ETV Bharat / state

কোরোনার কারণে স্থগিত চন্দ্রকোনার নবকুঞ্জ মেলা - কোরোনাভাইরাস খবর

বাংলার 1357 সাল থেকে চলে আসা চন্দ্রকোনার নবকুঞ্জ মেলা বন্ধ হতে চলেছে ৷ সরকারের নির্দেশে জনসমাগমে রাশ টানতেই মেলা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ৷

chandrakona
চন্দ্রকোনা
author img

By

Published : Mar 19, 2020, 2:14 PM IST

Updated : Mar 19, 2020, 3:09 PM IST

মেদিনীপুর,19 ই মার্চ : মেলায় প্রচুর জনসমাগম হতে পারে ভেবে স্থগিত করা হলও চন্দ্রকোনার প্রাচীন ঐতিহ্যর নবকুঞ্জ মেলা ৷ সরকারের নির্দেশ মেনে আপাতত ভিড় এড়িয়ে চলার কথা মাথায় রেখেই মেলা কর্তৃপক্ষ এই ফতোয়া জারি করছেন ৷ যদিও জেলা প্রশাসনকে এই বিষয়ে এখনও কিছু জানান হয়নি ৷

বাংলার 1357 সাল থেকে চলে আসছে চন্দ্রকোনার নবকুঞ্জ মেলা ৷ চন্দ্রকোনা পৌরসভার 5 নং ওয়ার্ডে ন'দিন ব্যাপী চলে এই মেলা ৷ হিন্দু- মুসলমান সহ সব সম্প্রদায়ের মানুষজন এই মেলার সাথে যুক্ত ৷ তাই এই মেলাকে এলাকার লোকজন সম্প্রীতির মেলা বলেন ৷ এই সম্প্রীতির মেলাতেই বাধ সাধলো covid - 19 l

মেলা কমিটির তরফে জানান হয় , কোরোনা ভাইরাসের জেরে জনসমাগম এড়াতে স্থগিত করা হলো চন্দ্রকোনার প্রাচীন ঐতিহ্যর নবকুঞ্জ মেলা ৷ মেলা কমিটির বৈঠকে নিজেরাই সিদ্ধান্ত নেন আপাতত মেলা স্থগিত রাখার ৷ এই বিষয়ে প্রশাসনকেও জানিয়ে দেওয়া হবে বলে ৷

প্রতিবছর এই মেলা মূলত শুরু হয় চৈত্র মাসের 13 তারিখ থেকে ৷ সেই মতেই হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি মেলা শুরু হতে ৷ সেই কারণে ইতিমধ্যেই মেলা চত্বরে দোকানের স্টল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল ৷ এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তাই মুখভার স্থানীয় থেকে মেলা প্রেমী উৎসুক মানুষের ৷ কারণ এই মেলার সঙ্গে অনেকের রুজি রোজগার জড়িত ৷ তাই বলাই যেতে পারে সম্প্রীতির পাশাপাশি আয়ের পথ বন্ধ হয়ে গেল চন্দ্রকোনায় ৷

মেদিনীপুর,19 ই মার্চ : মেলায় প্রচুর জনসমাগম হতে পারে ভেবে স্থগিত করা হলও চন্দ্রকোনার প্রাচীন ঐতিহ্যর নবকুঞ্জ মেলা ৷ সরকারের নির্দেশ মেনে আপাতত ভিড় এড়িয়ে চলার কথা মাথায় রেখেই মেলা কর্তৃপক্ষ এই ফতোয়া জারি করছেন ৷ যদিও জেলা প্রশাসনকে এই বিষয়ে এখনও কিছু জানান হয়নি ৷

বাংলার 1357 সাল থেকে চলে আসছে চন্দ্রকোনার নবকুঞ্জ মেলা ৷ চন্দ্রকোনা পৌরসভার 5 নং ওয়ার্ডে ন'দিন ব্যাপী চলে এই মেলা ৷ হিন্দু- মুসলমান সহ সব সম্প্রদায়ের মানুষজন এই মেলার সাথে যুক্ত ৷ তাই এই মেলাকে এলাকার লোকজন সম্প্রীতির মেলা বলেন ৷ এই সম্প্রীতির মেলাতেই বাধ সাধলো covid - 19 l

মেলা কমিটির তরফে জানান হয় , কোরোনা ভাইরাসের জেরে জনসমাগম এড়াতে স্থগিত করা হলো চন্দ্রকোনার প্রাচীন ঐতিহ্যর নবকুঞ্জ মেলা ৷ মেলা কমিটির বৈঠকে নিজেরাই সিদ্ধান্ত নেন আপাতত মেলা স্থগিত রাখার ৷ এই বিষয়ে প্রশাসনকেও জানিয়ে দেওয়া হবে বলে ৷

প্রতিবছর এই মেলা মূলত শুরু হয় চৈত্র মাসের 13 তারিখ থেকে ৷ সেই মতেই হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি মেলা শুরু হতে ৷ সেই কারণে ইতিমধ্যেই মেলা চত্বরে দোকানের স্টল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল ৷ এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তাই মুখভার স্থানীয় থেকে মেলা প্রেমী উৎসুক মানুষের ৷ কারণ এই মেলার সঙ্গে অনেকের রুজি রোজগার জড়িত ৷ তাই বলাই যেতে পারে সম্প্রীতির পাশাপাশি আয়ের পথ বন্ধ হয়ে গেল চন্দ্রকোনায় ৷

Last Updated : Mar 19, 2020, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.