ETV Bharat / state

Cockroach in Mid-Day Meal: চন্দ্রকোনায় মিড-ডে মিলের খিচুড়িতে আরশোলা

এবার চন্দ্রকোনায় মিড-ডে মিলের খিচুড়িতে আরশোলা (Cockroach in Mid-Day Meal) পাওয়ার অভিযোগ ৷ ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি ৷ খবর পেয়ে সেখানে পৌঁছে যান জয়েন্ট বিডিও ৷

author img

By

Published : Jan 31, 2023, 7:08 PM IST

Updated : Jan 31, 2023, 8:02 PM IST

Cockroach in Mid-Day Meal ETV BHARAT
Cockroach in Mid-Day Meal ETV BHARAT
চন্দ্রকোনায় মিড-ডে মিলের খিচুড়িতে আরশোলা থাকার অভিযোগ

চন্দ্রকোনা 31, জানুয়ারি: মিড-ডে মিলের খাবার নিয়ে ফের অভিযোগ ৷ সাপের পর এবার খাবারে মিলল আরশোলা (Cockroach at Mid-Day Meal in Chandrakona) ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোনায় ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷ যদিও, এই ঘটনায় মিড-ডে মিল রান্নার দায়িত্বে থাকা রাঁধুনি নিজের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন ৷ ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে যান জয়েন্ট বিডিও ৷ তিনি জানিয়েছেন, কেন এমনটা ঘটল, তা তদন্ত করে দেখা হবে ৷

মিড-ডে মিলের খাবার মান নিয়ে অভিযোগ উঠেছিল আগেও ৷ মিড-ডে মিলের খাবারে টিকটিকি-সাপ পাওয়ার অভিযোগ উঠেছিল ৷ এমনকি কেন্দ্রীয় খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রকের এই প্রকল্পে টাকা নয়ছয়ের অভিযোগও উঠেছে ৷ সেই সব অভিযোগের তদন্তে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে ৷ বর্তমানে একটি প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর জেলাতেই রয়েছে ৷ আর সেখানেই 2 ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড-ডে মিলের খিচুড়িতে আরশোলা পাওয়ার অভিযোগ উঠল ৷

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা সুমন রায়ের ছেলে ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে ৷ সুমন অভিযোগ করেছেন, তাঁর ছেলের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মিড-ডে মিলের খিচুড়ি নিয়ে গিয়েছিলেন ৷ বাড়িতে গিয়ে টিফিন বক্স খুলতেই দেখ যায় খিচুড়ির মধ্যে আস্ত একটি আরশোলা ৷ সেই খাবার নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখান সুমন রায় ৷ এর পরেই কেন্দ্রের সহায়িকা এবং রাঁধুনি স্কুলের অন্যান্য বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে মিড-ডে মিলের খিচুড়ি না-খাওয়ার কথা জানিয়ে আসেন ৷

আরও পড়ুন: ময়ূরেশ্বরে মিড-ডে মিলের বালতিতে মৃত সাপ, অসুস্থ 20 পড়ুয়া

পরে ধামকুড়িয়া এলাকায় ক্ষুব্ধ অভিভাবক এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখান ৷ যদিও, এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা কাকলি চক্রবর্তী বলেন, ‘খিচুড়িতে আরশোলার কথা এক অভিভাবক জানিয়েছেন ৷ আমরা ভুল শিকার করে নিয়েছি ৷ ভুলবশত এই ঘটনা ঘটতে পারে ৷ তবে, আমরা তড়িঘড়ি বাড়ি বাড়ি গিয়ে ওই খাবার না-খাওয়ার কথা জানিয়ে এসেছি ৷’’ খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছান চন্দ্রকোনা 2 ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া ৷ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ৷

চন্দ্রকোনায় মিড-ডে মিলের খিচুড়িতে আরশোলা থাকার অভিযোগ

চন্দ্রকোনা 31, জানুয়ারি: মিড-ডে মিলের খাবার নিয়ে ফের অভিযোগ ৷ সাপের পর এবার খাবারে মিলল আরশোলা (Cockroach at Mid-Day Meal in Chandrakona) ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোনায় ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷ যদিও, এই ঘটনায় মিড-ডে মিল রান্নার দায়িত্বে থাকা রাঁধুনি নিজের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন ৷ ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে যান জয়েন্ট বিডিও ৷ তিনি জানিয়েছেন, কেন এমনটা ঘটল, তা তদন্ত করে দেখা হবে ৷

মিড-ডে মিলের খাবার মান নিয়ে অভিযোগ উঠেছিল আগেও ৷ মিড-ডে মিলের খাবারে টিকটিকি-সাপ পাওয়ার অভিযোগ উঠেছিল ৷ এমনকি কেন্দ্রীয় খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রকের এই প্রকল্পে টাকা নয়ছয়ের অভিযোগও উঠেছে ৷ সেই সব অভিযোগের তদন্তে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে ৷ বর্তমানে একটি প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর জেলাতেই রয়েছে ৷ আর সেখানেই 2 ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড-ডে মিলের খিচুড়িতে আরশোলা পাওয়ার অভিযোগ উঠল ৷

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা সুমন রায়ের ছেলে ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে ৷ সুমন অভিযোগ করেছেন, তাঁর ছেলের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মিড-ডে মিলের খিচুড়ি নিয়ে গিয়েছিলেন ৷ বাড়িতে গিয়ে টিফিন বক্স খুলতেই দেখ যায় খিচুড়ির মধ্যে আস্ত একটি আরশোলা ৷ সেই খাবার নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখান সুমন রায় ৷ এর পরেই কেন্দ্রের সহায়িকা এবং রাঁধুনি স্কুলের অন্যান্য বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে মিড-ডে মিলের খিচুড়ি না-খাওয়ার কথা জানিয়ে আসেন ৷

আরও পড়ুন: ময়ূরেশ্বরে মিড-ডে মিলের বালতিতে মৃত সাপ, অসুস্থ 20 পড়ুয়া

পরে ধামকুড়িয়া এলাকায় ক্ষুব্ধ অভিভাবক এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখান ৷ যদিও, এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা কাকলি চক্রবর্তী বলেন, ‘খিচুড়িতে আরশোলার কথা এক অভিভাবক জানিয়েছেন ৷ আমরা ভুল শিকার করে নিয়েছি ৷ ভুলবশত এই ঘটনা ঘটতে পারে ৷ তবে, আমরা তড়িঘড়ি বাড়ি বাড়ি গিয়ে ওই খাবার না-খাওয়ার কথা জানিয়ে এসেছি ৷’’ খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছান চন্দ্রকোনা 2 ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া ৷ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ৷

Last Updated : Jan 31, 2023, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.