ETV Bharat / state

100 কোটি টাকার প্রকল্পের সূচনায় কাল খড়্গপুরে মুখ্যমন্ত্রী - Mamta Banerjee

বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । মমতা আগেই জানিয়েছিলেন, খড়্গপুর ও বাকি দুটি বিধানসভা কেন্দ্রে গিয়ে ভোটারদের ধন্যবাদ জানাবেন । মমতা আসার আগে আজ সভাস্থল পরিদর্শন করেন জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার এবং তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ।

CM program at Kharagpur
অনুষ্ঠানের শেষ মুহুর্তের প্রস্তুতি
author img

By

Published : Dec 8, 2019, 7:53 PM IST

খড়্গপুর, 8 ডিসেম্বর: সোমবার খড়্গপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গিরি ময়দানে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । জেলা প্রশাসন সূত্রে খবর, ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন । এছাড়া বিভিন্ন প্রকল্পে 68 জন উপভোক্তার হাতে সাহায্য তুলে দেবেন । অনুষ্ঠান মঞ্চে থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার ও তৃণমূল কংগ্রেসের বিধায়করা ।

বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । মমতা আগেই জানিয়েছিলেন, খড়্গপুর ও বাকি দুটি বিধানসভা কেন্দ্রে গিয়ে ভোটারদের ধন্যবাদ জানাবেন । মমতা আসার আগে আজ সভাস্থল পরিদর্শন করেন জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার এবং তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ।

আগামীকাল অনুষ্ঠান মঞ্চ থেকে 29 টি প্রকল্পের শিলান্যাস করবেন । এই প্রকল্পগুলির ব্যয় বরাদ্দ 24 কোটি টাকা । এছাড়া 104 কোটি টাকার 38 টি প্রকল্প চালু করবেন । দুপুর দেড়টায় মমতা অনুষ্ঠানে আসবেন । ঘণ্টাখানেক সভায় থাকার পর সেখান থেকে পূর্ব মেদিনীপুরে উদ্দেশে রওনা দেবেন ।

খড়্গপুর, 8 ডিসেম্বর: সোমবার খড়্গপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গিরি ময়দানে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । জেলা প্রশাসন সূত্রে খবর, ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন । এছাড়া বিভিন্ন প্রকল্পে 68 জন উপভোক্তার হাতে সাহায্য তুলে দেবেন । অনুষ্ঠান মঞ্চে থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার ও তৃণমূল কংগ্রেসের বিধায়করা ।

বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । মমতা আগেই জানিয়েছিলেন, খড়্গপুর ও বাকি দুটি বিধানসভা কেন্দ্রে গিয়ে ভোটারদের ধন্যবাদ জানাবেন । মমতা আসার আগে আজ সভাস্থল পরিদর্শন করেন জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার এবং তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ।

আগামীকাল অনুষ্ঠান মঞ্চ থেকে 29 টি প্রকল্পের শিলান্যাস করবেন । এই প্রকল্পগুলির ব্যয় বরাদ্দ 24 কোটি টাকা । এছাড়া 104 কোটি টাকার 38 টি প্রকল্প চালু করবেন । দুপুর দেড়টায় মমতা অনুষ্ঠানে আসবেন । ঘণ্টাখানেক সভায় থাকার পর সেখান থেকে পূর্ব মেদিনীপুরে উদ্দেশে রওনা দেবেন ।

Intro:উপনির্বাচনে ভালো ফল করেছে প্রদীপ সরকারের খড়্গপুর ,তাই খড়গপুরে সভা করতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি সরকারি সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন আর মোট 68 জন বেনিফিশিয়ারি দের হাতে তুলে দেবেন সরকারি সাহায্য ,এখন চলছে তার প্রস্তুতি l Body:উপনির্বাচনে ভালো ফল করেছে প্রদীপ সরকারের খড়্গপুর ,তাই খড়গপুরে সভা করতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি সরকারি সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন আর মোট 68 জন বেনিফিশিয়ারি দের হাতে তুলে দেবেন সরকারি সাহায্য ,এখন চলছে তার প্রস্তুতি l



আগামী 9 ই ডিসেম্বর খড়্গপুরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করতে খড়্গপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়্গপুরের গিরি ময়দানে অনুষ্ঠিত হবে ধন্যবাদ জ্ঞাপন সভা। তার আগে আজ সেই সভাস্থল পরিদর্শন করলেন জেলাশাসক রেশমি কোমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এবং দলের জেলা সভাপতি অজিত মাইতি। ময়দানের সভা মঞ্চ থেকে নিরাপত্তা ব্যবস্থার দিক গুলি খতিয়ে দেখতে আজ জেলা প্রশাসনের আধিকারিকদের এই পরিদর্শন বলে জানা গেছে l উল্লেখ্য কথা দিয়েছিলেন ভালো রেজাল্ট হলে তিনি আসবেন এলাকায় সেই কথা মত খরগোপুর উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার হয়ে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন শুভেচ্ছা এর পাশাপাশি তিনি সরকারি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন l সরকারি তথ্য অনুযায়ী ঐ দিন সভামঞ্চ থেকে তিনি 29 টি প্রকল্পের মোট 24 কোটি টাকার শিলান্যাস করবেন পাশাপাশি উদ্বোধন করবেন মোট 38 টি প্রকল্প, যার টাকার পরিমাণ রয়েছে 104 কোটি l এছাড়া ও বিভিন্ন বেনিফিশিয়ারি দের হাতে তিনি সরকার থেকে বিভিন্ন সামগ্রী প্রদান করবেন নিজ হাতে l এদিন সরকারি তথ্য অনুযায়ী জানা যায় মোট 68 জন বেনিফিশিয়ারি হাতে সামগ্রী তুলে দেওয়া হবে l মুখ্যমন্ত্রী সভায় আসবেন 1:30 টার সময় l তিনি ঘন্টাখানেক সভায় থাকবেন এরপর পূর্ব মেদিনীপুরে উদ্দেশ্যে বেরিয়ে যাবেন l এখনো পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী তার আসা-যাওয়া করবেন হেলিকপ্টারে ,যার জন্য হেলিপ্যাড করা হয়েছে এই গিরি ময়দান সংলগ্ন স্থানে l এই সভামঞ্চে জেলার জেলাশাসক, পুলিশ সুপার বিভিন্ন বিধায়ক থাকার কথা রয়েছে l Conclusion:উপনির্বাচনে ভালো ফল করেছে প্রদীপ সরকারের খড়্গপুর ,তাই খড়গপুরে সভা করতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি সরকারি সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন আর মোট 68 জন বেনিফিশিয়ারি দের হাতে তুলে দেবেন সরকারি সাহায্য ,এখন চলছে তার প্রস্তুতি l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.