চন্দ্রকোনা, 17 মার্চ: রাজ্য়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতা, কর্মী, প্রাক্তন মন্ত্রীদের নাম সামনে আসছে ৷ অভিযোগ উঠছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ এর মধ্যে জঙ্গলমহলের চন্দ্রকোনায় তৃণমূল বিধায়কের ভিডিয়ো, ছবি নিয়ে বিতর্ক তৈরি হল ৷ সামাজিক মাধ্যমে তাঁর অনুরাগীরা ভিডিয়ো, ছবি পোস্ট করেছে ৷ সেখানে দেখা যাচ্ছে তিনি লাঙল দিয়ে জমি চাষ করছেন ৷ পোস্ট করেছেন তাঁর অনুরাগীরা ৷ কিন্তু এতে বিতর্ক কেন (Controversy over Chandrakona MLA ploughing video) ?
গবাদি পশু নিয়ে কৃষি জমিতে চাষ করছেন চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া ৷ সামাজিক মাধ্যমে এই পোস্ট নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ ভিডিয়োয় তৃণমূল বিধায়ককে চাষ করতে দেখে তীব্র কটাক্ষ করছেন বিরোধী বিজেপি শিবির ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকার ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়াকে জমি থেকে আলু তোলার কাজ করতে দেখা যাচ্ছে ৷ ছবি, ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বিধায়কের অনুগামীরা ৷
শাসকদলের বিধায়ক নিজে জমিতে চাষ করছেন, এমন দৃশ্যে অনেকেই অবাক হয়েছেন ৷ তাই তাঁর এই চাষের জমিতে কাজ করাকে বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন ৷ আবার তৃণমূল বিধায়কের কৃষিজমিতে লাঙল দিয়ে চাষ করার কাজকে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ৷ যদিও এসব কোনও কিছুকেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া ৷
বিজেপি বিধায়ক শীতল কপাট এই দৃশ্যকে কটাক্ষ করে অভিযোগ বলেন, "তিনি (তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া) যদি ভালো মনের মানুষ হতেন, তাহলে তাঁর এই কাজকে আমরা স্বাগত জানাতাম ৷ কিন্তু তিনি ভালো মনের মানুষ নন ৷ তিনি টাকার বিনিময়ে অনেককে চাকরি দিয়েছেন ৷ আর সেই চাকরি চলে যাওয়ার আশঙ্কায় তিনি আতঙ্কিত ৷ তাই তার মোড় ঘোরানোর জন্য এই ধরনের জমিতে চাষ করে তিনি প্রচারে আসতে চাইছেন ৷" এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসকদলের বিধায়ক অরূপ ধাড়া ৷
তিনি পালটা জবাব দেন, "কে কী বলল, আমার তাতে কিছু যায় আসে না ৷ এই চাষের জমি আমাদের পূর্বপুরুষের ৷ আর সেই চাষের জমিতে আমি প্রায় দিনই চাষ করতে যাই ৷ এটা নতুনত্ব নয় ৷ যিনি বলছেন, তিনি সঠিক ঘটনাটা জানেন না ৷ কেবলমাত্র রাজনীতি করতে এই ধরনের মন্তব্য করে বেড়াচ্ছেন বিজেপি বিধায়ক ৷"
আরও পড়ুন: আমার গোয়ার হোটেল ও ত্রিপুরার চা বাগানের ঠিকানা দিন তো ! আক্রমণাত্মক মেজাজে কুন্তল