ETV Bharat / state

Medinipur Urinal Incident: 'পা ধুইয়ে দিতে হবে মুখ্যমন্ত্রীকে', গোয়ালতোড় মূত্রকাণ্ডে হুঁশিয়ারি এসসি মোর্চার সভাপতির - Sudip Das

বিজেপির পোলিং এজেন্ট দলিত সম্প্রদায়ের বরুণ রুইদাসকে মারধর এবং জল চাইতে মূত্রপানের চেষ্টার ঘটনায় এবার কড়া হুঁশিয়ারি বিজেপি এসসি মোর্চার। এদিন রাজ্য সভাপতি সুদীপ আদিত্য দাস আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন ও বলেন, 'মুখ্যমন্ত্রীকে তাঁর পা ধুইয়ে প্রায়শ্চিত্ত করতে হবে নইতো বৃহত্তর আন্দোলন হবে' ৷

BJP Polling Agent
মূত্রকাণ্ডে হুঁশিয়ারি রাজ্য নেতার
author img

By

Published : Jul 17, 2023, 5:34 PM IST

গোয়ালতোড় মূত্রকাণ্ডে হুঁশিয়ারি এসসি মোর্চার সভাপতির

গোয়ালতোড়, 17 জুলাই: আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মারধর করে মূত্রপান করানোর চেষ্টার ঘটনায় এবার রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিজেপির এসসি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ আদিত্য দাস। গোয়ালতোড়ের ঘটনায় সোমবার তিনি আক্রান্ত বরুণ রুইদাস ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন ৷ পার্টি অফিস থেকে তাঁকে বাড়ি ফেরানোর পাশাপাশি হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রীকে তিনি বলেন, "অবিলম্বে তাঁর পা ধুয়ে ক্ষমা চাওয়া না-হলে বৃহত্তর আন্দোলনের নামবে এসসি সম্প্রদায়ের মানুষজন ৷"

প্রসঙ্গেক্রমে বলা যায় গোয়ালতোড় থানার মাইতা গ্রামের বাসিন্দা বরুণ রুইদাস। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পোলিং এজেন্টের দায়িত্ব সামলেছেন তিনি। ভোট পর্ব মিটতেই তার উপর আক্রমণ করে শাসকদল। গত বৃহস্পতিবার যখন বরুণ রুইদাস সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁকে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরই তাকে বেধড়ক মারধর করা হয় বলে বিজেপির তরফে অভিযোগ।

মারধরের কারণে বরুণ রুইদাস অসুস্থ হয়ে পড়লে তাঁকে নর্দমার জল খেতে দেওয়া হয় ৷ পাশাপাশি মূত্রপান করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷ তিনি না-খেতে চাইলে তাঁর গায়ে মূত্র ছিটিয়ে দেওয়া হয় ৷ তারসঙ্গেই চলে আরেক প্রস্থ মারধর। এই ঘটনায় বিজেপির ওই পোলিং এজেন্ট অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরে তাঁরই কিছু সহকর্মী হাসপাতালে ভরতি করেন। ঘটনার কথা জানাজানি হতেই রাজ্য-রাজনীতি উত্তাল হয়। এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রথমে দু'জনকে আটক করে পরবর্তীতে তাদের ছেড়ে দেয় ৷ যার ফলে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সুদীপ আদিত্য বলেন, "শাসকদল চিরদিনই বিরোধীদের আক্রমণ করছে ৷ কেবলমাত্র বিজেপির পোলিং এজেন্ট হওয়ার অপরাধে এমন ঘটনা ঘটল তাঁর সঙ্গে ৷ যা অত্যন্ত জঘন্যতম এবং নারকীয়।" যদিও এনিয়ে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে, তবু জেলার পুলিশ সুপারকেও হুঁশিয়ারি দিয়ে এসসি রাজ্য সভাপতি বলেন, "পুলিশ অবিলম্বে যদি কড়া ব্যবস্থা না-নেয়, বরুণ রুইদাসকে শান্তিতে বাড়ি থাকার ব্যবস্থা না-করে তাহলে আগামিদিনে জেলা পুলিশ সুপার নিজের গদিতে ঠিকমতো বসতে পারবেন না ৷"

আরও পড়ুন: বিজেপি পোলিং এজেন্টের মুখে মূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গোয়ালতোড় মূত্রকাণ্ডে হুঁশিয়ারি এসসি মোর্চার সভাপতির

গোয়ালতোড়, 17 জুলাই: আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মারধর করে মূত্রপান করানোর চেষ্টার ঘটনায় এবার রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিজেপির এসসি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ আদিত্য দাস। গোয়ালতোড়ের ঘটনায় সোমবার তিনি আক্রান্ত বরুণ রুইদাস ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন ৷ পার্টি অফিস থেকে তাঁকে বাড়ি ফেরানোর পাশাপাশি হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রীকে তিনি বলেন, "অবিলম্বে তাঁর পা ধুয়ে ক্ষমা চাওয়া না-হলে বৃহত্তর আন্দোলনের নামবে এসসি সম্প্রদায়ের মানুষজন ৷"

প্রসঙ্গেক্রমে বলা যায় গোয়ালতোড় থানার মাইতা গ্রামের বাসিন্দা বরুণ রুইদাস। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পোলিং এজেন্টের দায়িত্ব সামলেছেন তিনি। ভোট পর্ব মিটতেই তার উপর আক্রমণ করে শাসকদল। গত বৃহস্পতিবার যখন বরুণ রুইদাস সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁকে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরই তাকে বেধড়ক মারধর করা হয় বলে বিজেপির তরফে অভিযোগ।

মারধরের কারণে বরুণ রুইদাস অসুস্থ হয়ে পড়লে তাঁকে নর্দমার জল খেতে দেওয়া হয় ৷ পাশাপাশি মূত্রপান করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷ তিনি না-খেতে চাইলে তাঁর গায়ে মূত্র ছিটিয়ে দেওয়া হয় ৷ তারসঙ্গেই চলে আরেক প্রস্থ মারধর। এই ঘটনায় বিজেপির ওই পোলিং এজেন্ট অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরে তাঁরই কিছু সহকর্মী হাসপাতালে ভরতি করেন। ঘটনার কথা জানাজানি হতেই রাজ্য-রাজনীতি উত্তাল হয়। এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রথমে দু'জনকে আটক করে পরবর্তীতে তাদের ছেড়ে দেয় ৷ যার ফলে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সুদীপ আদিত্য বলেন, "শাসকদল চিরদিনই বিরোধীদের আক্রমণ করছে ৷ কেবলমাত্র বিজেপির পোলিং এজেন্ট হওয়ার অপরাধে এমন ঘটনা ঘটল তাঁর সঙ্গে ৷ যা অত্যন্ত জঘন্যতম এবং নারকীয়।" যদিও এনিয়ে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে, তবু জেলার পুলিশ সুপারকেও হুঁশিয়ারি দিয়ে এসসি রাজ্য সভাপতি বলেন, "পুলিশ অবিলম্বে যদি কড়া ব্যবস্থা না-নেয়, বরুণ রুইদাসকে শান্তিতে বাড়ি থাকার ব্যবস্থা না-করে তাহলে আগামিদিনে জেলা পুলিশ সুপার নিজের গদিতে ঠিকমতো বসতে পারবেন না ৷"

আরও পড়ুন: বিজেপি পোলিং এজেন্টের মুখে মূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.