ETV Bharat / state

বম্বে রোডে ওলটাল যাত্রীবাহী বাস, আহত 30 - মেদিনীপুর

আজ বিকেল সাড়ে 4 টে নাগাদ মেদিনীপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বম্বে রোডের কাছে জিন শহরে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি ম্যাটাডোর ভ্যানকে ধাক্কা মারে ৷ বাসে থাকা কমপক্ষে 30 জন যাত্রী আহত হয় ৷ ঘটনাস্থানে আসে খড়গপুর থানার পুলিশ ৷ স্থানীয়দের উদ্যোগে ও পুলিশের সহযোগিতায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

বম্বে রোডে ওলটাল যাত্রীবাহী বাস
author img

By

Published : Sep 23, 2019, 8:07 PM IST

মেদিনীপুর, 23 সেপ্টেম্বর : ম্যাটাডোরকে ধাক্কা মেরে ওলটাল যাত্রীবাহী বাস ৷ মেদিনীপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বম্বে রোডের কাছে জিন শহরে দুর্ঘটনাটি ঘটে ৷ আহত প্রায় 30 জন বাসযাত্রী ৷ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় আহতদের ৷ যাত্রীরা প্রত্যেকেই মেদিনীপুর মেডিকাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বম্বে রোডের কাছে জিন শহরে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি ম্যাটাডোরে ধাক্কা মারে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল ৷ সেই সময় হলদিয়াগামী বাসটি মোহনপুর ব্রিজ পেরোনোর পর বম্বে রোডের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় ৷ বাসটি পালটি খাওয়া মাত্র ভেঙেচুরে যায় ৷ জানলা ভেঙে যায় ৷ বাসে থাকা কমপক্ষে 30 জন যাত্রী আহত হয় ৷

দেখুন ভিডিয়ো

এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে খড়গপুর থানার পুলিশ ৷ স্থানীয়দের উদ্যোগে ও পুলিশের সহযোগিতায় আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

মেদিনীপুর, 23 সেপ্টেম্বর : ম্যাটাডোরকে ধাক্কা মেরে ওলটাল যাত্রীবাহী বাস ৷ মেদিনীপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বম্বে রোডের কাছে জিন শহরে দুর্ঘটনাটি ঘটে ৷ আহত প্রায় 30 জন বাসযাত্রী ৷ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় আহতদের ৷ যাত্রীরা প্রত্যেকেই মেদিনীপুর মেডিকাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বম্বে রোডের কাছে জিন শহরে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি ম্যাটাডোরে ধাক্কা মারে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল ৷ সেই সময় হলদিয়াগামী বাসটি মোহনপুর ব্রিজ পেরোনোর পর বম্বে রোডের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় ৷ বাসটি পালটি খাওয়া মাত্র ভেঙেচুরে যায় ৷ জানলা ভেঙে যায় ৷ বাসে থাকা কমপক্ষে 30 জন যাত্রী আহত হয় ৷

দেখুন ভিডিয়ো

এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে খড়গপুর থানার পুলিশ ৷ স্থানীয়দের উদ্যোগে ও পুলিশের সহযোগিতায় আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Intro:মেদিনীপুর থেকে হলদিয়ার যাওয়ার পথে ম্যাটাডোর কে ধাক্কা মেরে পাল্টি খেলো কাটাখালি রামগড় বাস , বাস পালটি ঘটনায় গুরুতর আহত হলেন 30 জন বাসযাত্রী ,এলাকায় উত্তেজনা, স্থানীয় মানুষ এসে উদ্ধার কাজে হাত লাগিয়ে আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায় l
Body:মেদিনীপুর থেকে হলদিয়ার যাওয়ার পথে ম্যাটাডোর কে ধাক্কা মেরে পাল্টি খেলো কাটাখালি রামগড় বাস , বাস পালটি ঘটনায় গুরুতর আহত হলেন 30 জন বাসযাত্রী ,এলাকায় উত্তেজনা, স্থানীয় মানুষ এসে উদ্ধার কাজে হাত লাগিয়ে আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায় l

ঘটনা সুত্রে জানা যায় এ দিন মেদিনীপুর থেকে হলদিয়ার দিকে যাওয়ার পথে বোম্বে রোড এর কাছে জীন শহরে নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খেলা বাস l আর বাস পালটি ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা কমপক্ষে 30 জন বাসযাত্রী l ঘটনা ঘটা মাত্রই এলাকার সাধারণ মানুষ আসেন উদ্ধারকাজে l তারা একে একে গুরুতর আহত যাত্রীদের বাস থেকে বের করেন এবং নিজেরা উদ্যোগ এবং পুলিশের সহযোগিতায় তারা সকলকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে নিয়ে যান ট্রিটমেন্টের উদ্দেশ্যে l তবে পরিস্থিতি এই মুহূর্তে আয়ত্তে এনেছে পুলিশ প্রশাসন l কি কারনে বাস পালটি কেনই বা এই ধরনের দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ l প্রত্যক্ষদর্শীদের মতে মেদিনীপুর থেকে হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল লালগড় কাটাখালী বিনাপানি নামক বাসটি l এই বৃষ্টি হচ্ছিল সেই সময় , বাসটি মেদিনীপুর থেকে বেরিয়ে মোহনপুর ব্রিজ পেরোনোর পর বোম্বে রোডের দিকে যাবার পথে জীন শহরের কাছে অপর দিকে আসা একটি ম্যাটাডোর ভ্যান কে ধাক্কা মেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় l বাসটি পাল্টি খাওয়া মাত্র ভেঙেচুরে শেষ হয়ে যায় l এই পালটি হওয়ার ঘটনায় বাসে বসে থাকা যাত্রীরা নিজেদের মধ্যে ঠোকাঠুকির জেরে কমবেশি প্রত্যেকে আহত হন l বাসের জানালার কাচ ভেঙে যায় l এরপর স্থানীয় মানুষজন দৌড়াদৌড়ি শুরু করেন এবং বাড়ি থেকে বেরিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগান l খড়গপুর থেকে ছুটে আসে পুলিশ কর্মীরা তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আহতদের উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে , যদিও পরিস্থিতি এখন স্বাভাবিক lConclusion:মেদিনীপুর থেকে হলদিয়ার যাওয়ার পথে ম্যাটাডোর কে ধাক্কা মেরে পাল্টি খেলো কাটাখালি রামগড় বাস , বাস পালটি ঘটনায় গুরুতর আহত হলেন 30 জন বাসযাত্রী ,এলাকায় উত্তেজনা, স্থানীয় মানুষ এসে উদ্ধার কাজে হাত লাগিয়ে আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায় l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.