ETV Bharat / state

Paschim Medinipur News: পুলিশ-প্রশাসনের আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠান বয়কট মুসলিম কমিটির - Paschim Medinipur News

পুলিশ ও পৌরসভার উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক পশ্চিম মেদিনীপুরে (Govt felicitation programme in Paschim Medinipur) ৷

Etv Bharat
সম্মাননা প্রদান অনুষ্ঠান বয়কট মুসলিম কমিটির
author img

By

Published : Dec 18, 2022, 6:07 PM IST

Updated : Dec 18, 2022, 6:17 PM IST

মেদিনীপুর, 18 ডিসেম্বর: পুলিশ ও পৌরসভার উদ্যোগে মহরম শোভাযাত্রা সম্মান থেকে বাদ পড়েছে মেদিনীপুর মুসলিম কমিটি ৷ এই অভিযোগকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের জেলা রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক ৷ শনিবার এই অনুষ্ঠান বয়কট করে মুসলিম কমিটি ৷ তারা সাফ জানিয়ে দিয়েছে দান-খয়রাতি নিয়ে আর বাঁচতে চায় না । এই ঘটনায় বিরোধীদের পাশাপাশি ক্ষোভ খোদ শাসক দলেও (controversy sparks with Govt felicitation programme in Paschim Medinipur)।

শনিবার সন্ধ্যেবেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এবছরের দুর্গা পুজোর শ্রেষ্ঠ পুজো কমিটিকে শারদ সম্মান, কার্নিভালের সঙ্গে বিভিন্ন কাফেলা ও মুসলিম কমিটির সুষ্ঠুভাবে আখড়া পরিদর্শনকে মহরম শোভাযাত্রা সম্মানে ভূষিত করার একটি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও মেদিনীপুর পৌরসভা (Govt felicitation programme in Paschim Medinipur) ।

কিন্তু মেদিনীপুর কলেজ মাঠে এই অনুষ্ঠান শুরুর আগেই বিতর্ক শুরু হয় এই অনুষ্ঠান ঘিরে । কারণ মুসলিম কমিটি অভিযোগ করে, তারা সুষ্ঠুভাবে মহরম পরিচালনা করলেও তারা এই অনুষ্ঠানে ডাক পায়নি । ডাক পায়নি মহরম কমিটির সম্মানেও । এরপরেই এই সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয় তারা এই অনুষ্ঠান বয়কট করছে । সংগঠনের অভিযোগ, মুসলিম কমিটি শহর এবং জেলাজুড়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্রশাসন ও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । তারা 24 ঘণ্টা দিনে রাতে কাজ করে শহরের নিরাপত্তার জন্য হাজির থাকে অথচ এই সম্মানে তারা কোনভাবেই ডাক পায়নি প্রশাসন অথবা পৌরসভা থেকে । তাই দান খয়রাতিতে তারা আর বাঁচতে চায় না ৷

আরও পড়ুন: বঙ্গে লাল ঝাণ্ডার বৃদ্ধিতেই মমতা-অমিত সাক্ষাৎ, মন্তব্য সেলিমের

মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান জানান, যে অনুষ্ঠানের সম্মান আজকে দেওয়া হচ্ছে সেই অনুষ্ঠানের আখড়াতে বিগত দিনে তারা প্রশাসন ও পৌরসভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছে । কিন্তু এদিনের অনুষ্ঠানে তাদের ডাকা হয়নি ৷ তাঁর কথায়,"আমাদের মনে হয় বিভাজনের রাজনীতি করছে প্রশাসন । তাই আমরা এই অনুষ্ঠানকে বয়কট করলাম ।" এই ঘটনায় ক্ষোভ রয়েছে খোদ শাসকদলের মধ্যে । বিভাজনের রাজনীতি না করে, ভুল শুধরে নেওয়া উচিত বলেও মনে করেন তিনি ৷

যদিও এই নিয়ে পৌরসভা বা পুলিশ থেকে কোনরূপ প্রতিক্রিয়া জানানো হয়নি । মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ ৷ এই বিতর্ককে উসকে দিয়েছে বিরোধী বিজেপিও । বিজেপি জেলা মুখপত্র অরূপ দাস বলেন,"এই বিভাজনের রাজনীতি করে চলছে শাসকদল । আজকে নয় চিরদিনের । বর্তমানের এই মুসলিম সমাজ তা বুঝতে পেরেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই । আমরা যেমন দুর্গা পুজোর শারদ সম্মানের বিরোধী, তেমনি আবার মুসলিমদের মহরম আখড়া সম্মানেরও বিরোধী ।"

