ETV Bharat / state

Lakshmir Bhandar Scheme : মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করে দিল সিপিএম - লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলাপ করে দিল সিপিএম

মেদিনীপুর শহরের কর্নেল গোলায় একটি স্কুলে ছিল দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই সাধারণ মানুষের সাহায্যে সিপিএমের শাখা অফিসের সামনে ক্যাম্প খুলে বিনামূল্যে ফর্ম করে দিলেন সিপিএম নেতা-কর্মীরা।

ে
author img

By

Published : Aug 22, 2021, 9:18 PM IST

মেদিনীপুর, 22 আগস্ট : উলট পুরাণ ! দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করে দিল সিপিএম । গোটা রাজ্যের মতোই পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে দ্বিতীয় দফার দুয়ারে সরকার কর্মসূচি। কর্মসূচি চলছে মেদিনীপুর শহরেও । মেদিনীপুর শহরের কর্নেল গোলায় নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে ছিল দুয়ারে সরকার ক্যাম্প । সেখানেই সাধারণ মানুষের সাহায্যে সিপিএমের শাখা অফিসের সামনে ক্যাম্প খুলে বিনামূল্যে ফর্ম করে দিলেন সিপিএম নেতা-কর্মীরা। সাধারণ মানুষকে সাহায্য করতেই এই উদ্যোগ ৷ বলছেন সিপিএম নেতা সুকুমার আচার্য ৷

সিপিএমের জেলা কমিটির সদস্য সুকুমার আচার্য বলেন, "মানুষ এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছি ৷ দুয়ার সরকার নিয়ে আমাদের বক্তব্য পৌরসভায় জানিয়েছি ৷ এভাবে ভিড় করে ক্যাম্প করা ঠিক না ৷ একাধিক ক্যাম্প করা উচিত ৷ এইসঙ্গে মানুষের যাতে একটু সুবিধা হয়, তার জন্যে ফর্ম ফিলাপ করে দিয়েছি ৷ আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি ৷"

লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলাপ করে দিল সিপিএম ৷

এই ঘটনায় সিপিএমকে কটাক্ষ করেছে বিজেপি ৷ বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারির বক্তব্য, "তৃণমূল সিপিএম মুদ্রার এপিঠ-ওপিঠ। সিপিএমকে মানুষ বর্জন করেছে তাই তারা কোথাও নেই । 34 বছর ধরে সিপিএম হার্মাদ দিয়ে অত্যাচার চালিয়েছে সাধারণ মানুষের উপরে ৷ শেষ দশ বছরে তৃণমূলও তাই করছে ৷ শুধুমাত্র রাজনীতিতে টিকে থাকার জন্যই দুয়ারে সরকারের ফর্ম ফিলাপ করছে সিপিএম ৷"

আরও পড়ুন: Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পের সামনেই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিক্রি কুলতলিতে

স্বভাবতই ভিন্নমত পোষণ করেন জেলা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায় ৷ তাঁর বক্তব্য, "এ ধরনের উদ্যোগ খুব ভাল ৷ মানুষের পাশে থাকার কথা সবাই বলে কিন্তু কাজ খুব কম লোকই করেন। সিপিএমকে ধন্যবাদ জানাচ্ছি ।"

মেদিনীপুর, 22 আগস্ট : উলট পুরাণ ! দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করে দিল সিপিএম । গোটা রাজ্যের মতোই পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে দ্বিতীয় দফার দুয়ারে সরকার কর্মসূচি। কর্মসূচি চলছে মেদিনীপুর শহরেও । মেদিনীপুর শহরের কর্নেল গোলায় নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে ছিল দুয়ারে সরকার ক্যাম্প । সেখানেই সাধারণ মানুষের সাহায্যে সিপিএমের শাখা অফিসের সামনে ক্যাম্প খুলে বিনামূল্যে ফর্ম করে দিলেন সিপিএম নেতা-কর্মীরা। সাধারণ মানুষকে সাহায্য করতেই এই উদ্যোগ ৷ বলছেন সিপিএম নেতা সুকুমার আচার্য ৷

সিপিএমের জেলা কমিটির সদস্য সুকুমার আচার্য বলেন, "মানুষ এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছি ৷ দুয়ার সরকার নিয়ে আমাদের বক্তব্য পৌরসভায় জানিয়েছি ৷ এভাবে ভিড় করে ক্যাম্প করা ঠিক না ৷ একাধিক ক্যাম্প করা উচিত ৷ এইসঙ্গে মানুষের যাতে একটু সুবিধা হয়, তার জন্যে ফর্ম ফিলাপ করে দিয়েছি ৷ আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি ৷"

লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলাপ করে দিল সিপিএম ৷

এই ঘটনায় সিপিএমকে কটাক্ষ করেছে বিজেপি ৷ বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারির বক্তব্য, "তৃণমূল সিপিএম মুদ্রার এপিঠ-ওপিঠ। সিপিএমকে মানুষ বর্জন করেছে তাই তারা কোথাও নেই । 34 বছর ধরে সিপিএম হার্মাদ দিয়ে অত্যাচার চালিয়েছে সাধারণ মানুষের উপরে ৷ শেষ দশ বছরে তৃণমূলও তাই করছে ৷ শুধুমাত্র রাজনীতিতে টিকে থাকার জন্যই দুয়ারে সরকারের ফর্ম ফিলাপ করছে সিপিএম ৷"

আরও পড়ুন: Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পের সামনেই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিক্রি কুলতলিতে

স্বভাবতই ভিন্নমত পোষণ করেন জেলা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায় ৷ তাঁর বক্তব্য, "এ ধরনের উদ্যোগ খুব ভাল ৷ মানুষের পাশে থাকার কথা সবাই বলে কিন্তু কাজ খুব কম লোকই করেন। সিপিএমকে ধন্যবাদ জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.