শালবনি, 20 মে : শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চুরি হয়ে গেল করোনার 16 টি ভ্যাকসিন ৷ যখন চারিদিকে করোনার ভ্যাকসিনের আকাল, সেই সময় এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ ৷ পশ্চিমবঙ্গেও সংক্রমণ ফের মাথাচাড়া দিয়েছে ৷ আর এর মধ্যেই শুরু হয়েছে করোনার ভ্যাকসিনের আকাল ৷ পশ্চিম মেদিনীপুরও তার ব্যতিক্রম নয় ৷ রোজই কোনও না কোনও সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে করোনার ভ্যাকসিনের জন্য গোলমাল হচ্ছে ৷ সেখানে কীভাবে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ভ্যাকসিন চুরি যায়, উঠছে সেই প্রশ্ন ৷
জানা গিয়েছে যে ভ্যাকসিনের একটি ভায়ালে 10 জনকে ভ্যাকসিন দেওয়া হয় । সেই হিসেবে চুরি গিয়েছে 16 টি ভায়াল অর্থাৎ ভ্যাকসিনের 160 টি ডোজ় । এই ঘটনার কথা হাসপাতালের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে । এরপরই পুলিশ তদন্তে নামে এবং খতিয়ে দেখে বিভিন্ন জায়গায় । তারা বিভিন্ন জায়গায় খুঁজে দেখেন কিন্তু যদিও তারা ভ্যাকসিনের কোনও হদিশ পাননি ।
এদিকে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে সিসি ক্যামেরা বসানো নেই ৷ ফলে সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের সন্ধান করা হবে, সেটাও সম্ভব হচ্ছে না পুলিশের পক্ষে ৷ হাসপাতাল সুপার নন্দন বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চাননি । তিনি শুধু বলেন, ‘‘আমরা এরকম একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি । আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।’’
আরও পড়ুন : প্রথমবার রাজ্যে দৈনিক মৃত্যু পেরোল দেড়শো, স্বস্তি সুস্থতার হারে
এই বিষয়ে স্বাস্থ্য আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন ৷ কেউই প্রকাশ্যে বলতে রাজি হননি । তবে ভ্যাকসিন যে চুরি হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই ।