মেদিনীপুর, 15 মার্চ : অবশেষে কাটল জট ৷ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের 7টি পৌরসভার (Seven Municipality of Paschim Medinipur) নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷
এই জেলার সাতটি পৌরসভার 120টি আসনের মধ্যে 97টি আসন গিয়েছে তৃণমূলের দখলে ৷ তবে একছত্র ক্ষমতা কায়েম করলেও পৌরসভাগুলির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবে তা নিয়ে দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছিল জেলা তৃণমূলের অন্দরে ৷ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কারা হবেন সেই নামের তালিকা জেলা তৃণমূল নেতৃত্ব পাঠিয়েছিল রাজ্য নেতৃত্বকে ৷
আরও পড়ুন : সিবিআই নয়, সিআইডিতেই আস্থা ; 24 ঘণ্টায় বয়ান বদল পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর
বুধবার এই জেলার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ নেওয়ার কথা ৷ তার আগে মঙ্গলবার মেদিনীপুরের একটি লজে রাজ্য নেতৃত্বের তরফে পাঠানো খাম খোলা হয় ৷ এছাড়া চন্দ্রকোনা, দাসপুর, ঘাটাল-সহ পাঁচটি পৌরসভার খাম খোলা হয় ঘাটালের একটি লজে । তৃণমূল জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি এ প্রসঙ্গে বলেন, "দলীয় শৃঙ্খলা মেনে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই খামবন্ধ এই তালিকা এসেছে রাজ্য নেতৃত্বের থেকে ৷ আমরা 7টি পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করলাম । আগামিদিনে ওয়ার্ডের মানুষের পাশে থেকে পৌর পরিষেবা দেবে আমাদের কাউন্সিলাররা । "