ঘাটাল, 19 জুন: এ যেন উলটা পুরাণ ! পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকির অভিযোগ উঠেছে ঘাটালের বিজেপি বিধায়ক ও বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হুমকির ভয়ে সিপিএম মহিলা প্রার্থী অঞ্জনা কপাট ছোট্ট সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন সিপিএমের দলীয় কার্যালয়ে। ঘটনায় শোরগোল ঘাটালে, শুরু রাজনৈতিক তরজা।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর 5 নম্বর বুথের। জানা গিয়েছে আনন্দপুরের সিপিএম প্রার্থী অঞ্জনা কপাট 15 তারিখ নমিনেশন ফাইল করেন ৷ তারপর থেকেই হুমকি আসছিল বিজেপির তরফ থেকে। রবিবার গভীর রাতে খোদ বিজেপি বিধায়ক শীতল কপাট, সিপিএম প্রার্থীর বাড়িতে গিয়ে মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত ওই সিপিএম প্রার্থী। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। সূত্রের খবর, ওই সিপিএম প্রার্থীর বাড়ি ঘাটালের বিজেপি বিধায়কের এলাকাতেই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাটালের বিজেপি বিধায়ক। অপরদিকে ঘাটালে বিজেপি বিধায়কের বিরুদ্ধে সূর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
সিপিএম মহিলা প্রার্থী অঞ্জনা কপাট বলেন, "গতকাল রাত সাড়ে এগারোটা-বারোটার সময় আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিজেপির বিধায়ক শীতল কপাট। বাড়িতে এসে আমাকে বলে কেন মনোনয়ন জমা দিলাম সিপিএম প্রার্থী হয়ে। সিপিএম জেতার পর এলাকার কোনও কাজেই লাগবে না ৷ তারপর নমিনেশন তুলো নেওয়ার ওপর চাপ দিতে থাকেন ৷ এই ঘটনার পর থেকেই আমি আতঙ্কে রয়েছে ৷ ভয় লাগে আমাকে কিছু করতে না-পেরে ওরা যদি দুটো বাচ্চার ক্ষতি করে !"
যদিও এ বিষয়ে ঘাটাল বিজেপি বিধায়ক শীতল কপাট অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ৷ তিনি বলেন, "এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা কাউকেই ভয় দেখায়নি। বামেরা এখন ক্ষয়িষ্ণু। তারা এসব মিথ্যে কথা বলেই ভর করে বাঁচতে চাইছে বাংলাতে। বাংলায় নৈরাজ্য এবং কুৎসা সঙ্গে শান্তি-শৃঙ্খলা নষ্ট করেছে এই বাম সরকার ৷ এই পঞ্চায়েতও তারা মুছে যাবে।"
আরও পড়ুন: তৃণমূলের টিকিট পেয়েও তালিকায় নেই নাম, ক্ষোভে খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে
ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। ঘাটাল তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন, "বিজেপি এই নীতিতেই বিশ্বাসী। শীতল কপাট বিজেপির কেমন বিধায়ক তা মানুষের জানা উচিত। এই ঘটনায় পুলিশি ব্যবস্থা নেওয়া উচিত ৷"