ETV Bharat / state

Chandrakona School Dropout : স্কুলছুটদের ক্লাসে ফেরাতে দুয়ারে সহপাঠীরা - চন্দ্রকোণায় স্কুলছুটদের নিয়ে সমস্যা

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের টুকুরিয়া রামকৃষ্ণ হাইস্কুল ৷ স্কুল খুললেও ফেরেনি সব পড়ুয়া ৷ তাই স্কুলছুটদের (Chandrakona School Dropout) ক্লাসে ফেরাতে উদ্যোগী হল সহপাঠীরা ৷ বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে স্কুলে আসতে বলল তারা ৷ সাড়া দিল স্কুলছুটরাও ৷ দিল স্কুলে ফেরার প্রতিশ্রুতি ৷

classmates extend help to solve school dropout problem in chandrakona
Chandrakona School Dropout : স্কুলছুটদের ক্লাসে ফেরাতে দুয়ারে সহপাঠীরা
author img

By

Published : Dec 9, 2021, 9:37 PM IST

চন্দ্রকোণা, 9 ডিসেম্বর : স্কুল খুলে গেলেও ভরছে না ক্লাসরুম ৷ তাই স্কুলছুটদের (Chandrakona School Dropout) ক্লাসে ফেরাতে তাদের দুয়ারে পৌঁছে গেলেন শিক্ষকরা ৷ সঙ্গে গেল পড়ুয়ারাও ৷ সহপাঠীরা যাতে আর বাড়িতে বসে না থাকে, তাদের কাছে সেই আবেদন রাখল ছাত্রছাত্রীরা ৷ বন্ধুদের ডাকে সাড়া দিয়ে স্কুলে ফেরার প্রতিশ্রুতি দিল বাকিরাও ৷ এই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ৷

আরও পড়ুন : স্কুলছুট, বাল্যবিবাহ প্রতিরোধে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালুর আর্জি

কুঁয়াপুরের টুকুরিয়া রামকৃষ্ণ হাইস্কুল ৷ রাজ্যজুড়ে স্কুল খোলার পর্ব শুরু হতেই ক্লাসে ফিরেছে অধিকাংশ পড়ুয়া ৷ তবুও বেশ কিছু ছাত্রছাত্রী এখনও নিয়মিত স্কুলে আসছে না ৷ তাদের ফেরাতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন স্কুলের শিক্ষক, শিক্ষিকারা ৷ পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেছেন তাঁরা ৷ কিন্তু তাতে লাভ হয়নি বিশেষ ৷

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সহপাঠীদের বাড়িতে পৌঁছে যায় স্কুলের বাকি ছাত্রছাত্রীরা ৷ বন্ধুদের হাত ধরে তাদের স্কুলে এসে ক্লাস করার আবেদন জানায় তারা ৷ কথা বলে অভিভাবকদের সঙ্গেও ৷ তাতে কাজ হয় ৷ স্কুলছুটরা স্কুলে না আসার নানা কারণ দেখালেও বন্ধুদের অনুরোধ ফেলতে পারেনি ৷ তারা জানিয়েছে, শুক্রবার থেকেই সকলে নিয়মিত স্কুলে যাবে ৷ তাদের বাবা-মায়েরাও একই আশ্বাস দিয়েছেন ৷

স্কুলছুটদের দুয়ারে সহপাঠীরা ৷

আরও পড়ুন : Covid Effect On Schools : স্কুল খুললেও কি ক্লাসে ফিরবে স্কুলছুটরা ?

প্রসঙ্গত, প্রাথমিকভাবে শুধুমাত্র নবম ও দশম শ্রেণিতে পঠনপাঠন শুরু হয়েছে ৷ কুঁয়াপুরের টুকুরিয়া রামকৃষ্ণ হাইস্কুলের নবম শ্রেণিতে ছাত্রছাত্রীর সংখ্যা 12 এবং দশম শ্রেণিতে পড়ে 28 জন ৷ স্কুলে শিক্ষক, শিক্ষিকা রয়েছেন মোট ন’জন ৷ গত 16 নভেম্বর স্কুল খুললেও সব পড়ুয়া ক্লাসে ফেরেনি ৷ ফলে পড়াশোনার ক্ষতি যেমন হচ্ছে, তেমনই রেজিস্ট্রেশন-সহ অন্যান্য প্রশাসনিক কাজেও জটিলতা তৈরি হয়েছে ৷ ফলে বিপাকে পড়ছে স্কুল কর্তৃপক্ষ ৷ এই অবস্থায় শিক্ষক, শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছে পড়ুয়ারাই ৷ তারা যেভাবে সহপাঠীদের ফেরাতে উদ্যোগ নিয়েছে তাতে খুশি শিক্ষক, শিক্ষিকারা ৷ ভুল বুঝতে পেরে খুশি স্কুলছুটদের বাবা-মায়েরাও ৷

