ETV Bharat / state

সাগর দত্তের পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজ, ফের প্রকাশ্যে শিশু মৃত্যু - doctors' protest

মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত শিশু । ঘটনাটি ঘিরে উত্তেজনা হাসপাতাল চত্বরে ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jun 15, 2019, 1:04 PM IST

মেদিনীপুর, 15 জুন : সাগর দত্তের পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজ । ফের প্রকাশ্যে শিশু মৃত্যুর ঘটনা । পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতি- বিক্ষোভ-অবরোধের জেরেই মৃত্যু হয়েছে শিশুটির ।

শিশুটির মৃত্যুর পরই হাসপাতালে চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন । শিশুটির দেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ শুরু হয় তাঁদের । বিক্ষোভে যোগ দেন স্থানীয়রা । বিক্ষোভকারীদের দাবি কর্মবিরতির জেরে এর আগেও বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে ।

মেদিনীপুর, 15 জুন : সাগর দত্তের পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজ । ফের প্রকাশ্যে শিশু মৃত্যুর ঘটনা । পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতি- বিক্ষোভ-অবরোধের জেরেই মৃত্যু হয়েছে শিশুটির ।

শিশুটির মৃত্যুর পরই হাসপাতালে চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন । শিশুটির দেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ শুরু হয় তাঁদের । বিক্ষোভে যোগ দেন স্থানীয়রা । বিক্ষোভকারীদের দাবি কর্মবিরতির জেরে এর আগেও বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে ।

Intro:লাইভ ব্লাড ব্যাংক ফাউন্ডেশন Body:মেদিনীপুরে অশোকনগর 5 উদ্যমী যুবকের সহায়তায় শুরু হল রাজ্যে এই প্রথম লাইভ ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের l এই লাইভ ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের উদ্দেশ্যই হলো যেসব দুস্থ রোগীরা রক্তের অকালে মারা যায় ,সেইসব দুস্থ রোগীদের রক্ত দ্রুত সরবরাহের লক্ষ্যেই এই ফাউন্ডেশন এর সূচনা l বিশেষত আমরা দেখি যখন কোন রোগীর হঠাৎ রক্তের প্রয়োজন হয় তখন বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না ,দেখা দেয় রক্তের আকাল ,তখন ব্লাড ব্যাংকের কার্ড নিয়ে গেল রক্ত সংগ্রহ করতে পারে না রোগীর আত্মীয় স্বজনেরা l ফলে মারা যায় সেইসব রোগীরা l তাই সেই সব রোগীদের সাহায্যার্থে এবার এগিয়ে এল 5 উদ্যমী যুবক ,যারা নিজেদের প্রচেষ্টায় শুরু করলো লাইভ ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের l এই ফাউন্ডেশনের সূচনায় প্রথম দিনেই সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 512 জন l যা অঙ্গীকার করে বছরে দুবার করে রক্ত দিয়ে এ ব্লাড ব্যাংক এ রক্তের সমতা বজায় রাখবে এবং যখনই প্রয়োজন হবে তখনই তারা ঝাঁপিয়ে পড়বে ,ওই দুস্থ রোগীদের রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর ক্ষেত্রে l এদিন অশোকনগরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্লাড ব্যাংকের এর সূচনা হয় l 5 উদ্যমী যুবক ছিল এর উদ্যোক্তা ,যাদের মধ্যে অন্যতম ছিল পবিত্র সাহু ,রাজীব রঞ্জন ,নবীন গিরি ,মনোজ বর্মণ ও কৌশিক পাল ,যারা এর উদ্যোক্তা l এদিন পবিত্র বাবু জানান প্রথমে তারা মেদিনীপুর শহর কেন্দ্রিক এই সুবিধা দেবে, পরবর্তীকালে নিজেদের ব্লাড ব্যাংকের উন্নতি হলে তারা গোটা জেলা কে এই সুবিধা দেওয়ার জন্য তৈরি হবে l মানুষ রক্তের আকালে বিভিন্ন সময় মারা যায় সেই রক্ত যাতে অতি সহজেই সেই সব মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য তারা এই ধরনের লাইভ ব্লাড ব্যাংকের ফাউন্ডেশন এর সূচনা l স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে স্বাগত জানালো মেদিনীপুর জেলার আপামর জনসাধারণ lConclusion:ভালো উদ্যোগ বলে জানালো জেলা বাসী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.