ETV Bharat / state

ঝাড়গ্রামে দুস্থদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য ছত্রধরের

মাত্র দু’মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতে l তারপর থেকেই কোনও না কোনওভাবে সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন l এবার খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করলেন ছত্রধর মাহাত ।

author img

By

Published : Apr 10, 2020, 9:03 PM IST

ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম

লালগড়, 10 এপ্রিল: দীর্ঘ 21 দিনের লকডাউনে প্রত্যন্ত গ্রামের লোধা, শবর, সাঁওতালদের পরিস্থিতি খুব খারাপ l এতদিন এই সব মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন l সরকারি-বেসরকারি কর্মীরাও ব্যক্তিগত উদ্যোগে সাহায্য করেছেন l এবার সাহায্যের হাত বাড়ালেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত l ঝাড়গ্রামের আঁধারিশোল গ্রামের অমৃত আশ্রমের সহযোগিতায় গ্রামের বাসিন্দাদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু, সোয়াবিন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস l সঙ্গে পাশে থাকার আশ্বাস দিলেন l

মাত্র দু’মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতে l তারপর থেকেই কোনও না কোনওভাবে সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন l আজ ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের আঁধারিশোল গ্রামের অমৃত আশ্রমের সহযোগিতায় 100টি পরিবারের হাতে চাল, আলু, মুড়ি, সয়াবিন তুলে দেন l

আজ খাদ্যসামগ্রী বিলির পর তিনি বলেন, "এখনও পর্যন্ত এই গ্রামে কেউ আক্রান্ত হয়নি l সরকারিভাবে বিভিন্ন জায়গায় সাহায্য করা হয়েছে l আমরাও সহযোগিতা করতে পেরে খুশি l সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবরকম সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি l" তিনি আরও বলেন, "এভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে l সকলের প্রচেষ্টা থাকলে জয় করা যাবে কোরোনাকে l"

লালগড়, 10 এপ্রিল: দীর্ঘ 21 দিনের লকডাউনে প্রত্যন্ত গ্রামের লোধা, শবর, সাঁওতালদের পরিস্থিতি খুব খারাপ l এতদিন এই সব মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন l সরকারি-বেসরকারি কর্মীরাও ব্যক্তিগত উদ্যোগে সাহায্য করেছেন l এবার সাহায্যের হাত বাড়ালেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত l ঝাড়গ্রামের আঁধারিশোল গ্রামের অমৃত আশ্রমের সহযোগিতায় গ্রামের বাসিন্দাদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু, সোয়াবিন সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস l সঙ্গে পাশে থাকার আশ্বাস দিলেন l

মাত্র দু’মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতে l তারপর থেকেই কোনও না কোনওভাবে সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন l আজ ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের আঁধারিশোল গ্রামের অমৃত আশ্রমের সহযোগিতায় 100টি পরিবারের হাতে চাল, আলু, মুড়ি, সয়াবিন তুলে দেন l

আজ খাদ্যসামগ্রী বিলির পর তিনি বলেন, "এখনও পর্যন্ত এই গ্রামে কেউ আক্রান্ত হয়নি l সরকারিভাবে বিভিন্ন জায়গায় সাহায্য করা হয়েছে l আমরাও সহযোগিতা করতে পেরে খুশি l সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সবরকম সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি l" তিনি আরও বলেন, "এভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে l সকলের প্রচেষ্টা থাকলে জয় করা যাবে কোরোনাকে l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.