বেলদা, 18 নভেম্বর : ফের ছাত্র সংঘর্ষ হল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে ৷ ABVP ও তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় । সংঘর্ষে ABVP-র 10 জন জখম হয়েছে । তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
কলেজে নবীনবরণ অনুষ্ঠান করার দাবিতে আজ মিছিল করে ABVP ৷ তারপর ABVP-র ছেলেরা ইউনিয়ন রুমে ঢুকতে গেলে তাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের সংঘর্ষ হয় । এই ঘটনায় জখম হয়েছে 10 জন ৷
এর আগেও একাধিকবার ABVP ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে বেলদা কলেজ । ABVP সদস্য অভিজিৎ নাথ অভিযোগ করেন, ‘‘আমরা কোনও প্ররোচনায় পা দিইনি । ওরা কলেজের ইউনিয়ন রুম দখল করে রেখেছে ৷ আজ আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম । আমরা ইউনিয়ন রুমে ঢুকতে গেলে তৃণমূলের কিছু বহিরাগত ছাত্র আমাদের বেধড়ক মারধর করে ৷ আমাদের প্রায় 10 জন জখম হয়েছে । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ৷’’
এই দিনের ঘটনা প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজনের অভিযোগ, ABVP সদস্যরা প্রথমে এসে বচসা করে এবং হামলা চালায় । সংঘর্ষের পর কলেজ চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