মেদিনীপুর, 13 মার্চ : পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও । তার আগেই মেদিনীপুরে প্রচারে নামল BJP । শুরু হয়েছে ফেস্টুন, ব্যানার, দেওয়াল লিখনও । কিন্তু এখনও আসরে নামেনি তৃণমূল । তৃণমূলের দাবি, এখনও সময় আছে । অনেকেই মনে করছে, পৌরসভা দখলে মরিয়া BJP আগেভাগেই নেমে পড়েছে শাসক দলকে কোণঠাসা করতে । আর রাজনৈতিক মহলের দাবি, পিছিয়ে নেই তৃণমূলও । এবার পৌরসভায় জোর টক্কর দেখা যাবে তৃণমূল- BJP-র ।
এখনও মেদিনীপুর পৌরসভার নির্ঘণ্ট প্রকাশ হয়নি । গোটা রাজ্যের সঙ্গে মেদিনীপুর পৌরসভা ভোট হতে পারে এপ্রিল মাসে । সূত্রের খবর এমনই । আর সেই এপ্রিল মাসকে ধরেই মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির প্রচার । BJP-র নেতা-কর্মীরা রাস্তায় নেমে দেওয়াল লিখন শুরু করেছেন । চলছে ফেস্টুন, ব্যানার লাগানোর কাজও । নিয়ম করে চলছে ছোটো ছোটো জনসংযোগ কর্মসূচিও । যা পিছনে ফেলে দিয়েছে গতবারের 1960 ভোটে জেতা তৃণমূলের প্রার্থী অনিলচন্দ্র দলবেরাকে । এ বিষয়ে BJP কর্মী অতনু দাসের বক্তব্য, "আমরা নির্ঘণ্ট প্রকাশের আগেই প্রচার শুরু করেছি । এটা নিশ্চিত যে এবার আমরা মেদিনীপুর পৌরসভার দখল নেব । পৌরসভা দখলের পর প্রথম দায়িত্ব হবে CCTV বসিয়ে মহিলাদের নিরাপত্তা ও জল সংরক্ষণ ।"
অপরদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক শংকর মাঝির দাবি, "বেশকিছু রাজনৈতিক দলের কর্মীরা এখনই হুড়োহুড়ি করছে, তারা প্রচারে ঝাঁপিয়ে পড়েছে । তবে আমরা পিছিয়ে নেই, তাড়াতাড়ি কাজ শুরু করব । এত বছর যা কাজ করেছি তাতেই সহজে মানুষের ভোট পাব আমরা ।"
গত 2 বারই এককভাবে মেদিনীপুর পৌরসভা দখল করেছে তৃণমূল । 9 নম্বর ওয়ার্ডও তৃণমূল এককভাবে দখল রেখেছে । তবে এবারের চিত্রটা আলাদা । ওয়ার্ডে রয়েছে জল,স্বাস্থ্য ও ঘরবাড়ির সমস্যা । তারা তৃণমূলের কাউন্সিলরকে বার বার জানিয়েছে । তার সদুত্তর মেলেনি । এলাকায় কান পাতলেই শোনা যায়, তৃণমূলের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বে কথাও । অভিযোগ, এই কারণেই এলাকার উন্নয়নে কোনওরকম ভূমিকা দেখা যায়নি কাউন্সিলরের । আর এটাই হয়ে উঠেছে BJP-র প্রচারের মূল অস্ত্র । এখন কার দখলে যাবে এই 9 নম্বর ওয়ার্ড সেটাই দেখার ।