ETV Bharat / state

Daspur Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়জুলিতে বাস, আহত 10 - bus accident in daspur paschim medinipur

রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়জুলিতে বাস (Daspur Road Accident) ৷ দাসপুরের ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি 10 জন (10 people hospitalised in Daspur Bus Accident) ৷

ETV Bharat
daspur road accident
author img

By

Published : Oct 15, 2022, 9:40 PM IST

Updated : Oct 15, 2022, 10:01 PM IST

দাসপুর, 15 অক্টোবর: বাসে বাসে রেষারেষি, আর তার জেরেই দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস । নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল বাস ৷ শনিবার সন্ধ্যা 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় । এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 10 জন ৷ উদ্ধার কাজের তদারকি করতে এলাকায় যান পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ৷ তবে অন্ধকারের জন্য উদ্ধারকাজে সমস্যা হয় ৷ বাসটিকে জল থেকে তুলতে নিয়ে আসা হয় ক্রেন (Daspur Road Accident) ৷

জানা গিয়েছে, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের চাঁদপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় একটি যাত্রীবাহী বাসটি । বাসটি ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল (Daspur bus Accident) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল থেকে পাঁশকুড়া যাওয়ার সময় দু'টি বাস তীব্র গতিতে একে অপরকে ওভারটেকের চেষ্টা করে ৷ তার জেরেই ঘটে এই দুর্ঘটনা ৷ পরে পুলিশ, প্রশাসন ও স্থানীয়দের চেষ্টায় যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয় (bus accident in Daspur, Paschim Medinipur)৷

নিয়ন্ত্রণ হারিয়ে নয়জুলিতে বাস, আহত 10

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্ট, বাড়ছে উদ্বেগ

তবে 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, 10 জন ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় প্রাণহানীর কোনও খবর নেই বলে জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ৷

দাসপুর, 15 অক্টোবর: বাসে বাসে রেষারেষি, আর তার জেরেই দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস । নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল বাস ৷ শনিবার সন্ধ্যা 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় । এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 10 জন ৷ উদ্ধার কাজের তদারকি করতে এলাকায় যান পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ৷ তবে অন্ধকারের জন্য উদ্ধারকাজে সমস্যা হয় ৷ বাসটিকে জল থেকে তুলতে নিয়ে আসা হয় ক্রেন (Daspur Road Accident) ৷

জানা গিয়েছে, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের চাঁদপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় একটি যাত্রীবাহী বাসটি । বাসটি ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল (Daspur bus Accident) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল থেকে পাঁশকুড়া যাওয়ার সময় দু'টি বাস তীব্র গতিতে একে অপরকে ওভারটেকের চেষ্টা করে ৷ তার জেরেই ঘটে এই দুর্ঘটনা ৷ পরে পুলিশ, প্রশাসন ও স্থানীয়দের চেষ্টায় যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয় (bus accident in Daspur, Paschim Medinipur)৷

নিয়ন্ত্রণ হারিয়ে নয়জুলিতে বাস, আহত 10

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্ট, বাড়ছে উদ্বেগ

তবে 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, 10 জন ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় প্রাণহানীর কোনও খবর নেই বলে জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ৷

Last Updated : Oct 15, 2022, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.