ETV Bharat / state

Md Salim Controversial Remarks: পঞ্চায়েতের প্রচার থেকে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য সেলিমের - সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সেখানে তিনি পুলিশ সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করেন ৷

Md Salim Controversial Remarks
Md Salim Controversial Remarks
author img

By

Published : Jun 30, 2023, 5:41 PM IST

পঞ্চায়েতের প্রচার থেকে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য সেলিমের

ঘাটাল, 30 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে পুলিশ সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করলেন সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘‘পুলিশকে বলব নিজের উর্দির সম্মান করুন । কিছু পুলিশের উর্দি খুললে দেখতে পাওয়া যাবে আন্ডার প্যান্টে তৃণমূল কংগ্রেসের ছাপ লাগানো আছে । গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যখন তৃণমূল পোস্টার লাগাতে পারছে না, তখন পুলিশের জামার ভিতরে পোস্টার লাগিয়ে দিচ্ছে ।’’

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের নলগেড়িয়া থেকে কুঠিঘাট পর্যন্ত 5 কিলোমিটার পদযাত্রায় পা মেলালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । স্থানীয় সিপিএম প্রার্থীরা পদযাত্রা অংশ নেন ৷ পদযাত্রায় কর্মী ও সমর্থকদের ভিড় ছিল নজরকাড়া । সেখানেই তিনি পুলিশকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন ৷

Md Salim Controversial Remarks
সিপিএমের মিছিলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

শাসক দল তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘আমরা খেলতে রাজি আছি । খেলা তো হবেই ৷ কিন্তু ওরা তিন তিন বার ফাউল করেছে । এবার আমাদের ওদেরকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে । কারণ, রেড কার্ড নিয়ে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত ।’’ এছাড়া তৃণমূল ও বিজেপির প্রচার নিয়ে তিনি বলেন, ‘‘এখন তো তৃণমূল-বিজেপি এক হয়ে গিয়েছে । তবে গ্রামেগঞ্জে প্রবেশ করলে দেখবেন সবার বুকে যেমন লাল রক্ত আছে, তেমনই রয়েছে লাল পতাকা ।’’

যদিও এই বিষয়ে সিপিএমকে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল । পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘আগে বিজেপির দিলীপ ঘোষ পুলিশ সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন । আজ দেখলাম ঘাটালের কুঠিঘাটে সিপিএমের মহম্মদ সেলিম পুলিশ সম্পর্কে নিম্নরুচির মন্তব্য করেছেন । ভোট পাওয়ার জন্য বিরোধীরা অন্যের সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করলে মানুষ তার জবাব দেবে ৷ এটা মেদিনীপুরের মাটি ।’’

আরও পড়ুন: ভারতী কী ফুল এঁকেছেন বোঝেনি বাম নেতৃত্ব, 24 ঘণ্টার মধ্যেই মোছা হল দেওয়াল

পঞ্চায়েতের প্রচার থেকে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য সেলিমের

ঘাটাল, 30 জুন: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে পুলিশ সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করলেন সিপিএমের রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, ‘‘পুলিশকে বলব নিজের উর্দির সম্মান করুন । কিছু পুলিশের উর্দি খুললে দেখতে পাওয়া যাবে আন্ডার প্যান্টে তৃণমূল কংগ্রেসের ছাপ লাগানো আছে । গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যখন তৃণমূল পোস্টার লাগাতে পারছে না, তখন পুলিশের জামার ভিতরে পোস্টার লাগিয়ে দিচ্ছে ।’’

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের নলগেড়িয়া থেকে কুঠিঘাট পর্যন্ত 5 কিলোমিটার পদযাত্রায় পা মেলালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । স্থানীয় সিপিএম প্রার্থীরা পদযাত্রা অংশ নেন ৷ পদযাত্রায় কর্মী ও সমর্থকদের ভিড় ছিল নজরকাড়া । সেখানেই তিনি পুলিশকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন ৷

Md Salim Controversial Remarks
সিপিএমের মিছিলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

শাসক দল তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘আমরা খেলতে রাজি আছি । খেলা তো হবেই ৷ কিন্তু ওরা তিন তিন বার ফাউল করেছে । এবার আমাদের ওদেরকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে । কারণ, রেড কার্ড নিয়ে আমাদের খেলোয়াড়রা প্রস্তুত ।’’ এছাড়া তৃণমূল ও বিজেপির প্রচার নিয়ে তিনি বলেন, ‘‘এখন তো তৃণমূল-বিজেপি এক হয়ে গিয়েছে । তবে গ্রামেগঞ্জে প্রবেশ করলে দেখবেন সবার বুকে যেমন লাল রক্ত আছে, তেমনই রয়েছে লাল পতাকা ।’’

যদিও এই বিষয়ে সিপিএমকে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল । পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘আগে বিজেপির দিলীপ ঘোষ পুলিশ সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন । আজ দেখলাম ঘাটালের কুঠিঘাটে সিপিএমের মহম্মদ সেলিম পুলিশ সম্পর্কে নিম্নরুচির মন্তব্য করেছেন । ভোট পাওয়ার জন্য বিরোধীরা অন্যের সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করলে মানুষ তার জবাব দেবে ৷ এটা মেদিনীপুরের মাটি ।’’

আরও পড়ুন: ভারতী কী ফুল এঁকেছেন বোঝেনি বাম নেতৃত্ব, 24 ঘণ্টার মধ্যেই মোছা হল দেওয়াল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.