ETV Bharat / state

শহরজুড়ে চারাগাছ লাগানোর উদ্যোগ

সবুজায়নের লক্ষ্যে শহর জুড়ে 200 চারাগাছ লাগানোর কর্মসূচি সম্পন্ন করল চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেস ।

সবুজায়নের লক্ষ্যে শহর জুড়ে চারাগাছ লাগানোর উদ্যোগ নিল চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেস
সবুজায়নের লক্ষ্যে শহর জুড়ে চারাগাছ লাগানোর উদ্যোগ নিল চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেস
author img

By

Published : Jun 16, 2021, 9:58 AM IST

চন্দ্রকোনা 16জুন : সবুজায়নের লক্ষ্যে শহর জুড়ে চারাগাছ লাগানোর উদ্যোগ নিল চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেস । ইতিমধ্যে 200 চারাগাছ লাগিয়েছে তাঁরা, লক্ষ্য 1000 চারা লাগানোর ।

গত শনিবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চত্ত্বরে থেকে । এদিন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রঘুনাথ প্রামাণিকের উপস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডের যুব কর্মীদের নিয়ে 200 টিরও বেশি চারাগাছ লাগানোর কর্মসূচি সম্পন্ন করা হয় । আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানান তিনি । চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চত্ত্বরে চারাগাছ লাগানোয় হাত লাগান হাসপাতালের বিএমওএইচ গৌতম প্রতিহার-সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরাও । তিনি যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রঘুনাথ প্রামাণিক বলেন, "করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের প্রয়োজনীয়তা আমরা হাড়েহাড়ে টের পেয়েছি । দৈনন্দিন জীবনে মানুষের বেঁচে থাকার অন্যতম উপায় পর্যাপ্ত অক্সিজেনের যোগান । তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে বৃক্ষরোপণ জরুরি ৷"

সবুজায়নের লক্ষ্যে শহর জুড়ে চারাগাছ লাগানোর উদ্যোগ নিল চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেস

চন্দ্রকোনা 16জুন : সবুজায়নের লক্ষ্যে শহর জুড়ে চারাগাছ লাগানোর উদ্যোগ নিল চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেস । ইতিমধ্যে 200 চারাগাছ লাগিয়েছে তাঁরা, লক্ষ্য 1000 চারা লাগানোর ।

গত শনিবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চত্ত্বরে থেকে । এদিন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রঘুনাথ প্রামাণিকের উপস্থিতিতে বিভিন্ন ওয়ার্ডের যুব কর্মীদের নিয়ে 200 টিরও বেশি চারাগাছ লাগানোর কর্মসূচি সম্পন্ন করা হয় । আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানান তিনি । চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চত্ত্বরে চারাগাছ লাগানোয় হাত লাগান হাসপাতালের বিএমওএইচ গৌতম প্রতিহার-সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরাও । তিনি যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রঘুনাথ প্রামাণিক বলেন, "করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের প্রয়োজনীয়তা আমরা হাড়েহাড়ে টের পেয়েছি । দৈনন্দিন জীবনে মানুষের বেঁচে থাকার অন্যতম উপায় পর্যাপ্ত অক্সিজেনের যোগান । তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে বৃক্ষরোপণ জরুরি ৷"

সবুজায়নের লক্ষ্যে শহর জুড়ে চারাগাছ লাগানোর উদ্যোগ নিল চন্দ্রকোনা তৃণমূল যুব কংগ্রেস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.