মেদিনীপুর, 2 এপ্রিল : কোরোনা মোকাবিলায় লড়াই চালাচ্ছে চিকিৎসক,নার্স-সহ স্বাস্থ্যবিশেষজ্ঞরা ৷ অপরদিকে, কোরোনার সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য লকডাউনে বাড়িতে থেকে লড়াই চালাচ্ছে আমজনতা ৷ দীর্ঘ লকডাউনে ক্ষতির সস্মুখীন সাধারণ ও দুস্থ মানুষজন ৷ সেই মানুষের সাহায্যে চাল, ডাল, আলু ও নির্দেশিকাপত্র নিয়ে পাশে এসে দাঁড়ালেন CRPF জওয়ানরা ৷
CRPF মেদিনীপুর রেঞ্জের DIG (অপারেশন) পঙ্কজ কুমার বিভিন্ন গ্রামে দুস্থদের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজ়ার, মাস্ক ৷ সঙ্গে দিলেন কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচার নির্দেশিকাপত্র ৷ CRPF DIG (অপারেশন) মেদিনীপুর রেঞ্জের মুখ্য দপ্তর টাঙাসোলের পার্শ্ববর্তী সাখপাড়া এবং দেওয়ানমারা গ্রামের প্রায় 150 দুস্থ পরিবারের হাতে পাঁচ কিলো চাল, দুই কিলো আলু, এক কিলো ডাল, হ্যান্ডওয়াশ, সাবান, স্যানিটাইজ়ার ও মাস্ক দেওয়া হয় ৷
![বৃদ্ধার হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন জওয়ানরা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-wmid-03-crpf-promotes-guidelines-to-prevent-coronary-artery-infection-vis-7204519_02042020191211_0204f_1585834931_714.jpg)
উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন্ট সুকোমল দে, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অজিত কুমার এবং অন্যান্য CRPF জওয়ানরা ৷ পঙ্কজ কুমার বলেন, "এই ধরনের কার্যক্রম চলতে থাকবে আগামীদিনেও ৷"