খড়্গপুর, 8 ডিসেম্বর: সোমবার খড়্গপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গিরি ময়দানে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । জেলা প্রশাসন সূত্রে খবর, ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন । এছাড়া বিভিন্ন প্রকল্পে 68 জন উপভোক্তার হাতে সাহায্য তুলে দেবেন । অনুষ্ঠান মঞ্চে থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার ও তৃণমূল কংগ্রেসের বিধায়করা ।
বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । মমতা আগেই জানিয়েছিলেন, খড়্গপুর ও বাকি দুটি বিধানসভা কেন্দ্রে গিয়ে ভোটারদের ধন্যবাদ জানাবেন । মমতা আসার আগে আজ সভাস্থল পরিদর্শন করেন জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার এবং তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ।
আগামীকাল অনুষ্ঠান মঞ্চ থেকে 29 টি প্রকল্পের শিলান্যাস করবেন । এই প্রকল্পগুলির ব্যয় বরাদ্দ 24 কোটি টাকা । এছাড়া 104 কোটি টাকার 38 টি প্রকল্প চালু করবেন । দুপুর দেড়টায় মমতা অনুষ্ঠানে আসবেন । ঘণ্টাখানেক সভায় থাকার পর সেখান থেকে পূর্ব মেদিনীপুরে উদ্দেশে রওনা দেবেন ।