মেদিনীপুর, 22 আগস্ট : উলট পুরাণ ! দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করে দিল সিপিএম । গোটা রাজ্যের মতোই পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে দ্বিতীয় দফার দুয়ারে সরকার কর্মসূচি। কর্মসূচি চলছে মেদিনীপুর শহরেও । মেদিনীপুর শহরের কর্নেল গোলায় নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে ছিল দুয়ারে সরকার ক্যাম্প । সেখানেই সাধারণ মানুষের সাহায্যে সিপিএমের শাখা অফিসের সামনে ক্যাম্প খুলে বিনামূল্যে ফর্ম করে দিলেন সিপিএম নেতা-কর্মীরা। সাধারণ মানুষকে সাহায্য করতেই এই উদ্যোগ ৷ বলছেন সিপিএম নেতা সুকুমার আচার্য ৷
সিপিএমের জেলা কমিটির সদস্য সুকুমার আচার্য বলেন, "মানুষ এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছি ৷ দুয়ার সরকার নিয়ে আমাদের বক্তব্য পৌরসভায় জানিয়েছি ৷ এভাবে ভিড় করে ক্যাম্প করা ঠিক না ৷ একাধিক ক্যাম্প করা উচিত ৷ এইসঙ্গে মানুষের যাতে একটু সুবিধা হয়, তার জন্যে ফর্ম ফিলাপ করে দিয়েছি ৷ আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি ৷"
এই ঘটনায় সিপিএমকে কটাক্ষ করেছে বিজেপি ৷ বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারির বক্তব্য, "তৃণমূল সিপিএম মুদ্রার এপিঠ-ওপিঠ। সিপিএমকে মানুষ বর্জন করেছে তাই তারা কোথাও নেই । 34 বছর ধরে সিপিএম হার্মাদ দিয়ে অত্যাচার চালিয়েছে সাধারণ মানুষের উপরে ৷ শেষ দশ বছরে তৃণমূলও তাই করছে ৷ শুধুমাত্র রাজনীতিতে টিকে থাকার জন্যই দুয়ারে সরকারের ফর্ম ফিলাপ করছে সিপিএম ৷"
আরও পড়ুন: Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পের সামনেই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিক্রি কুলতলিতে
স্বভাবতই ভিন্নমত পোষণ করেন জেলা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায় ৷ তাঁর বক্তব্য, "এ ধরনের উদ্যোগ খুব ভাল ৷ মানুষের পাশে থাকার কথা সবাই বলে কিন্তু কাজ খুব কম লোকই করেন। সিপিএমকে ধন্যবাদ জানাচ্ছি ।"