ETV Bharat / state

ঘাটাল হাসপাতালে রক্ত সংকট, থানায় রক্তদান - Chandrakona police helped by donating blood

মূলত করোনা সংক্রমণের ভয়ে এই সময়ে রক্তদাতারা রক্ত দিতে ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে রক্তের সমস্যা তৈরি হয়েছে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে। রক্তসংকট দেখা দিয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালেও ৷ চন্দ্রকোনা থানায় খবর পৌঁছাতে পুলিশ আধিকারিক, তাঁদের পরিবার ও সিভিক ভলেন্টিয়ার সহ মোট 50 জন থানার ভিতরেই রক্তদান করলেন

ঘাটাল হাসপাতালে রক্ত সংকট, এগিয়ে এল পুলিশ
ঘাটাল হাসপাতালে রক্ত সংকট, এগিয়ে এল পুলিশ
author img

By

Published : May 18, 2021, 9:58 PM IST

Updated : May 18, 2021, 10:08 PM IST

ঘাটাল 18 মে : করোনার ঠেলায় রাজ্যে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট ৷ ঘাটাল মহকুমা হাসপাতালে রক্ত সংকটে পড়তে হচ্ছে রোগীদের ৷ এরপরই খবর পৌঁছায় চন্দ্রকোনা পুলিশের কাছে ৷ তাদের উদ্যোগেই চন্দ্রকোনা থানার ভিতরেই চলে রক্তদান শিবির ৷ দফায় দফায় রক্তদান করেন চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক, তাঁদের পরিবার ও সিভিক ভলেন্টিয়ার সহ মোট 50 জন ৷

ঘাটাল মহকুমা হাসপাতালে সময়ে রক্ত না মেলায় কয়েকদিন আগে দুশ্চিন্তায় পড়েছিল ক্যান্সার আক্রান্ত এক রোগীর পরিবার। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেও ছিল না রক্ত ৷ ফলে দুশ্চিন্তায় ছিল হাসপাতালে ভর্তি একাধিক মুমুর্ষ রোগীর পরিবার। এই করোনা পরিস্থিতিতে সংক্রমণের ভয়ে রক্তদাতারা রক্ত না দেওয়ায় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা দেয়। এমন সংকটময় পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় নামল পুলিশ প্রশাসন। গত সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রকোনা থানার পরিচালনায় আয়োজিত হয় রক্তদান শিবিরের। চন্দ্রকোনা থানার ভিতরেই চলে এই রক্তদান শিবির। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক এই রক্তদান শিবিরে সহযোগিতা করে।

শিবিরে উপস্থিত থেকে পুলিশ কর্মীদের উৎসাহ দেন ঘাটাল এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী ও চন্দ্রকোনা থানার ওসি রবি স্বর্ণকার। মঙ্গলবারও এই ঘাটাল এলাকায় রক্তের সমস্যা মেটাতে ফের রক্তদান শিবিরের আয়োজন হয়। রক্ত দিয়ে মানবিকতার পরিচয় দেন পুলিশকর্মীরা।

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

মূলত করোনা সংক্রমণের ভয়ে এই সময়ে রক্তদাতারা রক্ত দিতে ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে রক্তের সমস্যা তৈরি হয়েছে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে। রক্তসংকট দেখা দিয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালেও ৷ জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সমস্যা রয়েছে ৷ পুলিশের এই রক্তদান শিবিরে অনেকটাই সংকট মিটবে বলে মনে করছে চিকিৎসক মহল।

ঘাটাল 18 মে : করোনার ঠেলায় রাজ্যে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট ৷ ঘাটাল মহকুমা হাসপাতালে রক্ত সংকটে পড়তে হচ্ছে রোগীদের ৷ এরপরই খবর পৌঁছায় চন্দ্রকোনা পুলিশের কাছে ৷ তাদের উদ্যোগেই চন্দ্রকোনা থানার ভিতরেই চলে রক্তদান শিবির ৷ দফায় দফায় রক্তদান করেন চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক, তাঁদের পরিবার ও সিভিক ভলেন্টিয়ার সহ মোট 50 জন ৷

ঘাটাল মহকুমা হাসপাতালে সময়ে রক্ত না মেলায় কয়েকদিন আগে দুশ্চিন্তায় পড়েছিল ক্যান্সার আক্রান্ত এক রোগীর পরিবার। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেও ছিল না রক্ত ৷ ফলে দুশ্চিন্তায় ছিল হাসপাতালে ভর্তি একাধিক মুমুর্ষ রোগীর পরিবার। এই করোনা পরিস্থিতিতে সংক্রমণের ভয়ে রক্তদাতারা রক্ত না দেওয়ায় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা দেয়। এমন সংকটময় পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় নামল পুলিশ প্রশাসন। গত সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রকোনা থানার পরিচালনায় আয়োজিত হয় রক্তদান শিবিরের। চন্দ্রকোনা থানার ভিতরেই চলে এই রক্তদান শিবির। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক এই রক্তদান শিবিরে সহযোগিতা করে।

শিবিরে উপস্থিত থেকে পুলিশ কর্মীদের উৎসাহ দেন ঘাটাল এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী ও চন্দ্রকোনা থানার ওসি রবি স্বর্ণকার। মঙ্গলবারও এই ঘাটাল এলাকায় রক্তের সমস্যা মেটাতে ফের রক্তদান শিবিরের আয়োজন হয়। রক্ত দিয়ে মানবিকতার পরিচয় দেন পুলিশকর্মীরা।

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

মূলত করোনা সংক্রমণের ভয়ে এই সময়ে রক্তদাতারা রক্ত দিতে ভয় পাচ্ছেন। সেক্ষেত্রে রক্তের সমস্যা তৈরি হয়েছে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে। রক্তসংকট দেখা দিয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালেও ৷ জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সমস্যা রয়েছে ৷ পুলিশের এই রক্তদান শিবিরে অনেকটাই সংকট মিটবে বলে মনে করছে চিকিৎসক মহল।

Last Updated : May 18, 2021, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.