ETV Bharat / state

বেলদা কলেজে ABVP-TMCP সংঘর্ষ , জখম 10 - clash in belda college

ফের ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ ৷ ইউনিয়ন রুম দখল করা নিয়ে ABVP ও TMCP-র মধ্যে সংঘর্ষ হয় ৷ এই ঘটনায় 10 জন জখম হন ।

বেলদা কলেজে ছাত্র সংঘর্ষ
author img

By

Published : Nov 18, 2019, 8:49 PM IST

Updated : Nov 18, 2019, 8:56 PM IST

বেলদা, 18 নভেম্বর : ফের ছাত্র সংঘর্ষ হল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে ৷ ABVP ও তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় । সংঘর্ষে ABVP-র 10 জন জখম হয়েছে । তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

কলেজে নবীনবরণ অনুষ্ঠান করার দাবিতে আজ মিছিল করে ABVP ৷ তারপর ABVP-র ছেলেরা ইউনিয়ন রুমে ঢুকতে গেলে তাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের সংঘর্ষ হয় । এই ঘটনায় জখম হয়েছে 10 জন ৷

এর আগেও একাধিকবার ABVP ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে বেলদা কলেজ । ABVP সদস্য অভিজিৎ নাথ অভিযোগ করেন, ‘‘আমরা কোনও প্ররোচনায় পা দিইনি । ওরা কলেজের ইউনিয়ন রুম দখল করে রেখেছে ৷ আজ আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম । আমরা ইউনিয়ন রুমে ঢুকতে গেলে তৃণমূলের কিছু বহিরাগত ছাত্র আমাদের বেধড়ক মারধর করে ৷ আমাদের প্রায় 10 জন জখম হয়েছে । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ৷’’

বেলদা কলেজে ছাত্র সংঘর্ষ

এই দিনের ঘটনা প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজনের অভিযোগ, ABVP সদস্যরা প্রথমে এসে বচসা করে এবং হামলা চালায় । সংঘর্ষের পর কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

বেলদা, 18 নভেম্বর : ফের ছাত্র সংঘর্ষ হল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে ৷ ABVP ও তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় । সংঘর্ষে ABVP-র 10 জন জখম হয়েছে । তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

কলেজে নবীনবরণ অনুষ্ঠান করার দাবিতে আজ মিছিল করে ABVP ৷ তারপর ABVP-র ছেলেরা ইউনিয়ন রুমে ঢুকতে গেলে তাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের সংঘর্ষ হয় । এই ঘটনায় জখম হয়েছে 10 জন ৷

এর আগেও একাধিকবার ABVP ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে বেলদা কলেজ । ABVP সদস্য অভিজিৎ নাথ অভিযোগ করেন, ‘‘আমরা কোনও প্ররোচনায় পা দিইনি । ওরা কলেজের ইউনিয়ন রুম দখল করে রেখেছে ৷ আজ আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম । আমরা ইউনিয়ন রুমে ঢুকতে গেলে তৃণমূলের কিছু বহিরাগত ছাত্র আমাদের বেধড়ক মারধর করে ৷ আমাদের প্রায় 10 জন জখম হয়েছে । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ৷’’

বেলদা কলেজে ছাত্র সংঘর্ষ

এই দিনের ঘটনা প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজনের অভিযোগ, ABVP সদস্যরা প্রথমে এসে বচসা করে এবং হামলা চালায় । সংঘর্ষের পর কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

Intro:ছাত্র সংঘর্ষ অব্যাহত মেদিনীপুর জেলার বেলদা কলেজে, কলেজে নবীনবরণ অনুষ্ঠান করার দাবিতে মিছিল করার পর তারা ইউনিয়ন রুমে বসতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের হাতে বেধড়ক মার খেলেন এবিভিপি 10 সদস্য, গোটা ঘটনায় কলেজ জুড়ে চাঞ্চল্য ,আহতদের ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে l Body:ছাত্র সংঘর্ষ অব্যাহত মেদিনীপুর জেলার বেলদা কলেজে, কলেজে নবীনবরণ অনুষ্ঠান করার দাবিতে মিছিল করার পর তারা ইউনিয়ন রুমে বসতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের হাতে বেধড়ক মার খেলেন এবিভিপি 10 সদস্য, গোটা ঘটনায় কলেজ জুড়ে চাঞ্চল্য ,আহতদের ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে l


ফের টিএমসিপি এবিভিপি সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে ,আহত 10 এবিভিপি ছাত্র ,ভর্তি বেলদা গ্রামীণ হাসপাতালে , অভিযোগের তীর তৃণমূল ছাত্র পরিষদের দিকে l কলেজে নবীনবরণ অনুষ্ঠান করার দাবিতে মিছিল করার পর তারা ইউনিয়ন রুমে বসতে গেলে বেধড়ক মারধর করে এভিবিপি দের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা l দফায় দফায় তাদের মারধর করা হয় বলে অভিযোগ l ঘটনায় আহত হয় 10 জন এবিভিপি কর্মী l প্রসঙ্গত, সম্প্রতি বারবার এবিভিপি তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বেলদা কলেজ। এবিভিপি সদস্য অভিজিৎ নাথ বলেন আমরা কোনরকম প্ররোচনায় পা দিইনি ,ওরা জোর করে কলেজের ইউনিয়ন রুমকে দখল করে রেখেছে l আজকে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম ,কেবলমাত্র নবীন বরণ অনুষ্ঠান করার দাবিতে l এই দাবি আমাদের ন্যায্য দাবি l তাই শান্তিপূর্ণভাবে মিছিল করার পর আমরা ইউনিয়নে ঢোকার মুখে তৃণমূলের কিছু বহিরাগত ছাত্র মিলে আমাদের বেধড়ক মারধর করা হয় l প্রথমে বচসা করে ,তারপর মারধর করে ,আমরা ছাড়াতে গেলে আরো মারধর করা হয় l এই ঘটনায় আমাদের 8 থেকে 10 জন আহত হয়েছে ,আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি l আরেক সদস্য তমাল জ্যোতি জানার বক্তব্য আমরা মিছিল করার পর শান্তিপূর্ণভাবে ইউনিয়ন রুমে ঢোকার মুখেই ওরা আমাদের সঙ্গে বচসা করে ,আমাদের চেয়ার দিয়ে মারধর করা হয় পাশাপাশি সিনিয়র নেতারা এসে উইকেট দিয়ে আমাদের মারধর করে ,আমরা যত এর প্রতিবাদ জানায় ততই আমাদের মারধর করা হয় এবং আমাদেরকে বেরিয়ে যেতে বাধ্য করে ওরা l যদিও এই দিনের ঘটনার এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল ছাত্র পরিষদের তরফে l তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ এবিভিপির সদস্যরা আগে এসে তাদের সঙ্গে বচসা করে এবং তাদের মারধর করা হয় l গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় , কলেজে বসেছে পুলিশ পিকেটিং l Conclusion:ছাত্র সংঘর্ষ অব্যাহত মেদিনীপুর জেলার বেলদা কলেজে, কলেজে নবীনবরণ অনুষ্ঠান করার দাবিতে মিছিল করার পর তারা ইউনিয়ন রুমে বসতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের হাতে বেধড়ক মার খেলেন এবিভিপি 10 সদস্য, গোটা ঘটনায় কলেজ জুড়ে চাঞ্চল্য ,আহতদের ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে l
Last Updated : Nov 18, 2019, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.