ETV Bharat / state

পেট্রলের দামে আগুন, মোদির ছবিতে কালি সিপিআইয়ের - পশ্চিমবঙ্গে পেট্রোপণ্যের দাম

স্থানীয় একটি পাম্পে গিয়ে সেখানে হাসিমুখে থাকা মোদির ফ্লেক্স ও ব্যানারে কালো কালি লেপে দেন এআইটিইউসি, এআইএসএফ ও এআইওয়াইএফের কর্মীরা ৷

কালো কালিতে মুখ ঢাকল মোদির
কালো কালিতে মুখ ঢাকল মোদির
author img

By

Published : Jul 18, 2021, 5:19 PM IST

খড়গপুর, 18 জুলাই : পেট্রল ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কখনও গরুর গাড়িতে চড়ে প্রতিবাদ, কখনও বা অন্য কোনও উপায়ে ৷ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইরকম ছবি প্রকাশ্যে এসেছে ৷ আর এবার মোদির কুশপুতুলে জুতোর মালা পরিয়ে গরুর গাড়িতে চড়িয়ে ঘোরানো হল খড়গপুরে ৷ প্রায় এক কিলোমিটার পথ ধরে চলে এই প্রতিবাদ ৷ সৌজন্যে বাম শ্রমিক সংগঠন এআইটিইউসি ৷ শুধু তাই নয়, এরপর এক পেট্রল পাম্পের সামনে গিয়েও বিক্ষোভ দেখানো হয় ৷ সেখানে এক হোর্ডিংয়ে কালো কালি লেপে দেওয়া হয় নরেন্দ্র মোদির মুখে ৷

ক্রমবর্ধমান পেট্রল-ডিজ়েলের দাম ৷ সেঞ্চুরি পার করেও স্বস্তি নেই, আরও মহার্ঘ্য হচ্ছে পেট্রল ৷ স্বাভাবিকভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরেও ৷ চাল, ডাল, পোস্তু, তেল-মশলা এবং সঙ্গে শাক-সবজিসহ মাছ, মাংসের দাম আকাশছোঁয়া । নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ৷ প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বাম-ডান উভয়পক্ষই । আজ সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি, ছাত্র সংগঠন এআইএসএফ ও যুব সংগঠন এআইওয়াইএফের কর্মীরা প্রতিবাদে পথে নামেন ।

জুতোর মালা পরিয়ে গরুর গাড়িতে চড়িয়ে ঘোরানো হচ্ছে নরেন্দ্র মোদির কুশপুতুল
জুতোর মালা পরিয়ে গরুর গাড়িতে চড়িয়ে ঘোরানো হচ্ছে নরেন্দ্র মোদির কুশপুতুল

আজ গরুর গাড়িতে করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল তৈরি করে গোটা খড়গপুর শহর পরিক্রমা করা হয় । এরপর স্থানীয় একটি পাম্পে গিয়ে সেখানে হাসিমুখে থাকা মোদির ফ্লেক্স ও ব্যানারে কালো কালি লেপে দেন তাঁরা । মোদির কুশপুতুলে জুতার মালা পরিয়ে দাহ করা হয় ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুশপুতুল দাহ করে সিপিআইয়ের জেলা সহ সম্পাদক আয়ুব আলি বলেন, "আচ্ছে দিন দেখানোর স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে মোদির সরকার । তাই এই প্রতিবাদ । মুখে বলছেন ডিজিটাল যুগ, ঘরে ঘরে উজালা যোজনার গ্যাস... অথচ গ্যাস পেট্রল-ডিজ়েলের দাম ক্রমবর্ধমান ৷ এদিকে নজর নেই কেন্দ্রের । নজর নেই রাজ্য সরকারেরও । আর এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই অতিমারি পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম । যার ফলে সাধারণ মানুষ খাবার কিনে খেতে পারছেন না । না খেতে পেয়ে মানুষকে মরতে হচ্ছে গ্রামেগঞ্জে।"

খড়গপুর, 18 জুলাই : পেট্রল ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কখনও গরুর গাড়িতে চড়ে প্রতিবাদ, কখনও বা অন্য কোনও উপায়ে ৷ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইরকম ছবি প্রকাশ্যে এসেছে ৷ আর এবার মোদির কুশপুতুলে জুতোর মালা পরিয়ে গরুর গাড়িতে চড়িয়ে ঘোরানো হল খড়গপুরে ৷ প্রায় এক কিলোমিটার পথ ধরে চলে এই প্রতিবাদ ৷ সৌজন্যে বাম শ্রমিক সংগঠন এআইটিইউসি ৷ শুধু তাই নয়, এরপর এক পেট্রল পাম্পের সামনে গিয়েও বিক্ষোভ দেখানো হয় ৷ সেখানে এক হোর্ডিংয়ে কালো কালি লেপে দেওয়া হয় নরেন্দ্র মোদির মুখে ৷

ক্রমবর্ধমান পেট্রল-ডিজ়েলের দাম ৷ সেঞ্চুরি পার করেও স্বস্তি নেই, আরও মহার্ঘ্য হচ্ছে পেট্রল ৷ স্বাভাবিকভাবে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরেও ৷ চাল, ডাল, পোস্তু, তেল-মশলা এবং সঙ্গে শাক-সবজিসহ মাছ, মাংসের দাম আকাশছোঁয়া । নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ৷ প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বাম-ডান উভয়পক্ষই । আজ সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি, ছাত্র সংগঠন এআইএসএফ ও যুব সংগঠন এআইওয়াইএফের কর্মীরা প্রতিবাদে পথে নামেন ।

জুতোর মালা পরিয়ে গরুর গাড়িতে চড়িয়ে ঘোরানো হচ্ছে নরেন্দ্র মোদির কুশপুতুল
জুতোর মালা পরিয়ে গরুর গাড়িতে চড়িয়ে ঘোরানো হচ্ছে নরেন্দ্র মোদির কুশপুতুল

আজ গরুর গাড়িতে করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল তৈরি করে গোটা খড়গপুর শহর পরিক্রমা করা হয় । এরপর স্থানীয় একটি পাম্পে গিয়ে সেখানে হাসিমুখে থাকা মোদির ফ্লেক্স ও ব্যানারে কালো কালি লেপে দেন তাঁরা । মোদির কুশপুতুলে জুতার মালা পরিয়ে দাহ করা হয় ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুশপুতুল দাহ করে সিপিআইয়ের জেলা সহ সম্পাদক আয়ুব আলি বলেন, "আচ্ছে দিন দেখানোর স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে মোদির সরকার । তাই এই প্রতিবাদ । মুখে বলছেন ডিজিটাল যুগ, ঘরে ঘরে উজালা যোজনার গ্যাস... অথচ গ্যাস পেট্রল-ডিজ়েলের দাম ক্রমবর্ধমান ৷ এদিকে নজর নেই কেন্দ্রের । নজর নেই রাজ্য সরকারেরও । আর এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই অতিমারি পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম । যার ফলে সাধারণ মানুষ খাবার কিনে খেতে পারছেন না । না খেতে পেয়ে মানুষকে মরতে হচ্ছে গ্রামেগঞ্জে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.