মেদিনীপুর, 18 ডিসেম্বর: পুলিশ ও পৌরসভার উদ্যোগে মহরম শোভাযাত্রা সম্মান থেকে বাদ পড়েছে মেদিনীপুর মুসলিম কমিটি ৷ এই অভিযোগকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের জেলা রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক ৷ শনিবার এই অনুষ্ঠান বয়কট করে মুসলিম কমিটি ৷ তারা সাফ জানিয়ে দিয়েছে দান-খয়রাতি নিয়ে আর বাঁচতে চায় না । এই ঘটনায় বিরোধীদের পাশাপাশি ক্ষোভ খোদ শাসক দলেও (controversy sparks with Govt felicitation programme in Paschim Medinipur)।

শনিবার সন্ধ্যেবেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এবছরের দুর্গা পুজোর শ্রেষ্ঠ পুজো কমিটিকে শারদ সম্মান, কার্নিভালের সঙ্গে বিভিন্ন কাফেলা ও মুসলিম কমিটির সুষ্ঠুভাবে আখড়া পরিদর্শনকে মহরম শোভাযাত্রা সম্মানে ভূষিত করার একটি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও মেদিনীপুর পৌরসভা (Govt felicitation programme in Paschim Medinipur) ।

কিন্তু মেদিনীপুর কলেজ মাঠে এই অনুষ্ঠান শুরুর আগেই বিতর্ক শুরু হয় এই অনুষ্ঠান ঘিরে । কারণ মুসলিম কমিটি অভিযোগ করে, তারা সুষ্ঠুভাবে মহরম পরিচালনা করলেও তারা এই অনুষ্ঠানে ডাক পায়নি । ডাক পায়নি মহরম কমিটির সম্মানেও । এরপরেই এই সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয় তারা এই অনুষ্ঠান বয়কট করছে । সংগঠনের অভিযোগ, মুসলিম কমিটি শহর এবং জেলাজুড়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্রশাসন ও পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । তারা 24 ঘণ্টা দিনে রাতে কাজ করে শহরের নিরাপত্তার জন্য হাজির থাকে অথচ এই সম্মানে তারা কোনভাবেই ডাক পায়নি প্রশাসন অথবা পৌরসভা থেকে । তাই দান খয়রাতিতে তারা আর বাঁচতে চায় না ৷

আরও পড়ুন: বঙ্গে লাল ঝাণ্ডার বৃদ্ধিতেই মমতা-অমিত সাক্ষাৎ, মন্তব্য সেলিমের

মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান জানান, যে অনুষ্ঠানের সম্মান আজকে দেওয়া হচ্ছে সেই অনুষ্ঠানের আখড়াতে বিগত দিনে তারা প্রশাসন ও পৌরসভার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছে । কিন্তু এদিনের অনুষ্ঠানে তাদের ডাকা হয়নি ৷ তাঁর কথায়,"আমাদের মনে হয় বিভাজনের রাজনীতি করছে প্রশাসন । তাই আমরা এই অনুষ্ঠানকে বয়কট করলাম ।" এই ঘটনায় ক্ষোভ রয়েছে খোদ শাসকদলের মধ্যে । বিভাজনের রাজনীতি না করে, ভুল শুধরে নেওয়া উচিত বলেও মনে করেন তিনি ৷

যদিও এই নিয়ে পৌরসভা বা পুলিশ থেকে কোনরূপ প্রতিক্রিয়া জানানো হয়নি । মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ ৷ এই বিতর্ককে উসকে দিয়েছে বিরোধী বিজেপিও । বিজেপি জেলা মুখপত্র অরূপ দাস বলেন,"এই বিভাজনের রাজনীতি করে চলছে শাসকদল । আজকে নয় চিরদিনের । বর্তমানের এই মুসলিম সমাজ তা বুঝতে পেরেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই । আমরা যেমন দুর্গা পুজোর শারদ সম্মানের বিরোধী, তেমনি আবার মুসলিমদের মহরম আখড়া সম্মানেরও বিরোধী ।"

Last Updated : Dec 18, 2022, 6:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.