ETV Bharat / state

কোরোনা এড়াতে IIT খড়গপুরের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত - Iit kgp,korona,kgp panic,iit

কোরোনা ভাইরাস এড়াতে 2020 সালের 31 মার্চ অবধি সতর্কতামূলক ব্যবস্থা IIT খড়গপুরে ৷

কোরোনার হুমকি এড়াতে IIT খড়গপুর অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত
কোরোনার হুমকি এড়াতে IIT খড়গপুর অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত
author img

By

Published : Mar 13, 2020, 10:25 PM IST

Updated : Mar 13, 2020, 11:04 PM IST

খড়গপুর, 13 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা IIT খড়গপুরে ৷ 2020 সালের 31 মার্চ অবধি অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করল বিশ্ববিদ্যালয় ৷ ক্যাম্পাসের শিক্ষার্থী ও বাসিন্দাদের ক্যাম্পাসের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে ৷

2020 সালের 31মার্চ অবধি সতর্কতামূলক ব্যবস্থা জারি করল IIT খড়গপুর আকাডেমি ৷ ক্যাম্পাসের শিক্ষার্থী ও বাসিন্দাদের ক্যাম্পাসের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে । ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের বাড়িতে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । নিরাপত্তা কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণ করবেন । শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের কোর্সগুলির জন্য অনলাইন সুবিধা গ্রহণ করতে সক্ষম হবে । পরীক্ষাগার কোর্স পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ।

k
IIT খড়গপুরের নির্দেশিকা

এই সময়ের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করার জন্য NCOV / CVID অ্যাডভাইজা়রি জারি করা হয়েছে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়েছে । ক্যাম্পাস স্কুলগুলিতে অ্যাকাডেমিক কার্যক্রমও পূর্বোক্ত সময়ের জন্য স্থগিত থাকবে । কোনও বড় জনসমাবেশও এই সময়ের মধ্যে স্থগিত থাকবে । সমস্ত সেমিনার, সম্মেলন এবং কর্মশালা পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত স্থগিত করা হয়েছে । হেল্প লাইন নম্বর হলো - IIT খড়গপুর BC রায় প্রযুক্তি হাসপাতাল হেল্পডেস্ক: 03222-281007, 281008, 281009

তবে 31 মার্চের পর আর কত দিন বন্ধ থাকবে অ্যাকাডেমি সে বিষয়ে কোনও সঠিক উত্তর দিতে পারেনি খড়গপুর IIT ৷

খড়গপুর, 13 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা IIT খড়গপুরে ৷ 2020 সালের 31 মার্চ অবধি অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করল বিশ্ববিদ্যালয় ৷ ক্যাম্পাসের শিক্ষার্থী ও বাসিন্দাদের ক্যাম্পাসের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে ৷

2020 সালের 31মার্চ অবধি সতর্কতামূলক ব্যবস্থা জারি করল IIT খড়গপুর আকাডেমি ৷ ক্যাম্পাসের শিক্ষার্থী ও বাসিন্দাদের ক্যাম্পাসের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে । ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের বাড়িতে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । নিরাপত্তা কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণ করবেন । শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের কোর্সগুলির জন্য অনলাইন সুবিধা গ্রহণ করতে সক্ষম হবে । পরীক্ষাগার কোর্স পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ।

k
IIT খড়গপুরের নির্দেশিকা

এই সময়ের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করার জন্য NCOV / CVID অ্যাডভাইজা়রি জারি করা হয়েছে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়েছে । ক্যাম্পাস স্কুলগুলিতে অ্যাকাডেমিক কার্যক্রমও পূর্বোক্ত সময়ের জন্য স্থগিত থাকবে । কোনও বড় জনসমাবেশও এই সময়ের মধ্যে স্থগিত থাকবে । সমস্ত সেমিনার, সম্মেলন এবং কর্মশালা পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত স্থগিত করা হয়েছে । হেল্প লাইন নম্বর হলো - IIT খড়গপুর BC রায় প্রযুক্তি হাসপাতাল হেল্পডেস্ক: 03222-281007, 281008, 281009

তবে 31 মার্চের পর আর কত দিন বন্ধ থাকবে অ্যাকাডেমি সে বিষয়ে কোনও সঠিক উত্তর দিতে পারেনি খড়গপুর IIT ৷

Last Updated : Mar 13, 2020, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.