মেদিনীপুর, 19 জুলাই : বাম জমানায় যে পার্টি অফিসে সারাক্ষণ নেতা-কর্মী-সমর্থকদের ভিড় লেগে থাকত, সেই ভবন রক্ষণাবেক্ষণ-সহ অন্য়ান্য খরচ করতে গিয়ে হিমশিম খাচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (Communist Party of India) ৷ তাই সেই পার্টি অফিস ভাড়া দিল সিপিআই (CPI) ৷ কিছুটা অংশ ভাড়া দেওয়া হয়েছে ছাত্রী নিবাস হিসেবে ৷ আর একটি অংশতে হয়েছে ডায়গনেস্টিক সেন্টার ৷
এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) সদর শহর মেদিনীপুরে৷ সেখানকার রবীন্দ্রনগরে ওই পার্টি অফিস রয়েছে ৷ 1985 সালে ওই পার্টি অফিস তৈরি করা হয় ৷ ওই অফিস থেকেই বাম আমলে জেলার সংগঠন চালাত সিপিআই ৷ দলের জেলাস্তরের নেতারা ওই অফিসে নিয়মিত আসতেন ৷ রাজ্যস্তর বা কেন্দ্রীয় নেতারা এলেও ওই পার্টি অফিসে বসতেন ৷
কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে ৷ সমর্থন তো কমেছেই৷ একই সঙ্গে পার্টি কর্মীদের সংখ্যা কমেছে ৷ ফলে আয় কমেছে ৷ সে কথা স্বীকারও করে নিচ্ছেন সিপিআইয়ের পশ্চিম মেদিনীপুরেরর জেলা সম্পাদক অশোক সেন ৷ তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে পার্টির অবস্থা খারাপ । তাছাড়া এই দুটো পার্টি অফিস তদারকি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে । আগের মতো আর লেভি আদায় হয় না বা সেই পরিমাণে কর্মী সংখ্যা নেই । তাই দু’টো পার্টি অফিস চালাতে গিয়ে হিমশিম অবস্থা ।’’
সেই কারণেই আয় বৃদ্ধিতে পার্টি অফিস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিপিআইয়ের তরফে ৷ অশোক সেন বলেন, ‘‘জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে পার্টি অফিসের অর্ধেক মেয়েদের ছাত্রী নিবাস করা হয় এবং বাকি অর্ধেক ছেড়ে দেওয়া হয় ডাক্তারদের ভাড়া দেওয়ার জন্য । তাতে যে টাকা উঠে আসবে তাতে আমরা এই পার্টি অফিস সংরক্ষণ ও আগামিদিনে দলের কাজকর্ম চালাতে পারব ।’’ যদিও তিনি জানিয়েছেন, মেদিনীপুর শহরে সিপিআইয়ের দু’টো পার্টি অফিস রয়েছে ৷ তার মধ্যে একটি অফিসের কিছুটা অংশ ভাড়া দেওয়া হয়েছে ৷
সিপিআইয়ের এই সিদ্ধান্তের জেরে পশ্চিম মেদিনীপুরের জেলাজুড়ে আলোচনা শুরু হয়েছে ৷ কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা ৷ জেলা তৃণমূল (Trinamool Congress) সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘যারা একসময় দম্ভের মধ্য দিয়ে দল চালাত, যারা মানুষকে মানুষ হিসেবে মনে করত না, তাদের আজকে ক্ষমতা চলে যাওয়ায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । সংগঠন হারিয়ে স্বৈরাচারী বামেদের আজ নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার মুখে । এই অবস্থায় কর্মী-সমর্থক হারিয়ে তারা পার্টি অফিসগুলোকে বেচে দিতে চাইছে । তাই প্রস্তুতি হিসেবে তারা ভাড়া দিয়েছে পার্টি অফিসগুলি ।’’
আরও পড়ুন : CPIM: শিলিগুড়িতে সিপিএম ছেড়ে সিপিআই-তে কেন, কারণ খতিয়ে দেখার আশ্বাস সুজনের