ETV Bharat / state

Chandrakona Municipality Corporation: প্লাস্টিক বিরোধী অভিযান চন্দ্রকোনা পৌরসভার - প্লাস্টিক বিরোধী অভিযান চ্ন্দ্রকোনা পৌরসভার

পুজোর আগেই প্লাস্টিক বিরোধী অভিযানে নামল চন্দ্রকোনা পৌরসভা (Campaign For Stop Use of Banned Plastic) ৷ এলাকার বেশ কিছু বাজারে অভিযান চলে ৷ সাধারণ নাগরিক ও ব্যাবসায়ীদের জরিমানাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে ৷

Chandrakona Municipality Corporation
ETV Bharat
author img

By

Published : Sep 6, 2022, 10:48 PM IST

চন্দ্রকোনা, 6 ই সেপ্টেম্বর: অনেক আগেই রাজ্যে নিষিদ্ধ হয়েছে সিঙ্গেল ইউজ 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারে ( Chandrakona Municipality Corporation) ৷ তাই এবার সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের সচেতন করতে মঙ্গলবার চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে অভিযান চলে স্থানীয় কয়েকটি বাজারে ৷

এই অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান, পুলিশ, পৌরকর্মী ও কাউন্সিলররাও । এদিন সকালে শহরের গাছশীতলা, রেগুলেটেড মার্কেট, গোঁসাইবাজার-সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয় চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে । নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের দায়ে 8জন ব্যবসায়ীকে জরিমানা করেন পৌরসভার আধিকারিকরা ৷

এটাই প্রথম নয় ৷ 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা জারির পর থেকেই শহর জুড়ে মাঝেমাঝে অভিযান চালানো হয় চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে ৷ বিশেষত উৎসবের মরশুমগুলোতে ব্যবাসায়ী ও এলাকাবাসীকে সচেতন করতে এই অভিযান চালাোন হয় ৷ এদিন ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি বেশ কয়েকজন ক্রেতাকেও জরিমানা করেন পৌরসভার আধিকারিকরা ৷ বিক্রেতাদের 500 টাকা এবং ক্রেতাদের 50 টাকা করে জরিমানা হয়েছে ৷ সেইসঙ্গে তাঁরা যাতে প্লস্টিক ব্যবহার না করেন তার জন্য সচেতন করা হয়েছে ৷ সাধারণ নাগরিকদের বোঝানো হয়েছে এই প্লাস্টিক ব্যবহারের অপকারিতা ৷ তাঁরা যাতে এই ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকেন তাও উল্লেখ করা হয়েছে ৷

প্লাস্টিক বিরোধী অভিযান চন্দ্রকোনা পৌরসভার

এই প্লাস্টিক নিয়ে মানুষের মধ্যে অনেকাংশে সচেতনতা ফিরলেও শহরের কিছু কিছু জায়গায় এখনও প্লাস্টিক ব্যবহার চলছে। সেই অভিযোগ পেয়ে এদিন সেই সমস্ত জায়গায় বাজারে, দোকানে অভিযান চালায় চন্দ্রকোনা পৌরসভা।

কেন নিষেধাজ্ঞা এই প্লাস্টিকে ?

চলতি বছরে জুন মাস থেকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ শুধু প্লাস্টিক নয় থার্মোকলের থালা ব্যবহারেরও নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে ৷ এই প্লাস্টিক সাধারণত পরিবেশ বান্ধব নয় ৷ মাটির সঙ্গে মিশে যেতে প্রায় 400 বছর সময় লাগে এই ধরনের প্লাস্টিকের ৷ তাই পরিবেশকে দূষণমুক্ত করতে ইউজ 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷

চন্দ্রকোনা, 6 ই সেপ্টেম্বর: অনেক আগেই রাজ্যে নিষিদ্ধ হয়েছে সিঙ্গেল ইউজ 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারে ( Chandrakona Municipality Corporation) ৷ তাই এবার সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের সচেতন করতে মঙ্গলবার চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে অভিযান চলে স্থানীয় কয়েকটি বাজারে ৷

এই অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান, পুলিশ, পৌরকর্মী ও কাউন্সিলররাও । এদিন সকালে শহরের গাছশীতলা, রেগুলেটেড মার্কেট, গোঁসাইবাজার-সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয় চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে । নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের দায়ে 8জন ব্যবসায়ীকে জরিমানা করেন পৌরসভার আধিকারিকরা ৷

এটাই প্রথম নয় ৷ 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা জারির পর থেকেই শহর জুড়ে মাঝেমাঝে অভিযান চালানো হয় চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকে ৷ বিশেষত উৎসবের মরশুমগুলোতে ব্যবাসায়ী ও এলাকাবাসীকে সচেতন করতে এই অভিযান চালাোন হয় ৷ এদিন ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি বেশ কয়েকজন ক্রেতাকেও জরিমানা করেন পৌরসভার আধিকারিকরা ৷ বিক্রেতাদের 500 টাকা এবং ক্রেতাদের 50 টাকা করে জরিমানা হয়েছে ৷ সেইসঙ্গে তাঁরা যাতে প্লস্টিক ব্যবহার না করেন তার জন্য সচেতন করা হয়েছে ৷ সাধারণ নাগরিকদের বোঝানো হয়েছে এই প্লাস্টিক ব্যবহারের অপকারিতা ৷ তাঁরা যাতে এই ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকেন তাও উল্লেখ করা হয়েছে ৷

প্লাস্টিক বিরোধী অভিযান চন্দ্রকোনা পৌরসভার

এই প্লাস্টিক নিয়ে মানুষের মধ্যে অনেকাংশে সচেতনতা ফিরলেও শহরের কিছু কিছু জায়গায় এখনও প্লাস্টিক ব্যবহার চলছে। সেই অভিযোগ পেয়ে এদিন সেই সমস্ত জায়গায় বাজারে, দোকানে অভিযান চালায় চন্দ্রকোনা পৌরসভা।

কেন নিষেধাজ্ঞা এই প্লাস্টিকে ?

চলতি বছরে জুন মাস থেকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ শুধু প্লাস্টিক নয় থার্মোকলের থালা ব্যবহারেরও নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে ৷ এই প্লাস্টিক সাধারণত পরিবেশ বান্ধব নয় ৷ মাটির সঙ্গে মিশে যেতে প্রায় 400 বছর সময় লাগে এই ধরনের প্লাস্টিকের ৷ তাই পরিবেশকে দূষণমুক্ত করতে ইউজ 75 মাইক্রনের কম প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.