুতিই সার, বাড়ি তৈরি না-হওয়ায় ঠান্ডায় ভুগছেন পান্তি পিসি

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, "সাংসদের উদ্যোগে পান্তি পিসির বাড়ি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচি খুবই ভালো লেগেছে।" সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, "শেষপর্যন্ত বাড়ি সম্পন্ন করা গিয়েছে। খুবই ভালো লাগছে। মিলেছে আশ্রয়স্থান, মুখে একঝলক হাসি, নতুন বাড়ি পেয়ে দেবকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানালেন পান্তি পিসি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.