ETV Bharat / state

পটগানের মাধ্যমে কোরোনা সচেতনতা

author img

By

Published : Mar 30, 2020, 8:39 PM IST

কোরোনা সচেতনতায় পটগান বাঁধল পশ্চিম মেদিনীপুরের পিংলার পটপাড়া । গানটি লিখেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পটচিত্রশিল্পী গুরুপদ চিত্রকর ।

image
ছবি

পিংলা, 30 মার্চ : কোরোনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের তরফে নানাভাবে সচেতন করা হচ্ছে। পিছিয়ে নেই স্থানীয় প্রশাসনও । কোথাও পথনাটক হচ্ছে । কোথাও বা গুপি-বাঘা সেজে গান বেঁধে সচেনতার বার্তা প্রচার করছে খুদেরা । এগিয়ে আসছেন জেলার লোকশিল্পীরাও । এবার সাধারণের কাছে আরও সহজভাবে সচেতনতার বার্তা পৌঁছে দিতে গান বাঁধল পশ্চিম মেদিনীপুরের পিংলার পটপাড়া । পট আঁকতে আঁকতে নয়াগ্রামের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গুরুপদ চিত্রকর গেয়ে ফেললেন একটি সচেতনতামূলক গান । তাঁর উদ্দেশ্য, এই গানের মাধ্যমে স্থানীয়দের বর্তমান পরিস্থিতি বোঝানো ও তাঁরা যাতে বাইরে না বের হন সে বিষয়ে সতর্ক করা।

কোরোনা থাবায় কাঁপছে বিশ্ব । মৃত প্রায় 30,000 । 6 লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা । এদেশেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । 29 জনের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রের তরফে বারবার নানাভাবে সচেতন করা হচ্ছে মানুষজনকে। সদাতৎপর পুলিশ ও স্থানীয় প্রশাসন । অনেক জেলায় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার তরফে পথনাটিকার মাধ্যমে বা স্থানীয় জনপ্রিয় লোকমাধ্যমগুলির মধ্য দিয়ে প্রচার অভিযান চালানো হচ্ছে । এবার পিংলার পটপাড়া পটশিল্পীরা গ্রামের সাধারণ মানুষকে বোঝাতে রচনা করলেন পটগান ।

গানটি লিখেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পটচিত্রশিল্পী গুরুপদ চিত্রকর । গ্রামের মানুষজন এই সময় কী করবেন,কী করবেন না, তা বলা হয়েছে এই গানে । তারা যেন কোনও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হন, সেই সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে । এই সময় বাইরের লোকজনের প্রবেশ নিষিদ্ধ গ্রামে। সেই বার্তা দিয়েও গ্রামে ঢোকার মুখে রাস্তার উপরে একটি ব্যানার দিয়েছেন পটচিত্রশিল্পীরা । সবমিলিয়ে, পুলিশ প্রশাসন থেকে শিল্পী ও সাধারণ মানুষ এক হয়ে লড়ছেন কোরোনা যুদ্ধে ।

পিংলা, 30 মার্চ : কোরোনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের তরফে নানাভাবে সচেতন করা হচ্ছে। পিছিয়ে নেই স্থানীয় প্রশাসনও । কোথাও পথনাটক হচ্ছে । কোথাও বা গুপি-বাঘা সেজে গান বেঁধে সচেনতার বার্তা প্রচার করছে খুদেরা । এগিয়ে আসছেন জেলার লোকশিল্পীরাও । এবার সাধারণের কাছে আরও সহজভাবে সচেতনতার বার্তা পৌঁছে দিতে গান বাঁধল পশ্চিম মেদিনীপুরের পিংলার পটপাড়া । পট আঁকতে আঁকতে নয়াগ্রামের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গুরুপদ চিত্রকর গেয়ে ফেললেন একটি সচেতনতামূলক গান । তাঁর উদ্দেশ্য, এই গানের মাধ্যমে স্থানীয়দের বর্তমান পরিস্থিতি বোঝানো ও তাঁরা যাতে বাইরে না বের হন সে বিষয়ে সতর্ক করা।

কোরোনা থাবায় কাঁপছে বিশ্ব । মৃত প্রায় 30,000 । 6 লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা । এদেশেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । 29 জনের মৃত্যু হয়েছে । এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রের তরফে বারবার নানাভাবে সচেতন করা হচ্ছে মানুষজনকে। সদাতৎপর পুলিশ ও স্থানীয় প্রশাসন । অনেক জেলায় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার তরফে পথনাটিকার মাধ্যমে বা স্থানীয় জনপ্রিয় লোকমাধ্যমগুলির মধ্য দিয়ে প্রচার অভিযান চালানো হচ্ছে । এবার পিংলার পটপাড়া পটশিল্পীরা গ্রামের সাধারণ মানুষকে বোঝাতে রচনা করলেন পটগান ।

গানটি লিখেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পটচিত্রশিল্পী গুরুপদ চিত্রকর । গ্রামের মানুষজন এই সময় কী করবেন,কী করবেন না, তা বলা হয়েছে এই গানে । তারা যেন কোনও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হন, সেই সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে । এই সময় বাইরের লোকজনের প্রবেশ নিষিদ্ধ গ্রামে। সেই বার্তা দিয়েও গ্রামে ঢোকার মুখে রাস্তার উপরে একটি ব্যানার দিয়েছেন পটচিত্রশিল্পীরা । সবমিলিয়ে, পুলিশ প্রশাসন থেকে শিল্পী ও সাধারণ মানুষ এক হয়ে লড়ছেন কোরোনা যুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.