মেদিনীপুর, 17 মে : প্রশাসনিক বৈঠক থেকে আইসিদের নির্দেশ এলাকার অতিথি আরএসএস প্রধানকে মিষ্টি খাওয়ানোর । পাশাপাশি সতর্কীকরণ, বেশি বাড়াবাড়ি করলে ওরা পেয়ে বসে, তাই খেয়াল রাখবেন যাতে এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা না-করে ৷ দু'দিনের মেদিনীপুর সফরে এসে আরএসএস প্রধানকে মিষ্টি খাওয়ানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata at Midnapore)।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় টার্মে ক্ষমতায় আসার পর এই প্রথম দু'দিনের সফরে জঙ্গলমহলে এলেন । এদিন অর্থাৎ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তিনি জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি সদনে একটি প্রশাসনিক বৈঠকের উপস্থিত হন । সেখানে প্রশাসনিক আধিকারিকদের বৈঠকের মাঝে আইসি এবং তাঁর নিজের দলের এমএলএ-দের এই নির্দেশ দিয়ে বসেন । তিনি বৈঠকের মধ্যে কেশিয়াড়ির পুলিশ আইসি কে দাঁড়াতে বলেন ।
আরও পড়ুন : চারদিনের সফরে বাংলায় আসছেন মোহন ভাগবত, খোঁজ নেবেন বিজেপির সংগঠনের
তিনি জানান, কেশিয়াড়িতে শুনেছি আরএসএস প্রধান মোহন ভাগবত এসেছেন 17 থেকে 20 তারিখ তিনদিনের জন্য । এই খবরটা আপনার কাছে আছে তো এটাও তিনি জানতে চান । এরপর আইসি কে বলেন ওদের খাতির যত্ন করবেন, মিষ্টি খাওয়াবেন কিন্তু বেশি আবার ভালবাসতে যাবেন না । তাহলে ওরা পিছনে পড়ে যাবে । তাছাড়া ভাল করে সতর্ক ও সচেতন থাকবেন ৷ খেয়াল রাখবেন যাতে এলাকায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা না করে । আইসির পাশাপাশি তিনি এলাকার বিধায়কদেরও এই নির্দেশ দেন ।
এদিনের সভার পর মমতা বন্দ্যোপাধ্যায় সার্কিট হাউসে রাত কাটাবেন ৷ আগামিকাল কলেজ মাঠে সভা করবেন ৷ এরপর সেখানে সভা করে সোজা হেলিকপ্টারে করে উড়ে যাবেন জঙ্গলমহল ঝাড়গ্রামে সভা করার উদ্দেশ্যে ।