চন্দ্রকোণা, 9 ডিসেম্বর : স্কুল খুলে গেলেও ভরছে না ক্লাসরুম ৷ তাই স্কুলছুটদের (Chandrakona School Dropout) ক্লাসে ফেরাতে তাদের দুয়ারে পৌঁছে গেলেন শিক্ষকরা ৷ সঙ্গে গেল পড়ুয়ারাও ৷ সহপাঠীরা যাতে আর বাড়িতে বসে না থাকে, তাদের কাছে সেই আবেদন রাখল ছাত্রছাত্রীরা ৷ বন্ধুদের ডাকে সাড়া দিয়ে স্কুলে ফেরার প্রতিশ্রুতি দিল বাকিরাও ৷ এই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ৷

আরও পড়ুন : স্কুলছুট, বাল্যবিবাহ প্রতিরোধে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালুর আর্জি

কুঁয়াপুরের টুকুরিয়া রামকৃষ্ণ হাইস্কুল ৷ রাজ্যজুড়ে স্কুল খোলার পর্ব শুরু হতেই ক্লাসে ফিরেছে অধিকাংশ পড়ুয়া ৷ তবুও বেশ কিছু ছাত্রছাত্রী এখনও নিয়মিত স্কুলে আসছে না ৷ তাদের ফেরাতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন স্কুলের শিক্ষক, শিক্ষিকারা ৷ পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেছেন তাঁরা ৷ কিন্তু তাতে লাভ হয়নি বিশেষ ৷

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সহপাঠীদের বাড়িতে পৌঁছে যায় স্কুলের বাকি ছাত্রছাত্রীরা ৷ বন্ধুদের হাত ধরে তাদের স্কুলে এসে ক্লাস করার আবেদন জানায় তারা ৷ কথা বলে অভিভাবকদের সঙ্গেও ৷ তাতে কাজ হয় ৷ স্কুলছুটরা স্কুলে না আসার নানা কারণ দেখালেও বন্ধুদের অনুরোধ ফেলতে পারেনি ৷ তারা জানিয়েছে, শুক্রবার থেকেই সকলে নিয়মিত স্কুলে যাবে ৷ তাদের বাবা-মায়েরাও একই আশ্বাস দিয়েছেন ৷

স্কুলছুটদের দুয়ারে সহপাঠীরা ৷

আরও পড়ুন : Covid Effect On Schools : স্কুল খুললেও কি ক্লাসে ফিরবে স্কুলছুটরা ?

প্রসঙ্গত, প্রাথমিকভাবে শুধুমাত্র নবম ও দশম শ্রেণিতে পঠনপাঠন শুরু হয়েছে ৷ কুঁয়াপুরের টুকুরিয়া রামকৃষ্ণ হাইস্কুলের নবম শ্রেণিতে ছাত্রছাত্রীর সংখ্যা 12 এবং দশম শ্রেণিতে পড়ে 28 জন ৷ স্কুলে শিক্ষক, শিক্ষিকা রয়েছেন মোট ন’জন ৷ গত 16 নভেম্বর স্কুল খুললেও সব পড়ুয়া ক্লাসে ফেরেনি ৷ ফলে পড়াশোনার ক্ষতি যেমন হচ্ছে, তেমনই রেজিস্ট্রেশন-সহ অন্যান্য প্রশাসনিক কাজেও জটিলতা তৈরি হয়েছে ৷ ফলে বিপাকে পড়ছে স্কুল কর্তৃপক্ষ ৷ এই অবস্থায় শিক্ষক, শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছে পড়ুয়ারাই ৷ তারা যেভাবে সহপাঠীদের ফেরাতে উদ্যোগ নিয়েছে তাতে খুশি শিক্ষক, শিক্ষিকারা ৷ ভুল বুঝতে পেরে খুশি স্কুলছুটদের বাবা-মায়েরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.